আসসালাম ওয়ালাইকুম,

আমারা অনেকেই আছি যারা মনেকরি
Freelancing করতে গেলে
বড় কোন কোম্পানি থেকে Freelancing এর কোর্স
করে আসতে হবে।

আসলেই কি তাই?
এর উত্তরটা আসলে নির্ধারিত নয়।কারণ
Freelancing বেপারটা আসলে এমন যে আপনাকে
Freelancing করতে হলে কাজ যানতে হবে কিন্তু
সেটা যে কোর্স এর মাধ্যমেই শিখতে হবে এমন
নয়।

আপনার যদি সাধ্য থাকে বড় কোন Institution
থেকে কোর্স করার তবে সেটাই ভাল।
কারণ সেক্ষেত্রে আপনি Professional-দের কাছ
থেকে সরাসরি কাজগুলো শিখতে পারছেন
এবং
ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত ঝামেলা থাকে সেগুলো
আগে থেকেই কাটিয়ে আসতে পারবেন।
এবং আপনার Professional লেভেল এর কাজ
করার একটা experience-ও হয়ে যাবে।
কিন্তু যদি আপনি আমারই মত কোন মধ্যবিত্ত

পরিবারের সন্তান হন তবে কোর্স করা আপনার
জন্য বাধ্যতামূলক নয়।

অনেক freelancer আছেন জারা নিজের চেষ্টায়
ঘরে বসে তাদের skill develop করেছেন এবং এখন
নিজেই একটা Institution চালাচ্ছেন। তাই হতাশ
হবেন না যদি আপনার কোর্স করার সাধ্য না
থাকে। কারণ আপনার শিক্ষক আপনার Computer.
Computer এ internet connection থাকলে আপনি
নিজেই নিজেকে self educate করতে পারবেন।
এখন কথা হল আপনাকে অবশ্যই সঠিক resource
সংগ্রহ করতে হবে। সবচাইতে ভালো হয় যদি
আপনি ইংরেজিতে search করেন।কারণ articles,
Video Tutorial-সমূহ ইংরেজিতে দেখাই ভালো
কারণ এতে আপনি professionals-দের tutorial
খুঁজে পাবেন।

যেমন: Tut+, Lynda, Income diary,Lazy Ass Stone
etc.
এরা Pro-level এর tutorial-সমূহ তৈরি বিক্রি
করে। আর মজার ব্যাপার হল আপনাকে ওদের
টিউটোরিয়াল কিনতে হবেনা।

আপনি Google search এর মাধ্যমে এদের Tutorial
গুল free download করতে পারবেন।(Torrent site
গুলোতে এগুলো বেশি পাওয়া যায়। exp:
kickass.to)

আর যদি মনেকরেন যে বাংলায় শিখবেন তবে

বাংলায় অনেক ব্লগ আছে যেখানে গেলে
আপনি Tutorial -এর বিশাল resource পাবেন।
যেমন: TrickBD,Genesis etc. এছাড়া YouTube
তো আছেই।

ভালমত মনযোগ সহকারে শিখলে আপনি ঘরে
বসেই একজন প্রফেসনাল লেভেল এর Freelancer
হতে পারবেন।আর এক্ষেত্রে সবচাইতে গুরত্তপূর্ণ
অংশ হল আপনার ধৈর্য।

TipsBuzz24.Mlসাইট টি হোস্টিং এবং ডোমেইন সেটিং সহ বিক্রি করা হবে। কেউ নিতে চাইলে পেজ এ এসএমএস করুন।

আমার পেজ এ কিভাবে অনলাইনে টাকা ইনকাম করতে হয় তা শিখাই তাই সকল কে আমার পেজ এ লাইক দেয়ার অনুরোধ করছি । Learning Outsourcing & Web Development Center

01871454150

4 thoughts on "Freelancing ক্যরিয়ার করতে যেটা সবচাইতে গুরুত্বপূর"

  1. Abir Contributor says:
    আমাকে Author বানান please please অনেক ভাল পোস্ট করব।। plz
    1. MH Contributor Post Creator says:
      আমার ফেসবুক পেজ এ আসুন সাহায্য করবো

      পেজ fb.com/lx.apple.10

    2. MH Contributor Post Creator says:
      sms den page aye….
  2. Abir Contributor says:
    astace bro

Leave a Reply