আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আশা করি ভালোই আছেন।
অনেকেই আছেন যারা অনলাইন আর্নিং করেন।
অনলাইন আর্নিং এর বড় একটি ঝামেলা হলো রেফার বাড়ানো।
কিছু কিছু অ্যাপ এবং ওয়েবসাইট আছে যেগুলো রেফারের জন্য ইন্সট্যান্ট কমিশন দিয়ে থাকে।
যেমন প্রতি রেফারে ০.১০-০.৫০$ ইত্যাদি।
সেই ওয়েবসাইট এবং অ্যাপ গুলার ক্ষেত্রে এই টিপস ১০০% কাজ করবে।
আর আপ্নারা চাইলে যেকোন সাইট কিংবা অ্যাপ এ এই ট্রিক ব্যবহার করতে পারেন।
চলুন তাহলে শুরু করা যাক ঃ
ব্লগিং করে টাকা আয়
প্রথমে আপনি যেই সাইটের রেফার বাড়াবেন সেই সাইট থেকে আপনার রেফার লিনক কপি করেনিন।
তারপর যেকোন একটি ভিপিএন থেকে যেকোন একটি সার্ভারে কানেক্ট করুন

তারপর এখান থেকে Parallel Space ডাউনলোড করে নিন।
এবার parallel space open করে start এ ক্লিক করুন।

তারপর Add app এ ক্লিক করে Chrome or যেকোন একটি ব্রাউজার Add করুন।
নোটঃব্রাউজার ছাড়া কোন মিনি ইউস করবেন্না।
যেমন অপেরা কিংবা ইউসি মিনি।
সবসময় ব্রাউজার ইউস করবেন।
তারপর ব্রাউজার Add হয়ে গেলে ব্রাউজার টি ওপেন করুন।

তারপর আপনার রেফার লিনক থেকে সাইটে প্রবেশ করুন।
এরপর New Tab open করে temp-mail.org তে যান।
সেখানে একটি মেইল পাবেন সেখান থেকে মেইল টি কপি করে নিন।

তারপর কপি করা ইমেল টি সাইটের ইমেইল এর যায়গায় পেস্ট করে দিন।
নোটঃ সাইট এ যদি নম্বর ভেরিফিকেশন থাকে তাহলে Text Now দিয়ে Number Verify করে নিবেন।
তারপর যখন ইমেইল ভেরিফিকেশন করতে বলবে তখন আবার temp mail এর টেব টিতে যান।

এবার রিফ্রেশ আইকনে ক্লিক দেখবেন কনফার্মেশন ইমেল এসে গেছে সেখান থেকে ইমেইল টি ভেরিফাই করে নিন।
ব্যাস কাজ শেষ।
এবার ২য় বার আবার রেফার করার জন্য Parallel space এর ডাটা ক্লিয়া/রিইন্সটল করে তারপর vpn disconnect করে আবার অন্য একটি সার্ভারে কানেক্ট করে একই প্রসেস ফলো করুন।
আর আনলিমিটেড রেফার বাড়ান।
##আর ভালো লাগ্লে আমার সাইট টি একবার ঘুরে দেখবেন।
আমার সাইট MXTRICKS.COM

18 thoughts on "?আর নয় রেফার নিয়ে ভাবনা।এবার যেকোন অ্যাপ কিংবা সাইটের আনলিমিটেড রেফার বাড়ান।"

  1. Avatar photo arif khan Subscriber says:
    Nice and great post thanks to your
  2. Avatar photo SuperRox Author says:
    reffer bariye lav ase? user kaj na korle
    1. Avatar photo Abrarul hoque Author Post Creator says:
      এইটা শুধু যেই সাইট/অ্যাপ শুধু রেফার হলেই কমিশন দিয়ে দেই সেগুলার জন্য
  3. Avatar photo Ex Programmer Contributor says:
    nc proud of you very good
    1. Avatar photo Abrarul hoque Author Post Creator says:
      thx bro
  4. Avatar photo Somrut Author says:
    এমন কিছু সাইটের নাম বলেন,, যারা রেফারেল বোনাস দেয়,,, আমার জানা নাই
  5. Avatar photo Rakib10 Contributor says:
    App jodi clone kore refer barai tahole ki main account er prblm hobe?
    1. Avatar photo Abrarul hoque Author Post Creator says:
      na
  6. Avatar photo hasan Author says:
    অসাধারণ। আশা করি কাজ করবে।
    1. Avatar photo Abrarul hoque Author Post Creator says:
      100%
  7. muhammad shuvo Contributor says:
    keco site er links den or ke vpn use korbo.?
  8. Avatar photo SHAHRIAR KHAN Contributor says:
    আপনার পোস্টের আগা গোরা কিছুই বোঝা যায় না
  9. Avatar photo Md Contributor says:
    পোস্টটা কোন কাজেরই না।
    1. Avatar photo Abrarul hoque Author Post Creator says:
      Lol
  10. Avatar photo love871122 Contributor says:
    ভাইরা আমাকে সহায়তা করেন ..আমার Auther হওয়ার খুব ইচ্ছে…Plz plz plz
  11. hasan12 Contributor says:
    ভাই ভিডিও দেন please bojtasi na

Leave a Reply