আপনি যদি অনলাইনে টি শার্ট ব্যবসার মাধ্যমে আয় করতে চান তাহলে টিজিলি আপনার জন্য একটি অনন্য উপায়। অনলাইনে অসংখ্য মার্কেট প্লেস আছে । তাহলে টিজিলিতে কেন কাজ করবেন। অন্য মার্কেট প্লেস গুলা কেন নয়। এই পোষ্ট এ মুল আলোচনার বিষয় টিজলিতে কেন কাজ করবেন

টিজিলির ধারনা

অনলাইনে আয়ের অনেক অনেক পদ্ধতি আছে । এর মধ্যে একটি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে টি শার্ট ডিজাইন ও মার্কেটিং করে আয় করা। আপনি যদি টি শার্ট ডিজাইন করেই আয় করতে চান তবে আপনার প্রথম পছন্দ হতে পারে টিজিলি। টিজিলির অনন্য সাধারন ফিচার নিশ্চিতভাবে আপনার দৃষ্টি আকর্ষন করবে ।

টিজিলিতে যা আছে

১. টিজিলিতে যুক্ত হওয়ার জন্য কোন প্রকার পেমেন্টের প্রয়োজন নেই
২. টিজলিতে কাজ করার জন্য নিজস্ব ওয়েবসাইটের প্রয়োজন নেই
৩. প্রিন্টিং এর বা শিপিং এর জন্য তাদের নিজস্ব সেবা অনন্য।
৪. যে কোন সমস্যার জন্য ওদের কাষ্টমার সাপোর্ট রয়েছে যা আপনাকে সার্বক্ষনিক সহায়তা করতে প্রস্তুত।

আপনাকে কি করতে হবে টিজিলি একটি জনপ্রিয় মার্কেট প্লেস। এখানে আপনি আপনার পছন্দ মত টি শার্ট ডিজাইন করে আপলোড করবেন । এরপর এই টি শার্টের মার্কেটিং করবেন এবং সেই টি শার্ট গুলা যদি বিক্রয় হয় সেখান থেকে লভ্যাংশ আপনাকে প্রদান করবে টিজলি । এই লভ্যাংশের পরিমান অন্যান্য মার্কেট প্লেসের তুলানায় অনেকগুন বেশি ।

টিজিলিতে কি কি ফিচার রয়েছে

১. টিজিলি ল্যাব টিজিলি ল্যাবের রয়েছে অসাধারন কিছু সুযোগ সুবিধা। আপনি এই ল্যাব ব্যবহার করে খুব সহজেই টি শার্ট ডিজাইন করতে পারবেন, চাইলে আপনি আপনার ডিজাইন আপলোড করতে পারবেন এবং নিজস্ব ফন্ট ব্যবহার করতে পারবেন ।
২. টিজিলি অনুবাদ সেবা টিজিলি ইউরোপে জনপ্রিয়। আপনি যদি ইউরোপের বিভিন্ন ভাষায় টি শার্ট ডিজাইন বা মার্কেটিং করতে চান তবে আপনার সেই সব দেশের ভাষা জানার প্রয়োজন নেই । টিজিলির নিজস্ব অনুবাদক টিম আপনাকে সহায়তা করবে। বিশ্বের মোট আটটি দেশের ভাষায় অনুবাদ সহায়তা দিয়ে থাকে টিজিলি
৩. ৫ টি দেশ থেকে ক্রেতার কাছে সেবা অন্যান্য মার্কেটপ্লেসে যেখানে একটি মাত্র দেশ তাদের মুল ইন্ডাস্ট্রি থেকে সেবা দিয়ে থাকে। সেখানে টিজিলি ক্রেতাদের সেবা দিয়ে থাকে মুলত ৫ টি দেশ থেকে ।
৪. বায়ারদের সাথে যোগাযোগ টিজিলি থেকে আপনার ডিজাইন করা পণ্য কিনার পর আপনাকে বায়াদের ইমেইল এড্রেস সরবরাহ করা হয় । যা কিনা অন্যান্য মার্কেট প্লেসে বিরল। এই ইমেইল এড্রেস ব্যবহার করে আপনি বায়ারদের সাথে যোগাযোগ করতে পারবেন , ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পণ্য অফার করতে পারবেন
৫. অটোসেল ও প্রমোশন অনেক মার্কেট প্লেসে অটোসেল হয় না বললেই চলে । টিজিলিতে অটোসেলের পরিমান অন্যান্যদের তুলানায় অনেক বেশি। অন্যান্য মার্কেট প্লেস যেখানে টি শার্ট নিজে প্রমোট করলে একটা নির্দিষ্ট অংশ কেটে রাখে সেখানে টিজলি আপনার মান সম্পন্ন টি শার্ট নিজে প্রমোট করে।
৬.ইউরোপের সেরা মার্কেট প্লেস চিন্তা করে দেখুন টি শার্টের জন্য সবাই আমেরিকাকে টার্গেট করে। সেই তুলানায় ইয়োরোপের মার্কেট প্রায় ফাকা। টিজিলি ইউরোপের সেরা মার্কেট প্লেস । সেই হিসাবে ইউরোপে তার বিশ্বস্তা অনেক বেশি । যেহেতু এই মার্কেটটি ফাকা তাই এখানে সেল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
৭. টিস্প্রিং ও টিজিলির তুলানা টিস্প্রিং এর তুলানায় টিজিলির লভ্যাংশ অনেক বেশি। আপনি একটি টি শার্টের মুল খরচ দিয়ে যদি তুলানা করেন টিজিলির গোল গলা টি শার্টের জন্য খরচ ধরে ৫ ডলার যেখানে টিস্প্রিং রে খরচ ১৪ ডলারের কাছাকাছি । তুলানামুলক ভাবে আপনি যদি ২০ ডলার এর একটি টি শার্ট সেল করেন তা হলে টিজিলিতে পারবেন প্রায় ১৫ ডলার আর টিস্প্রিং এ পাবেন ৬ ডলার
৮. সেরা কাষ্টমার সাপোর্ট টিজিলির কাষ্টমার সাপোর্টের জন্য তাদের সুদক্ষ টিম সর্বদা প্রস্তুত। তাছাড়াও বাংলাদেশে তাদের ব্রান্ড এম্বাসেডর আবদুল আউয়াল ও টিপু সুলতান বাংলায় সার্বক্ষনিক সাপোর্ট দিয়ে থাকেন

৯. আপনার ওয়েবসাইটের মাধ্যমেও বিক্রয় করতে পারেন আপনি চাইলে টিজিলি প্লাস ব্যবহার করে আপনার ওয়েবসাইটের মাধ্যমেও চাইলে টি শার্ট সেল করতে পারবেন । ১০. এফিলিয়েট সুবিধা টিজিলিতে রয়েছে এফিলিয়েট সুবিধা । আপনি আপনার এফিলিয়েট লিংক ব্যবহার করে কাউকে যুক্ত করলে খুব সহজে তাদের মোট বিক্রয়ের উপর আপনি কমিশন পাবেন আশা করছি, আলোচনার মাধ্যমে বুঝাতে পেরেছি কেন টিজিলিতে যুক্ত হবেন । এরপর ও প্রশ্ন থাকলে টিজিলির অফিসিয়াল বাংলাদেশ গ্রুপে প্রশ্ন করুন। আর শেয়ার করুন ।

আমার পেজ এ কিভাবে Outsourcing করতে হয় তা শিখাই তাই সকল কে আমার পেজ এ লাইক দেয়ার অনুরোধ করছি । Learning Outsourcing & Web Development Center

01871454150

7 thoughts on "ইনকাম করুন শার্ট এর ডিজাইন বিক্রি করে এবং টি শার্ট মার্কেট প্লেস টিজলিতে কেন কাজ করবেন ? (বিস্তারিত)"

  1. Avatar photo Biplop Contributor says:
    Nice Post
    1. Avatar photo MH Contributor Post Creator says:
      tnxxx….
  2. Avatar photo Tanveer Nayeem Contributor says:
    ata ki computer diye kaj korte hoi??
    1. Avatar photo MH Contributor Post Creator says:
      hmm brooo only pc
  3. Fozlay Rabbee Contributor says:
    T-shirt design korte ki ki software er proyojon hoy?
    1. Avatar photo MH Contributor Post Creator says:
      photoshop cc or any one
  4. Mithun Islam Akash Contributor says:
    আমি কাজ করতে চাই,, আপনার ফোন নাম্বার অথবা ফেসবুক আইডি দেন।

Leave a Reply