কিভাবে কাজ শেখা শুরু করবেন :কোন কাজ শিখবেন আগে
সেই সিদ্দান্ত নিন।নিচে কয়েক্নটি কাজের বিষয়ে আলোচনা
করছি।এগুলোই মূলত অনলাইনের জগতের বড় কাজ বলে খ্যাত।
যে কোন একটি কাজেও যদি এক্সপার্ট হওয়া যায়,আপনার
জীবনের মোড় ঘুরিয়ে দিতে তাই যথেষ্ট।সামান্য কিছু শিখে
কাজ করলে দেখা যায় সাফল্য পাওয়ার সম্ভাবনা কম থাকে।একটি একটি
করে আলোচনা করছি।

কেমন সময় লাগবে : এ জন্য আপনার কিছু সময় তো দিতেই
হবে কাজ শেখার পিছনে।কারন ভাল মত যে কোন কাজ করতেই
সময় দিতে হয়।তাড়াহুড়া করা উচিত হবে না।তবে এর মানে এই নয়
যে আপনি যুগের পর যুগ শুধু কাজই শিখে যাবেন।তবে দেড়
থেকে দুই বছর মেয়াদী একটি লক্ষ নিয়ে আগাতে হবে।এর
মধ্যেও কাজ করে জাবেন,তবে শেখা বন্ধ করা যাবে না।শেখা
বন্ধ করলে এক সময় আর কাজ পাবেন না।একটি কথা মনে রাখা জরুরি।
স্কুল,কলেজ,ভার্সিটিতে আপনি জীবনের ১৫-২০ বছর শিক্ষা
অর্জন করেন চাকরি পাবার জন্যে, কিন্তু অনলাইনে আয় করতে চান
কোন কিছু না শিখেই। এটা কখনই বাস্তব সম্মত নয়।

এই পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: ধৈর্য হচ্ছে আপনার
সবচেয়ে বড় বন্ধু।কখনই ধৈর্য হারাবেন না।যদি ধৈর্য না থাকে
তাহলে এ পথে না আশাই ভাল।আপনার অনেক কিছু জানার আছে।
অনেক কিছু জানতে হবে।কোন সর্টকার্ট উপায় জানা নেই কারই।
যারা সাফল্য পেয়েছে তারা কেউ মহা মানব নয়।শুধু পরিশ্রম করার
কারনেই আজ তাদের নিয়ে মানুষের এত আগ্রহ।তাই ধৈর্য হারা
হবেন না।লোভে পা দেবেন না।সাফল্য আপনার হবেই
ইনশাল্লাহ।

১। ওয়েব ডিজাইন
২।ওয়েব ডেভেলপমেন্ট
৩।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
৪। গ্রাফিক্স ডিজাইন
৫।কন্টেন্ট রাইটিং
৬।সফটওয়্যার ডেভেলপমেন্ট

কাজ শিখতে যোগাযোগ করুন 01871454150
এগুলো হচ্ছে সেই বড় বড় কাজ। এছাড়াও আছে হাজারো কাজ।
ধীরে ধীরে পরিচয় করাবো সেগুলোর সাথে।আজ থাক।

কাজ গুলো খুব বেশি কঠিন না।তবে না শিখলে অসম্ভব।কিভাবে
শেখা যায়,কোথা থেকে শেখা যায়, তা নিয়ে যত দ্রুত পারি
লেখার চেষ্টা করব।আর শুধু আমার লেখার দিকে তাকিয়ে থাকা
বুদ্ধিমানের কাজ হবে না।গুগলে এই সব ব্যাপারে অনেক কিছু
জানতে পারবেন।

শেষ করার আগে কিছু লোভ দেখাই:
আমার পরিচিত এমন অনেক লোক আছে যারা ঘরে বসেই
অনলাইনে কামিয়ে নিচ্ছেন প্রতি মাসে কয়েক হাজার ডলার।১
ডলার= কত টাকা তা হয়তো আমার বলে দিতে হবে না।তবে এক
দিনে তারা এই পর্যায়ে আসেননি।

যাই হোক,ভাল থাকুন,সুস্থ থাকুন…নতুন কিছু শেখার আগ্রহকে পুঁজি
করে এগিয়ে যান অনেক অনেক দূর।এই শুভ কামনায় আজকের
মত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Mega Offer

যেকোনো Forum সাইট মাত্র ২৫০টাকায় নিতে এখনি যোগাযোগ করুন।
01871454150


6 thoughts on "(মেগা পোষ্ট) যারা অনলাইনে ইনকাম করতে চান তারা এই পোষ্ট টা দেখুন। হয়তো আপনাদের জিবনে চাকা গুরে জেতে পারে এই একটি মাত্র পোষ্ট এর মাধ্যমে। সাথে থাকছে ঈদ অফার।"

  1. Avatar photo MD Emran Gazi Contributor says:
    Work2bux ki payment day
    1. Avatar photo MH Naeem Mahmud Contributor Post Creator says:
      I don’t know.. brooo
    2. bdemon Author says:
      inbox me kivabe payment nite hoi ble dibo
    3. Avatar photo MH Naeem Mahmud Contributor Post Creator says:
      tnxxx
  2. Avatar photo Shishir Contributor says:
    ভাই অনলাইন ইয়ারনিক থেকে নিজেকে যখনি সরিয়ে নিতে চাই তখনি আপনার মতো কেউ এসে হাজির হয়।।।।
    খুব ইচ্ছা অনলাইন এ ক্যারিয়ার গঠন করার কিন্তু সঠিক নির্দেশনাই পাই না+বাবা মার বোকুনি….
    কিতা করাম……@@_@@
    1. Avatar photo MH Naeem Mahmud Contributor Post Creator says:
      contact me… ami help kormooo

Leave a Reply