আসসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ট্রিকবিডির সঙ্গে ভালই আছেন।

প্রথমেই আমি দুই জন অথরের কাছ থেকে ক্ষমাপ্রার্থী যাদের ইসলামিক পোস্টে গতকাল আমি কমেন্ট করেছিলাম। আমি সত্যিই দুঃখিত ভাই।?

গত কয়েকদিনে আমি Microworkers নিয়ে দুইটা পোস্ট করছি। আমি পোস্টে সম্পুর্ন স্ক্রিনশট ও ভিডিও সহ সব কিছু বিস্তারিত দিয়েছিলাম তবুও আপনারা অনেকেই বুঝতে পারেন নাই!

আবার অনেকে ইংরেজি ভাল না বোঝার কারনে কাজ করতে পারেন নাই আবার কেউবা আডমিশন টেস্ট এ পাস করতে পারেন নাই। আর অনেকে তো আকাউন্ট খুলতেই পারেন নাই।

তো আমার আগের পোস্ট অনুযায়ী যারা কাজ করেও আয় করতে পারেন নাই তাদের জন্যই আমি এই পোস্ট টা করলাম।

এতে আকাউন্ট খোলার ঝামেলা নাই। আড্রেস ভারিফাই নাই। ইংরেজি দক্ষতার প্রয়োজন নাই আর কোন আডমিশন টেস্ট ও নাই।?

অনেক কিছুই তো বললাম। কিন্তু কাজটা কি সেটাই তো এখনো বলা হলো না।

হুম আজ আপনাদের যে কাজ টা শেখাব সেটি হলো Champ Cash

এক পোস্ট কতবার?


জানি সবার মাথাই প্রথমেই এই প্রশ্নটা আসছে যে “এক পোস্ট কতবার”। সবার মাথায় না আসলেও কিছু গুটিবাজ কন্ট্রিবিউটর এর মাথাই এই প্রশ্নটা ঠিকিই আসছে।


আপনাদের বলছি আপনারা আগে সম্পুর্ন পোস্ট টা পরবেন তার পরে না হয় গালি গালাজ করে বংশ পরিচয় দিয়েন।? যদিও এর আগে অনেকে এই নিয়ে বিস্তারিত পোস্ট করেছিলেন কিন্তু আমার কাছে তাদের পোস্ট গুলো সম্পুর্ন বলে মনে হয় নাই। তাই পোস্ট টা করতে বসলাম আর কি”

কত এমবি লাগবে প্রতিদিন আর এতো এমবি কোথায় পাব?


কাজটা করতে প্রতিদিন ৩০- ৪০ মেগাবাইট এর মতো লাগে। আর যারা Wi Fi ব্যবহার করেন তাদের তো কোন সমস্যাই নাই।

কিন্তু যারা এমবি কিনে ব্যবহার করবেন তাদের জন্য ফ্রিতে ফ্লেক্সি নেয়ার ব্যবস্থা করে দিচ্ছি।

ফ্রিতে ফ্লেক্সি নেয়ার জন্য ট্রিকবিডিতে প্রকাশিত এই দুইটি পোস্ট দেখুন আশা করি ফ্রিতে ফ্লেক্সি নিতে পারবেন।

Ring ID ব্যবহার করে এক ফোনেই একাধিক Account তৈরি করুন আর ফ্লেক্সি নিন হাজার হাজার টাকা। With payment+video proof

এইবার টাকা আয় করুন বাংলাদেশী App থেকে আর পেমেন্ট নিন বিকাশ, রকেট বা মোবাইল রিচার্জে। With Payment Proof


ওনলাইন কাজ সম্পর্কিত যে কোন প্রশ্ন উত্তরের জন্য আমাদের ফেইসবুক গ্রুপে যুক্ত হতে পারেন।

আমাদের ফেইসবুক গ্রুপ- সাইবার ৫২

নিজের রেফার শেয়ারের ধান্দা?


অনেকের মাথাই এই প্রশ্নও জাগতে পারে। আর আমি এই লাইন ব্যবহার করলাম কারন অনেক পোস্টে গত কয়েকদিনে অনেকে এভাবেই কমেন্ট করছিল “রেফার বারানোর ধান্দা?”।

তাই আমি আগেই বলে দিচ্ছি যে রেফার বারানোর কোন ইচ্ছা আমার নাই। আপনারা আমার রেফার ব্যবহার না করলেও আমি আপনাদের সম্পুর্ন কাজ শেখাব ফেসবুকে ফোনে অথবা What’s app এ।

যদি কোথাও বুঝতে না পারেন পোস্টের নিচে দেয়া লিংক থেকে আমাকে ফেসবুকে মেসেজ করবেন। Champ cash লিখে আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আর চাইলে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে- 01996932400

আর আমরা অথররা যদি ৫ ঘন্টা ধরে বাংলায় একটা কার্যকরী পোস্ট করি সেখানে রেফার কেন শেয়ার করতে পারব না?

পেমেন্ট প্রুফ


পেমেন্ট প্রুফ নিয়ে তো কিছু বলার প্রয়োজন নাই। কারন সকলেই তো এই অ্যাপ সম্পর্কে জানেন। তবুও আমি এখানে পেমেন্ট প্রুফ যুক্ত করলাম। দেখে নিন।

আর আরেকটা কথা বর্তমানে এই অ্যাপ এর মিনিমাম পেমেন্ট ৫০$ হলেও সামনে মাস থেকে তা হবে ৫$।

আর কিভাবে বিকাশে টাকা উঠাবেন সে সম্পর্কে জানতে আমাকে ফেসবুকে মেসেজ করুন। আমি নিজে আপনার টাকা উঠায়ে দিব।




মূল পোস্ট।



অনেক কথায় তো বললাম তো চলুন এবার কাজ শুরু করা যাক।

প্রথমে এখান থেকে Champ cash ডাউনলোড করে নিন।

এইবার আপনার নাম ইমেইল পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে আকাউন্ট খুলুন।





ভিডিও দেখে ও রেফার করে কিভাবে দিনে ৫ $ আয় করবেন তা পরবর্তী পোস্টে দেখাব।

এক পোস্টে লিখতে ভাল লাগছে না আর। কালকেই পরবর্তী পোস্ট করব ততো ক্ষন সাথেই থাকুন। ধন্যবাদ।

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

ফেইসবুকে আমি

19 thoughts on "এইবার ঘরে বসে দিনে ৫$ আয় করুন খুব সহজে আর টাকা নিন বিকাশে। কোন প্রকার ইংরেজি দক্ষতা ছাড়ায়। (without reffer)"

  1. Avatar photo Abdus Salam Author Post Creator says:
    সাধিন ভাই তো রেফার দেয়ার কারনে পোস্ট টা ট্রাস এ দিছিলেন। তাই রেফার কেটে পাবলিশ করলাম।
  2. Avatar photo Kabir Contributor says:
    কাজ কি কি ভাই,, কাজ তো পাইনা
  3. Saiful Contributor says:
    হমম।
  4. Avatar photo স্বপ্ন Author says:
    রেফার করলে kono dolar ase NA kno?????
  5. Avatar photo ARIF Contributor says:
    Microworkers er kivave bkash nibo denni keno
  6. Avatar photo MEHEDI HASAN ARIYAN Subscriber says:
    অামার রেফালেল দিয়া কেও একাউন্ট খুললে অামার লাভ কি হবে? মানে অামি কতো ডলার পাবো?
  7. Avatar photo Akash Khan Contributor says:
    Taka uthabo ki vabe
  8. Avatar photo jahed9631 Contributor says:
    microwork er bikash payment system den nai toh
  9. bright Contributor says:
    baler post, shudui ojotha bokbokbok
  10. Avatar photo RH Ramjan Hosen Author says:
    vai..ami..student…ami…online…A. .kic.u…ka.j…kor.te…cha.i….mas.e…1-2 k-….taka…earn kor.te cha.i……Please help me…..bro
  11. Avatar photo RH Ramjan Hosen Author says:
    vai..ami..student…ami…online…A. .kic.u…ka.j…kor.te…cha.i….mas.e…1-2 k-….taka…earn kor.te cha.i……Please help me…..bro
    [url=www.Facebook.com/likerboy.ramjan.5] Facebook a ami [/url]
  12. Avatar photo abdulkahar Contributor says:
    very nice post……
  13. sajibwork133 Contributor says:
    I want to buy bitcoin,,plz help me
  14. Avatar photo ahimon Contributor says:
    Waiting for next post
  15. @ishan Subscriber says:
    picture ta jobboy ar post champcash kahini ki!!
  16. NahidDX Contributor says:
    ভাই এত কথা না বলে।।। কাজের কথা আর payment নিয়ে কথা বললে I think post টা আরো smart হত
  17. NahidDX Contributor says:
    daily 1-2 hr kaj korle koto earn kora sombob…amadr basay broadband line ace
  18. Avatar photo Md_Sumon_Ali Contributor says:
    help me salam bro author hote cai
  19. Avatar photo Parvez Bhuia Contributor says:
    Dreamploy এর কাজ এসে তাড়াতাড়ি কাজ শুরু করেন। যারা এখনও account খুলেন নাই তারা Sponsor Id এই ঘরে 468845 এই আইডি
    টি দিন।এটি আমার রেফার কোড join করার পর $1 পাবেন

Leave a Reply