কিভাবে Payza একাউন্ট তৈরি করবেন :

Payza তে একাউন্ট করতে চাইলে

এখানে ক্লিক করুন CLICK HERE

》তারপর Sign Up তে ক্লিক করুন

》Personal সিলেক্ট করুন।

ফর্ম টি সঠিক ভাবে ফিল আপ করে 》 Next Step

এ ক্লিক করুন আপনার 》 National ID
কার্ড এর সব তথ্যের সাথে মিল রেখে।

মনে রাখবেন কোন ভুল তথ্য দিলে কিন্তু একাউন্ট ভেরিফাই হবে না।

সেকন্ড স্টেপ এ আপনি আপনার 》 Email address , Password , Transaction Pin (যা ডলার সেন্ড করতে দরকার হবে)এবং
Security Question সিলেক্ট করে Answer লিখে Final Step এ ক্লিক করতে হবে.

》তারপর যে ইমেল দিয়ে Registration করলেন সেই ইমেল এর লগিন করে ইনবক্স এ গিয়ে আপনার Payza Account Validation করতে হবে.
আপনার কাজ শেষ।
》 আপনার একাউন্ট তৈরি হয়ে গেছে।

》এবার ভেরিফাই করার পালা।

》কিভাবে Payza একাউন্ট ভেরিফিকেশন করবেন:

》দুইভাবে Payza তে একাউন্ট ভেরিফাই করা যায়ঃ
》Document Validation

》Photo ID Validation

》Document Validation

》পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে যা যা লাগবে :
》আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি ।
》আপনার এক মাসের ব্যাংক স্টেটমেন্ট ( সর্বচ্চো ছয় মাসের পুরোনো )
》》আর আপনি যদি Photo ID Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে চান,
তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে ।

》উল্লেখ্য যে Photo ID Validation পদ্ধতিতে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই ।

》যেভাবে Document Validation এর মাধ্যমে ভেরিফাই করবেন আপনার Payza একাউন্ট :

》আপনার পেজা একাউন্টে লগইন করে উপরে ডান দিকে Verification এ ক্লিক করুন।

》এখান থেকে আপনার পছন্দের অপশনটি বেছে নিন । আমি Document Validation অপশনটি বেছে নিলাম ।

》Photo ID অপশন থেকে যেকোনো একটি অপশন বেছে নিন এবং Choose File থেকে আপনার ডকুমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করুন ।

》এবার তার নিচে Bank Document এর নিচে Bank Statementএ টিক চিহ্ন দিয়ে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করে দিন ।

》 Document অবশ্যই Jpeg Format এ দিতে হবে।

》সবকিছু ঠিক থাকলে Next চাপুন ।

》আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
》সবকিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন ।

》এবার দেখা যাক কিভাবে Photo ID Validation পদ্ধতিতে ভেরিফাই করবেন :
》আবার Verification এ গিয়ে Photo ID Validation অপশন সিলেক্ট করুন । নিচের মত পেজ পাবেন ।

》Photo ID থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড , পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপিটি সিলেক্ট করে Next চাপুন ।

》Document অবশ্যই Jpeg Format এ দিতে হবে।

》আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
》সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে রিকোয়েস্ট সেন্ড করুন ।
》ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 2-3 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন । আপনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে ।

》তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারনে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি ।

》একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারন :
》আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে ।

》আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার পেজা একাউন্টের নাম বা ঠিকানা না মেলে ।

》আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন হলে ।

》অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে Scan Copy আবার কি আর এটা কোথাই পাবঃ

》Scan Copy হল আপনার NID অথবা যেকোন Document এর Scan করা কপি।

》এই Scan Copy আপনি চাইলে যেকোন কম্পিউটার এর দোকান থেকে বানিয়ে নিতে পারেন।

》তাছারাও আপনি আপনার Android ফোনটা ব্যবহার করে সহজেই Scan Copy পেতে পারেন।

》তার জন্য আপনাকে Play Store এ যেয়ে Camscenner লিখে সার্চ দিয়ে App টা Install করতে হবে।

》তারপর ওই App তা দিয়েই Scan Copy বানাতে পারবেন।

11 thoughts on "Open A Payza Account And Verify It Easily From Bangladesh"

  1. satil tumi Contributor says:
    ভাইয়া পটো স্কান সন বুঝিয়ে দিলে ভাল হত।
    1. biggani Contributor Post Creator says:
      next post screenshot diye dibo
  2. angel pulok Contributor says:
    কার্ড কতদিনের মধ্যে পাব কি ভাবে পাবো জানালে উপকৃত হতাম। আর এটা ইউজ করলে কি কোনো চার্জ বা ফি দিতে হবে কি?
    1. biggani Contributor Post Creator says:
      hmm… card korle card er fee dite hobe
  3. Forhad_Ahmed Contributor says:
    Bai Amer Obebabok i means amer ma , babar National ID Card dea account korla kono problem hone ke na? Asa kore repay deban…!
    1. Bdnk Contributor says:
      na vai problem nai
  4. atik662 Contributor says:
    plz plz plz bai scen করার নিয়ম টা শিখান
  5. Md Hasan Sheikh Contributor says:
    ভাই শুধু আই ডি কাড দিয়া হবে না????
  6. Forhad_Ahmed Contributor says:
    Bai apne sure too payment & pay ta kono probelm hobe na too…?
  7. biswas55 Author says:
    ভাই আমার দেওয়া পোস্ট টা ভালোই কপি মারছেন।।
    admine ki egulo daka na…
  8. ariyan77 Contributor says:
    Balance transfer korbo ki korea

Leave a Reply