প্রিয় বন্ধুরা……..
আমি আজ আপনাদের কোন ট্রিক দেবো না।
আজ আমি আপনাদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেবো।
কয়েক দিন আগে ট্রিকবিডিতে BDcashmaker.com নামের একটি অনলাইন সাইট নিয়ে পোস্ট করা হয়েছিল।
আমি নিজেই ঐ সাইট এ এ্যাড দেখার কাজ করতাম।
এ্যাড দেখে আমার মেইন ব্যালেন্সে $২.১৭ হয়।
আজ সকাল ১১ টার দিকে পেমেন্ট রিকোয়েস্ট করার জন্য ঐ সাইট এর ওয়ালেট অ্যাপ এ লগইন করি।
তার পর বিকাশ সেলেক্ট করি।
আসল কাহিনী এখানেই…….আমি দেখতে পাই ঐ অ্যাপে আমার বিকাশ নাম্বার এবং বিকাশ পিন চাচ্ছে।
আমি সন্দেহ প্রবণ হই এবং এমন একটি বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট রিকোয়েস্ট করি। যে বিকাশ নাম্বার থেকে আমি কোনরকম লেনদেন করি না।
আসলে আমি জানতে চেয়েছিলাম, ওদের উদ্দেশ্য টা কি।
আমার সব তথ্য দিয়ে সাবমিট করার
কিচ্ছুক্ষণ পর আমার ঐ বিকাশ নাম্বারে বিকাশ আ্যাপ ভেরিফিকেশন কোড আসে।
আর সাথে সাশে ভেরিফিকেশন কোডটি অন্য একটা নাম্বারে সেন্ড হয়।
তবে আল্লাহ্রর রহমতে আমার ভাগ্য খুব ভাল…..কেননা আমি ব্যাপার টা বুঝতে পেরেছিলাম এবং এমন একটি বিকাশ একাউন্টে দিয়েছিলাম।সেই একাউন্টে কোন টাকা ছিল না।
BDcashmaker.com যে প্রতারণা করে তার প্রমাণ নিচের স্ক্রিনশট এ দেখুন।
ওদের দেয়া BCM Server আ্যাপ আপনার ফোনের এসএমএস পড়া এবং সেন্ড করার পারমিশন চাইছে।
কখনো ভেবে দেখেছেন সার্ভার এই পারমিশন চাইতে পারে….???
আমার উদ্দেশ্য খুব তাড়াতাড়ি সবাইকে ব্যাপার টা জানানো এবং খুব তাড়াতাড়ি এই পোস্ট টা নিখেছি। তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সর্বদা সতর্ক থাকবেন,যেনো কখনো এই ধরণের ফাঁদে পা না দেন।
সৌজন্যেঃ Updateprime
For alerting us ?
.
Allah tomar lakh lakh sokria ???
যাইহোক হাজার বাশ খাইলে ও বাংলার জনগন কোনদিন সাবধান হবে না
ami 12 tar somoy bkash e payment nithe
cilam but piner kotha sune amar mone sondoho holo
tai nei ni
ekon amar sondeho dur holo
শুধু ইমেইল অ্যাড্রেস চেয়েছিল
Jaihok apnake onek ধন্যবাদ. For doing this post. ?❤❤
তার মানে সে কোন ধরনের পেমেন্ট পাই নাই।
আমাদের কে বোকা বাইনাছে