♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?আমার অনলাইন ইনকামের প্রথম পোস্টঃওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আমার অনলাইন এনকামের প্রথম পোস্ট এটা আমি অনেক অ্যাপে কাজ করেছি কিন্তু একটাতেও পেমেন্ট পাইনি শুধু ধোকা খেয়েই গেছি।শুধু আমি না আরও অনেকে আছে এরকম যে কাজ করছে কিন্তু টাকা পায়নি।আমি হাতে গনা মাত্র ৩-৪ অ্যাপে নিয়মিত পেমেন্ট পেয়েই আসতেছি।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি আজকে দেখাব কিভাবে দিনে ৮০-১৫০ টাকা আয় করা যায়।তো চলেন শুরু করি তার আগে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেয়া যাক।

পুরো পোস্ট পড়ার পর আপনাদের কিছু বাজে প্রশ্ন থাকে সেগুলোর উত্তর নিয়ে নিনঃ

◾আপনার প্রশ্নঃএই পোস্ট আগে অনেকবার করা হইছে ওল্ড পোস্টঃ

☑উত্তরঃহুম আমিও জানি এই পোস্ট আগে অনেকবার করা হইছে।তাহলে আবার করলেন কেন?করলাম এই কারণে আমি দুইটা অ্যাপ নিয়ে পোস্ট করছি।তার সাথে হ্যাক করার হালকা একটু টিপস দিব।মানে ১ঘন্টা পর ২০০ সাতোশি ক্লাইম করা লাগে।আমার টিপস টা ফলো করলে প্রতিদিন আপনি কোন কোন সময় ২০০ এর জায়গায় ৪০০,৬০০ সাতোশি ক্লাইম করতে পারবেন।আশা করি উত্তর পাইছেন।

◾আপনার প্রশ্ন?রেফার বাড়ানোর ধান্ধাঃ

☑উত্তরঃভাই এরকম কথা অনেকে কমেন্টে বলে আপনারা ট্রেইনারের মন মানসিকতা নষ্ট করে দেন।আপনি আমার রেফার ইউজ নাও করতে পারেন সমস্যা নাই।আপনাকে কেউ জোর করেনি আমার রেফার ইউজ করাই লাগবে।আপনি চাইলে ইউজ করবেন মন চাইলে ইউজ করবেন না।ইউজ করলে আপনি অতিরিক্ত কিছু বোনাস পাবেন আর আমি কিছু পাব এতটুকু আশা করি উত্তর পেয়ে গেছেন।

◾আপনার প্রশ্নঃপেমেন্ট দেয় না ভূয়া অ্যাপঃ

☑উত্তরঃভাই থামেন সব অ্যাপকে সমান করবেন না।এই অ্যাপ দুটি ১০০% পেমেন্ট করে প্রায় কম বেশি সবাই এই অ্যাপ দুটি ইউজ করে কারণ এটা ১০০% পেমেন্ট করে।আর আপনারা সঠিক ভাবে কাজ করুন ১০০% পেমেন্ট পাবেন।পেমেন্ট না পেলে আমি দিব আশা করি উত্তর পেয়ে গেছেন।

◾আপনার প্রশ্নঃপেমেন্ট প্রুফ ভূয়াঃ

☑উত্তরঃভাই সত্য কথা বলব বিশ্বাস করলে করবেন না করলে নাই।এই অ্যাপ দুইটার পেমেন্ট নেই কয়েনবেজ কিন্তু আমার কয়েনবেজে account আছে কিন্তু আমারর কেনা বেচার ঝামেলা একদম ভালো লাগে না।আমাদের ট্রিকবিডির এক ট্রেইনার ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই।ওনি আমাকে টাকা দিয়ে দেয় ওনি এখন ব্যস্ত আছে দোখানের কাজে।তাই সব পেমেন্ট প্রুফ নিতে পারি নাই মাঝে মাঝে আমাকে কিছু ss দিছে সেগুলা আপনাদের দেখাব ইনশাআল্লাহ।

?আশা করি আপনি আমার সব প্রশ্ন বুঝতে পারছেন।আশা করি এরকম কমেন্ট আর কেউ করবেন না।তাহলে এবার আমরা মূল পোস্টে আসি।

মূল আলোচনাঃ

?এবার আমরা অ্যাপ দুটি এবং এর কাজ কি সেটা জানবঃ
◾(1)satoshi baton
◾(2)Ethereum baton
➡কাজ কিঃকাজ হলো ১ ঘন্টা পর পর ২০০ সাতোশি ক্লাইম করা।

?(1)satoshi baton:প্রথমে playsatore গিয়ে নিচে দেখানো satoshi baton লেখে সার্চ দিয়ে ডাউনলোড করুন।

?তারপর অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর নিচের মত আসবে নিচে দেখানো মত কাজ করুন।

?আগে বলে রাখি এই অ্যাপ দুটাই যত পারমিশন বা allow করতে বলে তাহলে করে দিবেন।তারপর নিচের মত পেজ আসবে সেখানে কয়েকটা পেজ আসবে সেগুলো next করে দিন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে sing in এ ক্লিক করুন।

?তারপর আপনার সব জিমেইল আসবে যে কোনো একটা জিমেইল এ ক্লিক করুন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে প্রথমে আপনার নাম দিন।ভালো করে দিবেন কারণ ওটাই আপনার রেফার কোড হবে।তারপর নিচের বক্সে এই রেফারঃ mizan51 কোডটি দিন।না দিলে সমস্যা নাই দিলে ৩০০০ হাজার সাতোশি ফ্রি পাবেন।আর না দিলে কম পাবেন ৫০০ এর মত আবার নাও পাইতে পারেন।এখন দিবেন কিনা সেটা আপনার বেপার তারপর sing in এ ক্লিক করুন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখান নিচে দেখুন আমি অন্য আইডি দিয়ে account করছি রেফার না দিয়েই তাই মাত্র ৫০০ সাতোশি বোনাস পাইছি।তারপর puch এর ওপর ক্লিক করতে থাকুন।ক্লিক এর মাঝে কিছু এ্যাড বা ভিডিও আসবে কেটে দিন।আবার যোগ বিয়োগ করতে বলবে সেগুলো করবেন।এভাবে ১ঘন্টা পরপর ২০০ সাতোশি সংগ্রহ করুন।

সাতোশি বাটন এর হ্যাকঃ

?এটাকে আসলে হ্যাক বলাও যায় আবার না বলাও যায় কারণ এই ট্রিক্সটা সমসময় হয় না।কিন্তু যখন হয় তখন ২০০ এর জায়গায় ৬০০ সাতোশি সংগ্রহ করা যায়।আমার দিনে ৮-১২ বার এরকম করতে পারি তারচেয়েও বেশি।হ্যাক করবেন যেভাবে অ্যাপ দুইটির ১ঘন্টা যখন হয় তখন একটা নোটিফিকেশন আসে ওপরে।তো মাঝে এমন অবস্থা হয় ৩মিনিট আছে এখনো কিন্তু নোটিফিকেশন আসা শেষ।ঠিক তখন এই ট্রিক্সটা কাজে লাগায় ২০০ এর জায়গায় ৬০০ বা ৪০০ সাতোশি সংগ্রহ করা যাবে।

?মনে করেন আরও ৩মিনিট আসছে কিন্তু আপনার নোটিফিকেশন আসা শেষ বা নিচের মত ২সেকেন্ড আছে এ আটকে আছে।এখন আপনি push এ ক্লিক করুন দেখবেন পুশ হচ্ছে ক্লাইম হচ্ছে।

?আবার যখন ৩মিনিট শেষ হবে দেখবেন আপনার ফোনে আবার নোটিফিকেশন চলে আসছে ঠিক আবার পুশ করে আবার ক্লাইম করুন।নিচে দেখুন সব প্রুফ

?২বার যখন ক্লাইম হয়ে যাবে মিনিমাইজ থেকে অ্যাপটি সরায় আবার নোটিফিকেশন এ ওর ওপর ক্লিক করুন।দেখবেন আবার আপনি পুশ করতে পারবেন ২০০ সাতোশি।

বি:দ্রঃআপনি হয়ত ভাবতে পারেন এটা আবার কিরকম পাগলামি হ্যাক।পাগলামি না করে দেখুন মজা পাবেন।আর এভাবে হ্যাক করতে চাইলে অ্যাপটি আপনার মিনিমাইজে থাকতে হবে।

(2)Ethereum baton:

?সাতোশি বাটন আর ইতরিয়াম বাটন এর কাজ পেমেন্ট যা আছে সব একদম সেম।প্রথমে playstore গিয়ে Ethereum baton লেখে সার্চ দিয়ে ডাউনলোড করুন।

?তারপর অ্যাপটি ওপেন করুন এবং নিচে ফলো করুন।সাতোশি বাটনে যেভাবে করছে ঠিক সেই ভাবে করুন।

?তারপর কয়েকটা পেজ আসবে next করুন।

?তারপর sing in এ ক্লিক করে আপনার জিমেইল দিয়ে আবার sing in এ ক্লিজ করুন।

?তারপর প্রথম বক্সে আপনার নাম দ্বিতীয় বক্সে আমার রেফার কোড mizan51 টা দিবেন।না দিলে প্রবলেম নাই জোর করা হচ্চে না দিলে বোনাস পাবেন।তারপর সাইনইন এ ক্লিজ করুন। তারপর একবার ক্লাইম করুন তারপর ১ঘন্টার পর পর ক্লাইম করবেন।

ইতোরিয়াম বাটন এর হ্যাকঃ

?সাতোশি বাটন এর মত সেম হ্যাক করবেন এটা।আগের টা ভালো করে পড়েন বুঝুন ওটা আর এটা সেম ভাবে হ্যাক করুন।


বি:দ্রঃএভাবে হ্যাক করতে থাকুন সবসময় না হলেও দিনে কমপক্ষে ৫-৬ বার হবেই।এ ছাড়াও আপনারা রেফার করে আরও বেশি আয় করতে পারবেন।রেফার সিস্টেম হলো যাকে রেফার করবেন তিনি ১০হাজার সাতোশি ক্লাইম করলে আপনাকে ২০০০ সাতোশি দিবে।

পেমেন্ট রিকোয়েস্ট যেভাবে দিবেন এবং আমার পেমেন্ট প্রুফঃ

পেমেন্ট রিকোয়েস্ট দিবেন যেভাবেঃ

?সাতোশি বাটন এর পেমেন্টঃআপনার এখানে ৩০হাজার সাতোশি হলে পেমেন্ট নিতে পারবেন।মজার বিষয় হচ্ছে যে প্রথমবার পেমেন্ট নেয়ার পর আপনাকে ১০-১১ হাজার সাতোশি ফ্রি দিবে প্রতি পেমেন্ট নেয়ার পর।নিচে দেখানো জায়গায় ক্লিক করুন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে আপনার মন যেটা চায় সেটা দিয়ে পেমেন্ট রিকোয়েস্ট দিন।আমি কয়েনবেজ দিয়ে দেখাচ্ছি।প্রথমে বক্সে ক্লিক করে কয়েনবেজ সিলেক্ট করুন।তারপর কয়েনবেজ এর জিমেইল নিচের ২ বক্সে বসায় request এ ক্লিক করুন তারপর ওকে দিন।১২ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন।

ইতোরিয়ামের পেমেন্ট রিকোয়েস্ট দিবেন যেভাবেঃ

?আপনার এখানে ৩০হাজার সাতোশি হলে পেমেন্ট নিতে পারবেন।মজার বিষয় হচ্ছে যে প্রথমবার পেমেন্ট নেয়ার পর আপনাকে ১০-১১ হাজার সাতোশি ফ্রি দিবে প্রতি পেমেন্ট নেয়ার পর।নিচে দেখানো জায়গায় ক্লিক করুন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে আপনার মন যেটা চায় সেটা দিয়ে পেমেন্ট রিকোয়েস্ট দিন।আমি কয়েনবেজ দিয়ে দেখাচ্ছি।প্রথমে বক্সে ক্লিক করে কয়েনবেজ সিলেক্ট করুন।তারপর কয়েনবেজ এর জিমেইল নিচের ২ বক্সে বসায় request এ ক্লিক করুন তারপর ওকে দিন।১২ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন।

পেমেন্ট প্রুফঃ

?বেশি দিতে পারলাম না এজন্য আন্তরিক ভাবে দুঃখিত কারণ ওই ভাই ব্যস্ত না হলে সব প্রুফ দিতাম।


বি:দ্রঃকাজ করতে থাকুন ১০০% পেমেন্ট পাবেন।কোন কিছু না বুঝলে কমেন্ট করুন বা নিচে ফেসবুক লিংক আচে ম্যাসেজ করুন।কালকে পরিক্ষা আছে রিপ্লে দিতো পারি না পারি।তবে দেয়ার চেষ্টা করব।

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ

143 thoughts on "প্রতিদিন ৮০-১৫০ টাকা ইনকাম করুন খুব সহজেই শুধু Push করে(সাথে আছে হালকা হ্যাক করার টিপস)"

  1. Muhammad Expert Author says:
    সুন্দর পোস্ট
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

    2. M Rana Contributor says:
      পেমেন্ট পাইলে Thanks
    1. MD Mizan Author Post Creator says:
      ???
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

  2. Raidrox এর ফ্যান Contributor says:
    mac rafy er kache sell den??
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই বলার জন্য কিন্তু তাকে আমি চিনি না।
  3. Skp2 Contributor says:
    BTC থেকে সর্বনিম্ন কত সাতোশী করলে Withdraw দিতে পারবো,,
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      ৩০ হাজার হলেই পেমেন্ট নিতে পারবেন।

  4. kazi Contributor says:
    ভাল তবে ক্লাইনবাজ একাউন্ট কিভাবে খুলব?

    অর্ধেক পোস্ট কেন করছ ভাই?

    বিকাশ বা রকেটে কিভাবে আনব ত দেখা
    আর এত বড় পোস্ট তুমি ভিডিও ছাড়া মানায় না।

    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      আপনি ট্রিকবিডিতে খুজে দেখুন পোস্ট আছে কিভাবে কয়েনবেজ এ account করবেন।আর আমার কোন চ্যানেল নাই,যে ভিডিও করব বা বানাবো।

    2. kazi Contributor says:
      বুঝলাম তয় ইউটিউবে ভিডিও ছেড়ে লিং দিতে পারতে
    3. MD Mizan Author Post Creator says:
      ভাই খাজনার চেয়ে বাজনা বেশি।
  5. Shamim Ahmed Contributor says:
    দারুন পোস্ট
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

  6. Shariar R. Arif Contributor says:
    Coinbase a account korbo kivabe??
    1. alauddinalmishbah Contributor says:
      Trickbd te post ase…foolow koren
    2. Shariar R. Arif Contributor says:
      Link ti diben?? Plz
    3. MD Mizan Author Post Creator says:
      ভাই এ নিয়ে ট্রিকবিডিতে অনেক পোস্ট আছে দেখে নিন।
  7. The Genius Contributor says:
    good post bro….carry on
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

  8. কাব্য Author says:
    সব সময় নেট লাগবে কি?
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      না সব সময় নেট লাগবে না শুধু ১ ঘন্টা পর পর নেট ওন করে পুশ করবেন।

  9. mdraselheart Contributor says:
    Bro hack korbo ki vaba ?
    1. MD Mizan Author Post Creator says:
      ভাই পোস্টটা ভালো করে পড়ুন।
  10. Sarwar Hossain Subscriber says:
    good post,,,,,
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

    2. Sarwar Hossain Subscriber says:
      wlc bro,,,, but apnar post ta non -profit kora hoise…..
    3. MD Mizan Author Post Creator says:
      হুম ভাই সমস্যা নাইই।কিন্তু আপনি জানলেন কিভাবে।
    4. Sarwar Hossain Subscriber says:
      যে ভাবে যানে,,,,
    5. MD Mizan Author Post Creator says:
      বুঝতে পারছি ভাই আমি নিজেই তো বলছি।
    6. Sarwar Hossain Subscriber says:
      কোথায়???
    7. HD Mohan Contributor says:
      vai কতো পয়েট হলে পেমেট পাবো
    8. MD Mizan Author Post Creator says:
      গ্রুপে বলছিলাম ভাই।
    9. Sarwar Hossain Subscriber says:
      ohhh daki nai
    10. MD Mizan Author Post Creator says:
      oh
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

  11. Akash Contributor says:
    onk bar payment nici sutoshi button theke
    but push korte korte klanto
    1. MD Mizan Author Post Creator says:
      হুম ধন্যবাদ ভাই।

      এটা ১০০% পেমেন্ট দেয় ভাই দুইটাই ১২ ঘন্টার মধ্যে।

  12. Ex Programmer Contributor says:
    nc I,ll Try it!
    1. MD Mizan Author Post Creator says:
      ওকে ধন্যবাদ ভাই।
  13. কাব্য Author says:
    আপনি বললেন আপনার রেফারেল কোড দিলে ৩০০০ বোনাস পাবো।
    তাহলে আপনার রেফার কোড দিয়েও ৫০০ কেন দিল আমাকে?
    1. MD Mizan Author Post Creator says:
      আপনি কি নাম দিয়ে খুলছেন বলুন।
    2. কাব্য Author says:
      jalal519 দিয়ে
    3. MD Mizan Author Post Creator says:
      ভাই এই নামে কোন রেফার আসে নি আমার।আপনি মনে হয় কোডড টা সঠিক দেন নাই।আর ইতোরিয়াম ৩০০ দেয়।
    4. কাব্য Author says:
      আপনি পুরাই একটা চাপাবাজ
    5. MD Mizan Author Post Creator says:
      idea ভাই কাকে বলতেছেন।
    6. My_idiea Contributor says:
      কাব্য কে
    7. MD Mizan Author Post Creator says:
      কি চাপাবাজি করলাম কথা ঠিক করে বলবেন।
      চাপাবাজি করলে টাইটেলে লিখতাম দিনে ৫০০-১৫০০ টাকা আয় করুন।কিন্তু ওটা না দিয়ে মাত্র ৮০-১৫০ দিলাম কেন।মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাদানো অনেক ভালো।আশা করি আপনি বুঝতে পারছেন।আর অ্যাপটা আপডেট আসছে আমি লক্ষই করি নাই।পরিক্ষা চলতেছে কালকে গনিত পরিক্ষা তারাহুরা করে দিছি পোস্ট করে তবুও ৪ঘন্টা ৩২ মিনিট লাগছে পোস্ট লেখতে।
    8. My_idiea Contributor says:
      এসব ফইন্নি থাকে কই, মানুষ না চিনে কথা বলে
    9. MD Mizan Author Post Creator says:
      আইডিয়া ভাই কাকে বললেন।
  14. Mdaltuf Contributor says:
    Valo. Post
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

  15. mac rafy Author says:
    onk a age ei app nia post korsilo but manhin post howai post delet kora hoise….

    app er details withdraw proof soho apnar post best hoise..

    awesome post… ✌?

    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
  16. Md.Abid Perves Author says:
    vai kon post e koto payment diche ta ki alada kore dekha jai
    1. MD Mizan Author Post Creator says:
      কোন পোস্ট এ কত মানে?
    2. Md.Abid Perves Author says:
      mane kono ekti post e trickbd te koto payment pelam ta ki dekha jai.
      আর পোস্ট এ view বাড়লে কি payment ও বাড়ে?
    3. MD Mizan Author Post Creator says:
      হুম দেখা যায় কিন্তু টাকা একবারেই দেয় ২৪ ঘন্টা পর এখন তারাতারি দেয়।
    4. Md.Abid Perves Author says:
      আর পোস্ট এ view বাড়লে কি payment ও বাড়ে?
  17. BlaCk & WhitE (TaNjiD) Author says:
    ওদের পেমেন্ট দেওয়ার সিস্টেম হলো এড গুলো থেকে এরা আপনার দ্বারা কত আয় করছে তার উপর। ৩০০০০ sat আয় করতে ৩০০০০ ক্লিক লাগবে so bye bye
    1. MD Mizan Author Post Creator says:
      ভাই যান সমস্যা নাই কিন্তু এমন অ্যাপ পাবেন না আর।আর প্রথম পেমেন্ট পাওয়ার পর ১১+ হাজার পয়েন্ট বোনাস দেয়।
  18. ASRAF THE PRESENTER Contributor says:
    BDT 40TK EARN KORTE APNAR KOI DIN LAGSE?
    1. MD Mizan Author Post Creator says:
      ভাই সত্য বলতে প্রথমবার একটু বেশি সময় লাগছে।এখন লাগে না ৪০+৪০=৮০ টাকা করতে ৩ ৪ লাগে।কারণ সামনে পরিক্ষা দুইটা প্রাইভেট ক্লাইম করার সময় পাইনি তাও চেষ্টা করি।
  19. jahidh30 Contributor says:
    ভাল লিখছেন কিন্তু ২০০ সাতশি না ২০০ পুশ হবে।
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      ২০০ হলো সাতোশি।কিন্তু পুশ করে সংগ্হ করতে হয়।

    2. M. Ashik Contributor says:
      30,000 push a 5000satoshi.
      700 push a 199 satoshi
  20. Love11 Contributor says:
    Hahaha Ki moja koren vaI 40 taka Eran korar jonno eto Kosto. ☺
    1. MD Mizan Author Post Creator says:
      কই কষ্ট ভাই।

      সেগুলোই কষ্টদায়ক ভাই বলে দিনে ৪০০-৫০০ টাকা আয় করুন।সত্যি বলতে দিন তো দূরের কথা মাসেও সম্ব হয় না।যদিও হয় শেষে পেমেন্টে দেয় না।আর এটা ১০০% পেমেন্ট দেয়।আর ৪০ টাকা না ৮০ টাকা কারণ দুইটা অ্যাপ।

  21. ARGHO1122 Contributor says:
    bkash hoy??
    1. MD Mizan Author Post Creator says:
      না ভাই কয়েনবেজে নিতে পারবেন।
  22. Al Mahfuj Author says:
    payment pete koto din lagbe?
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      ১২ ঘন্টার মধ্যে পেমেন্ট দিবে প্রথমবার একটু লেট হতে পারে।পরেরবার থেকে ১২ ঘন্টার মধ্যে পেমেন্ট দেয়।

  23. Ashikur Contributor says:
    valo post???
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

  24. Mithu Chowdhury Author says:
    কত হলে withdraw?
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই

      ৩০ হাজার হলে পেমেন্ট নিতে পারবেন।

  25. mshadin363 Contributor says:
    ভালো। চালিয়ে যাও।
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

  26. Neymar Jr Contributor says:
    bro parallal diye 2ta calale ki payment dibena
    1. MD Mizan Author Post Creator says:
      সেটা সঠিক জানিনি না ভাই তবে না করাটাই ভালো মনে হয়।
    2. Neymar Jr Contributor says:
      ওকে
    3. hridoykhanjpy Contributor says:
      না প্রবলেম হবে না।
    4. Neymar Jr Contributor says:
      are you sure
    5. hridoykhanjpy Contributor says:
      himm ak account theke onno account e jaur somoy IP address change kore niyen…
    6. Neymar Jr Contributor says:
      ip change kore kivabe no root
  27. Neymar Jr Contributor says:
    কয়েনবেস থেকে সরাসরি কি নেয়া যায় বিকাশে বলবেন।
    1. MD Mizan Author Post Creator says:
      হুম যাবে তবে আপনাকে $ টা সেল করে তারপর নিতে হবে।
    2. Neymar Jr Contributor says:
      বুজলাম কিন্তু সেল দিলে কত সময়ের মধ্যে সেল দেয়া যাবে
    3. MD Mizan Author Post Creator says:
      ভাই আপনার অ্যাকাউন্টে $ থাকলে যে কোনন সময়য় বিক্রি করতে পারবেন।
  28. SubrotoHowlader Contributor says:
    40 taka income korte giya 100 taka khorch hobe ami 1000000% granti……..ar ei post age kora hoiche….I am sure apni refer jonno post dichen
    1. MD Mizan Author Post Creator says:
      আপনি একটা আস্ত বড়ড় পাগল ভাই ছোট না।পোস্ট না পড়ে হুরকা চিল্লাসছেন।
  29. Bappu khan Contributor says:
    দিনে কতক্ষণ সময় দিতে হবে $১ হতে।
    1. MD Mizan Author Post Creator says:
      ভাই পুরা পোস্টটা পড়ুন বুঝতে পারবেন।
  30. HD king Contributor says:
    আচ্ছা ভাইয়া ৩০ হাজার সাতোশি = bd koy tk jante pari plz…
    1. MD Mizan Author Post Creator says:
      হুম অব্যশই ভাই।

      ৫০,০০০ সাতোশি তে ১$ ডলার এখন হিসাব করুন কত হবে।

    2. hridoykhanjpy Contributor says:
      নিজের পোষ্টে নিজেই ভুলবাল রিপ্লে দেন কেন ৫০,০০০ সাতেশিতে বর্তমানে 4.68$ বা 5 $ হতে পারে যদি BTC Prices 10 000.00$ হয়। এটা পুরোটা BTC Prices এর উপর নির্ভর করে।
    3. MD Mizan Author Post Creator says:
      ভাই আমি যেটা জানি সেটা বললাম।প্রতিনিয়ত তো দাম কমতাছে বাড়তেছে।
  31. CloudlySKY Contributor says:
    kichu kumu i nah
    1. MD Mizan Author Post Creator says:
      কেন ভাই?
  32. BDandroidmaster Contributor says:
    vaiya apni bollen 3000 tatoshi pawa jabe.but matro 500 sathosi .
    apnar refarel code thik deoyar poro .
    apni post a ki bolechen.
    apnar refarel code dile naki 3000 sathosi.

    ai rokom vuya post keno.

    valo vabe post korben.

    1. MD Mizan Author Post Creator says:
      sorry boss exam চলতেছে আপডেট হইছে জানতাম না।
    2. BDandroidmaster Contributor says:
      it’s ok.but , ata abar kono hack holo naki.oi akoi to.atao 1 ghonta por 200 pushes ar otao ai akoi 1 ghonta por 200 pushes.
      taholebata ki kore hack vai.
      kodi ai rokom hoto jmn 1 ghontar jaygay 10 minute por por 200 pushes.taholei ata k hack bola jeyo.but ata abar ki rokom hack.
      valo vabe post korben.
      and ki kore hack kora jay seta valo korei bujhe diben.
      tar por post korben.
      valo thakben.

      allah hafez.

    3. MD Mizan Author Post Creator says:
      ভাই ২০০ এর জায়গায় ঘন্টায় ৬০০ পাচ্ছি তাহলে এটা হ্যাক কিনা।যদি হ্যাক না হয় তাহলে আপনি একটা নাম দিন বলব সেটাই।আজকে সকাল থেকে ৫ বার হ্যাক করছি ৫বারে পাইছি ২০০০ হাজার আরও অতিরিক্ত ১হাজার তাহলে এটা হ্যাক না তো কি আপনিই বলেন।১০০০ এর জায়গায় আমি পাইলাম ৩০০০ হাজার তাহলে এটা কি বলব।বিশ্বাস না করলে ফেসবুকে ম্যাসেজ দিন প্রুফ দেখাবব।
  33. muhammad shuvo Contributor says:
    vi, 30000 k point korta koto din lagbe or koto mb lagbe din e.?
    1. MD Mizan Author Post Creator says:
      ভাই রেফার করেন বেশি সময় লাগবে না।আমার দিনে ১২-১৫ এমবি যায় ভাই বেশি লাগে না যখন পুশ করার সময় হবে শুধু তখন ডাটা ওন করে ক্লাইম করবেন।
  34. mdraselheart Contributor says:
    Hacking ar kicu e bujlam na.
    1. MD Mizan Author Post Creator says:
      ভাই ভালো করে পড়ুন বুঝতে পারবেন।
  35. HD king Contributor says:
    ami push korte parcina. push korle 1 satoshi dey sudhu amar, ar claim kora jaina.
    1. MD Mizan Author Post Creator says:
      কি বলেন ভাই puch বাটনে এ ক্লিক করুন হবে।
  36. Raihan_Islam Author says:
    Thanks for your good post…….
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

  37. Rakib Rahman Contributor says:
    আচ্ছা ভাই coinbase এর আইডি খুলবো কিভাবে,,,!!!??
    আর রকেট/বিকাশে নেয়ার কোন আইডিয়া আছে কি?
  38. Ronnie Contributor says:
    ব্রো একাউন্ট খোলার পরে যে ৫০০ সাতশির কথা বললেন আসলে সেটা সাতশি নয়।এটার নাম পুশ।
    আর ৫০০ পুশে ৫০০ সাতশি নয়।
    বুঝতে সমস্যা হলে কমেন্টটি প্রথম থেকে ঘন ঘন পড়েন এরপর সাতশি বার্টন এ্যাপ্সে যেয়ে দেখেন ৪০০০ পুশে কত $
  39. BDandroidmaster Contributor says:
    vai 200 er jaygay 600 maneta ki.ki kon amne.
    amner matha thik ache to.
    are vai proti ghontay 2 -apps ai 200 kore 400 pursh pawa jay.
    but tahole kmn kore ata hack.holo.
    ami amar phone diye ak sathe 10 ta gmail diye ai apps 2-tai chalai.
    ami prottek din kom pokkhe jodi aktatei 1000 hajar kori tahole.
    10-ta gmail a 10,000 hobe.ai vabe ami 2-apps ai kaz kori dui ta milei 20,000 pirsh kori bujheche.
    amar mote atai valo.
    ami ai vabei kaz kortechi.akhon amar 10 ta gmail ai 10,000 pursh hoyeche.
    2- ta apps ai 20,000 hajar. ai rokom kono trick din 100% sobar jonno valo.
    10- gmail a akbar kore account khule pore r kono account khulte lagbena.pore sudhu log out korte hoy.sonoy matro 20 minut lage.akbarei valo kono jhamela nai.
    amar mote ai rokom kono trick likhe hack bole post korun.
    ami jodi tuner hotam rahole dekhten.
    amar post dekhe kew bad comment korto na.
    sobari valo lagto.
    1. MD Mizan Author Post Creator says:
      আপনি একটা পাগল ভাই।পোস্ট পুরাটা না পড়ে না বুঝে হুরকা কমেন্ট করতেতে আসেন।আপনি ট্রেইনার হলে কি করতেন সেটা আপনার কমেন্ট পড়ে বুঝতে পারলাম।
    2. BDandroidmaster Contributor says:
      ভালো করেই পরছি । আমার কথাটা আপনি হয়তো বুঝেন নাই – তাই আরকি আমায় আপনি পাগল বললেন ।
      আরে ভাই আমার একারি কম্মেন্ট দেখছেন কেনো সবাইরে কথা আমার মতই।
      ভালো করে পোষ্ট করবেন পোষ্টে কিছুই বুঝা যায়না ।
      কি পোষ্ট করেন ।
    3. MD Mizan Author Post Creator says:
      ok vaI korbo apni akta post koren…
    4. BDandroidmaster Contributor says:
      ami akhon busy.koyek din por korbo.
  40. M. Ashik Contributor says:
    payment ki instant naki kotodin er vetor dei
    1. MD Mizan Author Post Creator says:
      ভাই ১২ ঘন্টার মধ্যে পেমেন্ট দেয়।
  41. M Rana Contributor says:
    পেমেন্ট পাইলে Thanks
    1. MD Mizan Author Post Creator says:
      100% পেমেন্ট দেয়।
  42. kausarneel Subscriber says:
    হ্যাক এর জন্য কি,যে ১ ঘন্টা মিনিমাইজ রাখবো তখন কি ডেটা অন রাখতে হবে! আর ডেইলি ৩০০০০ কয়েন আর্ন করার জন্য যদি কিছু বলেন!!
    1. MD Mizan Author Post Creator says:
      না ডাটা সবসময় লাগবে না যখন পুশ করার সময় হবে তখন ডাটা ওন করে কাজ করবেন।আর রেফার করুন
  43. M. Ashik Contributor says:
    vai 30 din a 0.5$ mane 40tk
    1. MD Mizan Author Post Creator says:
      ভাই আমার রেফার ছিল ০ তাও ৩-৪ দিনের মধ্যে পেমেন্ট নেই।আর দুইটা অ্যাপে ৮০ টাকা পাই আর যদি রেফার থাকতো আরও বেশিশি আয় করা যাইতো।
    2. M. Ashik Contributor says:
      apnar refer a ami a/c khulci..
      0 hoi ki kore.
    1. MD Mizan Author Post Creator says:
      ?
  44. Rashed Jaman & Rimon Hossain Contributor says:
    apnar post dewar age ami 1st ti try korechilam
    but faltu .
    kono kaje ashe nai
    akber dokle er porerbar ar dhoka zay na .bole ze maintanence break
    1. MD Mizan Author Post Creator says:
      সেটা আপনার ফোনের সমস্যা অ্যাপকে ফালতু বলেনন কেন ভাই।?
  45. tahmid habib Contributor says:
    vai push app ta ki ekhono kaj kore and net kmn kate?
    1. MD Mizan Author Post Creator says:
      হুম কাজ করে,দিনে ২০ এম্বি হলেই হবে?
  46. Arshad Prottoy Contributor says:
    VAI HACK WORKING NOW?
    1. MD Mizan Author Post Creator says:
      করে কিন্তু আমি করি না এখন?

Leave a Reply