আমাদের ধারনা অনলাইনে আয় মানেই যুদ্ধ করা। কথা টা কিছু দিন আগে ছিল কিন্তু এখন আর নেই। আমরা সকলেই জানি পৃথিবীটা অনেক কঠিন। অনেকে ptc এর নাম শুনলে ভয় পায়?। ptc তে কাজ করে আয় করা অনেক কঠিন। চলুন পিটিসি বাদ দেই। পিটিসি নিয়ে ট্রিকবিডিতে অনেক পোস্ট আছে। আমরা অনেকেই গুগল কোম্পানি কে চিনি। গুগল সম্পকে ট্রিকবিডি তে পোস্ট আছে দেখে নিতে পারেন। অনলাইনে বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল তেরি করেছে Google Adsence . Google adsence মানেই টাকার মেশিন। Google adsence মানেই সোনার হরিন। কিছু দিন আগে বাংলা ভাষী দের এক নতুন সুখবর দেয়েছে গুগল। আগে বাংলা সাইটে adsence support করতো না। গুগল এক নতুন বার্তা দিয়েছে। এখন বাংলাও adsence support করে। যদি আপনি একটা ভাল মানের সাইট /ব্লগ তেরি করতে পারেন। তাহলেই Google adsence থেকে বিজ্ঞাপন নিয়ে আপনার সাইটে প্রর্দশন করিয়ে ভাল মানের টাকা আয় করতে পারেন। তাই এখনি ptc বাদ দিয়ে একটি অনলাইন নিউজ /প্রযুক্তি/ফোরাম/ব্লগ সাইট বানানোর জন্য উদৌগ নিন। কথায় আছে, দশের লাঠি একের বোঝা। মানে আপনার খুব কাছের ৫-১০ জন বন্ধু মিলে সাইট পরিচালনা করুন। এতে অল্প দিনেই আপনার সাইট এগিয়ে যাবে। পরিশেষে আয়ের টাকা ভাগ করে সবাই নিন।ট্রিক বিডিতে সাইট বানানোর অনেক পোস্ট আছে দেখে নিন এবং adsence সমন্ধে ও অনেক পোস্ট আছে দেখে নিন।

পোস্টটির কন্টেন্ট ও ইমেজ সম্পন্ন কপি মুক্ত। না বুজলে কমেন্ট করুন।

2 thoughts on "সবচেয়ে সহজ উপায়ে অনলাইনে ক্যারিয়ার গড়ুন।"

  1. Avatar photo Tusher868 Contributor says:
    Hi.iam.don’t understand
    1. Avatar photo samim ahshan Author Post Creator says:
      .

Leave a Reply