অনলাইনে ডলার লেন-দেন এর ক্ষেত্রে আমরা সাধারনত Payza, PayPal, Liberty Reserve প্রভৃতি কেই বেশি প্রাধান্য দেই। আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো একটি অনলাইন ডলার লেন-দেন এর একাউন্ট Perfect Money এর সাথে। অনেকেরেই হয়তো এখানে একাউন্ট আছে। আর যাদের নেই তাদের বলবো খুলে ফেলুন একটা একাউন্ট। হয়তো প্রয়োজন হতে পারে কোনো এক দিন।

Perfect Money এর সুবিধা গুলো হলো-


– এটি সম্পুর্ন ফ্রি।

– সব ধরনের ফরেক্স সাপোর্ট করে।

– সব ধরনের ইনভেস্টমেন্ট সাইট যেমন JustBeenPaid সাপোর্ট করে।

– এর সিকিউরিটি অত্যান্ত ভালো।

– টাকা তোলাও অনেক সহজ।
তো শুরু করা যাক….
প্রথমে এখানে ক্লিক করুন

Perfect Money এর Home পেইজ আসবে।

সেখান থেকে Signup এ ক্লিক করুন।

নিচের ছবিটার মতো একটা পেইজ আসবে।

নিচে দেখুন Create an Account এর নিচে একটা ফর্ম আছে।
পুরো ফর্মটি ভালভাবে পূরণ করুন এবং অবশ্যই একটি সিকিউরড মেইল ব্যবহার করুন এখানেই আপনার টি আসবে যা আপনার একাউন্ট এ লগিন করার জন্য প্রয়োজন।

Account type টি Personal ই রাখুন ।

এবার I agree with terms and conditions. এ ক্লিক করে এ ক্লিক করুন।

নতুন একটি পেইজ ওপেন হবে সেখান থেকে My Account এ ক্লিক করুন।

নিচের মতো একটি পেইজ ওপেন হবে

এখানে আপনার Member ID:, Password: এবং Turing number: যথাযথ ভাবে দিয়ে এ ক্লিক করুন।

এবার আপনি প্রবেশ করবেন আপনার Member Area তে
এভাবেই পেয়ে আপনার একাউন্ট।
বি: দ্র: আপনার ই-মেইল এ দুটো মেইল যাবে Perfect Money থেকে, এর প্রথমটিতে আপনি আপনার Member ID পাবেন

perfect money অ্যাকাউন্ট টি ভেরিফাি না করলে ও আপনি ডলার লেনদেন করতে পারেন কোন ঝামেলা ছাড়াই,, তাই ভেরিফাই করে রাখা ভালো, ভেরিফাই করতে চাইলে নিচে দেখুন

[b]কিভাবে অ্যাকাউন্ট টি ভেরিফাই করবেন[/b]


এখন আপনার Perfect Money Account Verify করতে নিচের Document গুলো লাগবে

১। National ID Card বা Passport বা Driving License এর Scan Copy।আইডি কার্ড এর নাম আর PM একাউন্ট এর নাম যাতে Same থাকে।

২।যে কোন বিলের কাগজের Scan Copy যেমন পানির বিল বা গ্যাস বিল বা ব্যাংক এর স্টেটমেন্ট বা ফোন বিল ।যেটাই পারেন তবে খেয়াল রাখবেন
, ID কার্ড এর নাম আর বিল এর কাগজের নাম যাতে একই থাকে আর ইংরেজিতে থাকে আর Address টাও ইংরেজিতে লেখা থাকে ।
মূলত এই বিলের কাগজ দিয়ে আপনার Address ভেরিফাই করা হবে।

***আমাদের অনেকেই আছে যাদের হয়ত বয়সের কারণে উপরের Document গুলো নাই তারা আপনার পরিবারের যার নামে এই Document গুলো আছে তাদের Document দিয়ে একাউন্ট খুলতে পারবেন। কোন সমস্যা হবে না। **

যাদের Perfect Money Account এর নাম আর Address এর সাথে যদি আপনার Document এর মিল না থাকে তবে আপনার একাউন্ট ভেরিফাই হবে না।
শুধু শুধু সময় নষ্ট হবে।
তার চেয়ে আপনার হাতের Document এর Name আর Address এর মত করে আরেকটি একাউণ্ট খুলে নিয়ে তারপর ভেরিফাই করতে আসুন।

১ম ধাপঃ Perfect Money একাউন্টে Login করে Settings এ যান।

তারপর সেখানে গিয়ে লাল রংয়ে লিখা Verification Management এ ক্লিক করুন।

২য় ধাপঃ তারপর সেখানে Name Verification, Address Verification, Phone Verification অপশন পাবেন।

Name Verification অপশন এ আপনার National ID Card/Passport/Driving License এর যে কোন একটির Scan কপি Upload করে দিন।

একই ভাবে আপনার address Verification এর অপশন থেকে যেকোন বিলের কাগজ যেটাতে ইংরেজীতে Address লেখা আছে সেটা আপলোড করে দিন।
ব্যস, এবার ১-২ দিন অপেক্ষা করুন …।।

আপনার নাম আর এড্রেস ভেরিফাই হয়ে যাবে।
তারপর আপনি আপনার
Phone Verification করতে পারবেন।
তার জন্য আপনার Mobile Number দিয়ে সাথে সাথে করে ফেলুন।

তারপর আপনি আপনার একাউন্টে গেলে দেখবেন সব Verified নিচের মত।

এভাবে আপনি আপনার Perfect Money Account খুব সহজে Verify করতে পারবেন।যার ফলে আপনার Transfer fee কমে হবে ২% থেকে .৫% হয়ে যাবে।

কোন ভূল হলে ক্ষমা করবেন

সমস্যা হলে ফেসবুকে Masum Billah

আল্লাহ হাফেজ

25 thoughts on "Perfect Money তে একাউন্ট খোলার সহজ পদ্ধতি & Full Verified"

  1. souravbasu Contributor says:
    good post.thanks.
  2. IMRAN Contributor says:
    vai Perfect teke bkash.. Transfer kora jai
    1. Masum Billah Author Post Creator says:
      na
  3. shakirahamedlovlu Contributor says:
    কোন কার্ড পাওয়া যাবে। পারফেট মানি। রেজিষ্টেষন করা হলে। কি কোন কার্ড পাবো? আমার অ্যাডরেসে কি কোন কার্ড আসবে।
    1. Rubel Author says:
      parfectmoney তে Mastercard দেয়না। তবে payza তে নিতে পারেন।
      আপনি যদি আমাদের মতো online Earner হয়ে থাকেন তাহলেই Account করুন
  4. Aniknatore Contributor says:
    karent bill edit kore amar num bosiye dile hobe?
  5. Masum Billah Author Post Creator says:
    টাকার বিষয় তো,,, ফেইক কিছু দেওয়া উচিত নয়
    1. Just Suzon Author says:
      ভাই মেসেজ দিলেন না তো
    2. Masum Billah Author Post Creator says:
      ki???
    3. Just Suzon Author says:
      আপনি আমার সাথে ফেসবুকে মেসেজ দিতে চাইছিলেন। টিউনার নিয়ে। কিন্তু এখনো দিলেন না। আমি ফেসবুকে মেসেজ রিকোয়েস্ট দিছি।
    4. Masum Billah Author Post Creator says:
      ও,,, আচ্ছে এখানে ম্যাসেজ দিন http://fb.com/trickbd.masum
  6. kausar raj Contributor says:
    varify na kory lendan korly kono somossa hoby
    1. Masum Billah Author Post Creator says:
      na
    2. Just Suzon Author says:
      দিছি ভাই।। দয়া করে রিপ্লেই দিন।।??????।
  7. kausar raj Contributor says:
    link a click korly to sing up ar kono option asa na
  8. Rubel Author says:
    #kausar raj via,,, আপনি payza uae করেন।
  9. ariyan77 Contributor says:
    Payza ki verfied na Korea taka landan korta parbo janannn plz
  10. Masum Billah Author Post Creator says:
    payza তে ভেরিফাইড না হলে বিরাট সমস্যা,,,, ডলার নেওয়া যাই কিন্তু দেওয়া যাই না
  11. shakirahamedlovlu Contributor says:
    রুবেল কে বলছি। আমার মাষ্টার কার্ড পেইজা কার্ড দুটোই আছে। এ ছাড়া অনলাইনে আরো ব্যাংক একাউন্ট আছে যেটাতে একাউন্ট খুললে মাষ্টার কার্ড পাবো।
    1. Rubel Author says:
      hmm, payoner master card দেয়, payza তে Mastercard দেওয়া শুরু করেছে অল্প কিছু দিন হলো তবে 20$ fee দিতে হবে। আর অবশ্যই Verifyed হওয়া লাগবে।
  12. tarekliza Contributor says:
    vai apni ki neteller ac create ba verification krte paren?
    1. Masum Billah Author Post Creator says:
      hmmm
  13. Ahmed Ashrafb Contributor says:
    masumbillah vai amar kono account nai ami jodi perfect money te account kori tahole taka kemne pabo?

Leave a Reply