আগের পোস্ট ছিলো ফাইভারে একাউন্ট করলেন, অর্ডার পেলে কিভাবে তা ডেলিভার করবেন জেনে নিন, সাথে থাকছে কিছু নিয়ম ; এবার বলবো কিভাবে টাকা উঠিয়ে আনবেন খুব সহজে, এটি তার ১ম পর্এব যা না বল্লেই নয়। আপনার জন একটিই ওয়ে , আর ২ টা রাস্তা, ভালো করে বুঝুন, আপনি পেয়োনিয়ারে নিবেন তারপরে ব্যাংক এ আনতে পারবেন। বিকাশ, ডাচ বাংলা তে। ফি ২% , আর কোন চার্জ নেই।
তা আপনি আপাতত জেনে রাখতে হবে যে, ১ টা ওয়ে হলো পেয়োনিয়ার, ২ টা রাস্তা হলো পেয়োনিয়ার আপনি এখন খুলতে পারেন, আগে এই ২ পারা পড়ে সিদ্ধান্ত নিয়ে একাউন্ট খুলুন কি করবেন? লিঙ্ক টা এজন্য পরে দিচ্ছি।
- একাউন্ট করার সময় মাস্টার কার্ড অর্ডার করলেও করতে পারেন নাও পারেন, মাস্টার কার্ডে টাকা থাকবে, কার্ড ও আসবে বাড়িতে কিন্তু কার্ড থেকে এটি এম এ না গিয়ে অনলাইন থেকেই ব্যাংক এড করে আনলে ফি পড়বে ২%, আর এই এম আ গেলে ৩ ডলার কমপক্ষে ফি, আর একাউন্ট করার সময় লোকাল ব্যাংক সিলেক্ট করলে এটি এম এর মত ফি, ৩ ডলার পার ইউথড্র। তাই মাস্টার কার্ড আনাই ভালো ।
- পেয়োনিয়ার এর একাউন্ট খুলতে এই লিংকে যাবেন,
সহজে ইনফরমেশন গুলো দিন, আইডি কার্ড আপ্লোড দিন বা জন্ম নিবন্ধনের কপি, আইডি ভেরিফাইড হয়ে যাবে। না বুঝলে আমার শেষে দেওয়া লিংকে যোগাযোগ করুন। ফ্রি তে করে দেওয়া হবে। তবে নিজে করার জ্ঞানের জন্য ভালো।
- এখন একাউন্ট না করলে পরেও একাউন্ট করতে পারবেন ফাইভার থেকে টাকা উঠানোর সময়। তখন আপনাকে এইভাবে ক্লিক করতে হবে । ১ এ ক্লিক করবেন, পেয়োনিয়ারের সাইটে নিয়ে যাবে, একাউন্ট করবেন ।
দুইটার ভেতর তফাত কি? তফাত হলো আপনি এখন আমার দেয়া লিংকে একাউন্ট খুললে আপনি ২৫ ডলার আমিও ২৫ ডলার পাবো, আর মাস্টার কার্ডে ছবি হবে এরকম
আর পরে একাউন্ট খুললে আপনি বা আমি কেউ এই বোনাস পাবোনা, তবে মাস্টার কার্ডে ছবি হবে এরকম
ভেবে দেখুন কি করবেন। কার্ড এর কাজ সব একই, সব যায়গাতে একই কাজ করবে,
আমি ভুল করেছিলাম ফ্রেন্ড এর রফারেল আ একাউন্ট না করে, করলে আজ ২৫ ডলার বোনাস পেতাম।
যোগাযোগঃ কন্টাক্ট ফর্ম ও কন্টাক্ট পেজঃ
আমার সাইট এ এই লিংকে যান সব পাবেন । মেসেজ দিন । আমি Reply দেব ইনশাআল্লাহ।
sara kisw dawa lage
&tk lage ki
ব্যবহার করলে আপনি পাবেন ১০০০ পয়েন্ট।
সো তাই আর কেন বস
এখনি vodi প্লেস্টোর এ search দিয়ে ইন্সটল করে কাজ শুরু করে দেন।
# পেন্ডীং কমেন্ট – Full, legal name of the individual or company listed as the bank account owner
আপনার ব্যাংক এ যে নাম আছে
Bank Account Owner’s Details
নিচে আপনার ঠিকানাঃ
Street Address line 1
গ্রাম ও উপজেলার নাম
Street Address line 2
পোস্ট অফিস নাম ও পোস্ট কোড
City
শহর বা জেলা
State (only if country is US)
লাগবেনা লেখা।
এবং, পেয়োনিয়ার একাউন্ট খুলতে কি কি প্রয়োজন?(আমার NID নাই।)
আর, মাস্টারকার্ড একটিভ করতে কি কোনো ডলার প্রয়োজন?
অনুগ্রহ করে, একটু কষ্ট করে কমেন্টে অবার আমাকে বিস্তারিত জানান(আসলে আমি পুরোপুরি ক্লিয়ার নই!)
আপনাকে অসংখ্য আগাম ধন্যবাদ ভাই! 🙂
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো, আমি বুঝতে পারছি না!
আপনাকে আবারো ধন্যবাদ!
আপনার পোস্টের অপেক্ষায় অধীর আগ্রহে রইলাম!
হ্যাঁ, আমরা সকলে অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবো, ইনশাল্লাহ! আল্লাহ আমাদের তৌফিক দান করুন!