কেমন আছেন প্রিয়ো পাঠক!
আশা করি ভালো আছেন,
আমিও ভালো আছি।
ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার ডটকমের পাশাপাশি আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আর্টিকেল লিখে ভালো আয় করা যয়। এই রকম পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম আমার আজকের এই পোষ্ট এ।
আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে।
স্কুইডু (Squidoo.com)
পেইজ ও আর্টিকেল প্রকাশ করার ক্ষেত্রে এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট। বিভিন্ন ধরণের আর্টিকেল লিখে এই ওয়েবসাইট থেকে আয় করা যায়। এটার একটি সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্মও রয়েছে, যার মাধ্যমে কনটেন্টগুলো লাখ লাখ মানুষের কাছে শেয়ার করা যায়। যখনই কোনো ব্যবহারকারীর লেখা জনপ্রিয় হতে শুরু করবে তখনই আয় শুরু হবে।
এখানে আপনি বাংলা ও ইংরেজি উভয় প্রকার লেখাই প্রকাশ করতে পারবেন। তবে উভয়টির জন্য থাকতে হবে আলাদা আলাদা একাউন্ট। আপনি এখানে বিষয়ভিত্তিক লেখা প্রকাশ করতে পারেন।পেইজ এডমিন কর্তৃক আপনার লেখায় সংযোজিত বিজ্ঞাপন সমূহে যত পরিমাণ ক্লিক পড়বে তার থেকে আপনাকে ৮১% অর্থ দেয়া হবে। এছাড়া এখানে প্রবন্ধ ক্রয়-বিক্রয় করারও সুবিধা রয়েছে।
ই-কপিরাইটার্স (ecopywriters.com)অনলাইনে লেখালেখি করে আয় করার আরেকটি জনপ্রিয় হলো ই-কপিরাইটার্স। মূলত যারা কনটেন্ট রাইটিংয়ে দক্ষ তাদের জন্যই এই ওয়েবসাইটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি অন্যান্য ওয়েবসাইটের তুলনায় বেশি পে করে থাকে।
ট্রিওন্ড(triond.com)কনটেন্ট লিখে আয় করার সবচেয়ে পুরাতন ও সুপরিচিত ওয়েবসাইট হলো ট্রিওন্ড। ভালোমানেন কনটেন্ট হলে এই ওয়েবসাইটে দ্রুত সেটি প্রকাশ করা হয়। এটিও জনপ্রিয়তার ভিত্তিকে লেখককে পে করে থাকে।
লেখক (lekhok.com)একটি বাংলাদেশি ওয়েবসাইট। এখানে আপনি বাংলায় লেখা পোষ্ট করতে পারেন। আপনার লেখা মানসম্মত হলে লেখক.কম তা নিজস্ব পেইজ সহ আরো ১০ বাংলাদেশি ওয়েব পেইজে প্রকাশ করে থাকে। যা থেকে আপনি মাসে ন্যূনতম সম্মানী পাবেন।
এছাড়া লেখালেখির কাজটা একটি শিল্পিক কাজ। অনেক ধৈর্য এবং সময় নিয়ে করতে হয়। তাই হয়ত অনেক টপিক ভুলে যেতে পারেন লেখালেখি করতে গিয়ে।তবে ভালোভাবে ও সহজে কাজ করতে চাইলে দক্ষতার পাশাপাশি টুলসের ব্যবহার জানাও জরুরী। টুলস একদিকে যেমন বিভিন্ন তথ্যের উৎস, তেমনিভাবে কাজের ক্ষেত্রে অনেক সহায়ক। আর্টিকেল রাইটার কিংবা ফ্রিল্যান্স রাইটারদের জন্য সহায়ক এমনই অনেক টুলস রয়েছে। যেমন: রাইটিং ডটকম, গুগল ক্যালেন্ডার, এভারনোট ইত্যাদি।
পোষ্ট এর কিছু অংশ Google থেকে সংগ্রহীত।
ভালো থাকবেন,ট্রিকবিডি এর সাথেয় থাকবেন।
এবং অনলাইন ইনকাম এর সাথে যুক্ত থাকলেএখানে ক্লিক করে আমাদের What’s App গ্রুপে এ যুক্ত হয়ে যান।
এভাবে কমেন্ট করে পোষ্ট রিভিউ এর রিকুয়েস্ট করা ট্রিকবিডি নিয়োম বিরুদ্ধ।
দয়া করে এমন আর করবেন না।
recorder asay . karo jana thakly plz akto bolan .
recordable Sara . without root
https://www.blogarama.com/internet-blogs/312781-online-earning-tips-blog/1509140-artikela-likhe-aya-karara-3ti-oyebasaita
পোষ্ট টির মাধ্যমে অনেকের উপকার হবে ভেবে করেছি।
আর পোষ্ট টি আমি আপনি যে লিনক দিয়েছেন সেখান থেকে কপি করি নি।
কপিই তো।
ট্রিকবিডি কপি পেস্ট এর অনুমোদন দেয়না।
আমাদের লক্ষ্য বাংলা কন্টেন্ট সমৃদ্ধ করা।
পুরনোগুলো ঘেটেঘুটে নতুন করা নয়।
যারা কপি পেস্ট করে তারা ট্রেইনার পদ হারায়।
আপনিও কপি পেস্ট পরিহার করুন।
পোষ্ট এর মাধ্যমে কি আপনার কোন ক্ষতি হয়েছে?
আপনার কমেন্ট দেখে এখন মনে হচ্ছে,
আপনাদের মতো মানুষদের জনই এখনো দুনিয়াতে ভালো কিছু হচ্ছে।
আপনাকে সেলুট ভাই।
সোর্স উল্লেখ করলেও কপি পেস্ট নিষিদ্ধ।
শুধুমাত্র ইসলামিক পোষ্ট এর ক্ষেত্রে সোর্স উল্লেখ এর নিয়ম রয়েছে।
অন্যগুলো নিজের লেখা হতে হবে।
তাই বাজে কমেন্ট এর কোনো সুযোগ নেই।
তবে সবারই উচিৎ রিপোর্ট করা।
নীতিমালার বাইরে গেলেই রিপোর্ট করতে হবে।
and ami trickbd er rules gulor proti srodha nibedon kore mene cholar chesta korbo.