প্রিয় ট্রিকবিডি সাইটের সকল ভিজিটরকে আমার সালাম।আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আমিও এই সাইটের সাথে থেকে অনেক ভালো আছি। এবার টিউনে ফিরে আসি।

 

মেটাট্রেডার ৪ পরিচিতি

ফরেক্স এর এ পর্যন্ত ধৈর্য ধরে পড়ার জন্য আপনাকে অভিনন্দন। এর অর্থ এই দাড়ায় যে আপনি এমটি-৪ এ এখন ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে প্রস্তুত। আর যেহেতু পিপকমিউনিটি আপনাদের ফরেক্স সম্পর্কে জ্ঞান দেয়, তাই এব্যাপারেও সহায়তা করা হবে।

প্রথমত, আপনার জানা দরকার যে মেটাট্রেডার ৪ অথবা এমটি ৪ হল একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যা অনেক ব্রোকার ব্যাবহার করে থাকে। ট্রেডাররা এটা রিয়েল টাইমে কারেন্সি প্রাইস দেখতে, ট্রেড ওপেন অথবা নিয়ন্ত্রন করতে, টেকনিক্যাল অথবা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে এবং ইউটিউবে ভিডিও দেখতে ব্যাবহার করে। ইউটিউবের কথাটা কিন্তু সত্য ছিল না। আসলে ব্রোকাররা এমটি ৪ ব্যাবহার করে কারন তারা বেশী ভোক্তাদের কাছে পৌছাতে চায়।

এমটি ৪ এর সুবিধা হল যে এটা প্রচুর কারেন্সি পেয়ার এবং ইনডিকেটর চয়েজের সুযোগ দেয়। শুধু তাই না, এতে চার্ট কাস্টমাইজ করার সুবিধা আছে আর এটা নিউবি ফ্রেন্ডলি। এতই সোজা যে ৬ বছরের একটা শিশুও ব্রেকআউট প্যাটার্ন চিনহিত করতে পারবে।

মেকানিক্যাল ট্রেডাররা তাদের এক্সপার্ট এডভাইজর (ইএ) এমটি ৪ প্ল্যাটফর্মে ব্যাবহার করতে পারবে। এটা তাদের জন্য ট্রেডের সুযোগ চিনহিত করা সহজ করে দেয়।

এমটি প্ল্যাটফর্ম ওয়েবসাইট দিয়ে অ্যাক্সেস করা যায়না। এজন্য আপনাকে কম্পিউটারে অথবা ফোনে প্ল্যাটফর্ম ইন্সটল করতে হবে।

মাত্র ২ ধাপে অ্যাকাউন্ট খুলুনঃ

১ম ধাপঃ
ক) এমটি ৪ ডাউনলোড করে ইন্সটল করুন।
খ) নিম্নের যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলো পূরণ করুন।

মেটাট্রেডার ডেমো অ্যাকাউন্ট অপেইং

২য় ধাপঃ
ক) লগইন ইনফরমেশন সেভ করে রাখুন।
খ) এমটি ৪ দিয়ে, আপনি কয়েকটা অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন আর এজন্য আপনাকে এমটি ৪ ক্লোজ করতে হবে না। অনুগ্রহ করে আগে দেখে নেবেন যে কোন অ্যাকাউন্টে আপনি ট্রেড ওপেন করতে যাচ্ছেন।

মেটাট্রেডার ৪ লগইন ডাটা


জানি লাইভ অ্যাকাউন্টে ট্রেড করার জন্য আপনি ছটফট করছেন। কিন্তু প্রথমে ডেমো অ্যাকাউন্ট ব্যাবহার করার জন্য উপদেশ দেব। এভাবে আপনি আপনার কস্ট করে অর্জিত অর্থ হারাবেন না। তাছাড়া, আপনি চাইলেই যেকোনো সময়ে লাইভ অ্যাকাউন্ট খুলে নিজের অর্থ হারানোর ক্ষমতা রাখেন। আপনাকে কেউ বাধা দেয়ার নেই।

 

কিভাবে ডেমো/লাইভ অ্যাকাউন্ট এ কাজ করবেন তার ভিডিও দিবো পোস্টের শেষ পর্ব গুলোতে।

পোস্টে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।

ভুজতে সমস্যা হলে কমেন্ট করুন অথবা ফেচবুকে জানাবেন।

যুদি একটু সময় হয় তাহলে আমার সাইটে ঘুরে আসবেনঃ tricklikhun.com

5 thoughts on "ফরেক্স শিখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ( ১২ম পর্বঃ মেটাট্রেডার ৪ পরিচিতি ) ০৩ – মেটাট্রেডার ৪ ব্যাবহার"

    1. Avatar photo Nurul Amin Contributor Post Creator says:
      ami likhe dilam r apni copy bolsen?
    2. Avatar photo Nurul Amin Contributor Post Creator says:
      Copy na koreu judi copy hoi tahole forex niye r post korbo na?
  1. Avatar photo Tanvirrahman Contributor says:
    ভালো গুরু চালিয়ে য়ান। দেইখেন খেন য়েন আপনার পোস্ট পরে কেউ উপকৃত হই। খালি য়েন সময় নস্ট না হয়।

Leave a Reply