আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভাল আছেন।
আজকে আমি আপনাদের সামনে একটি PTC আর্নিং সাইট নিয়ে হাজির হয়েছি।
আর্নিং সাইট নিয়ে এটা আমার ১ম পোস্ট।
তাই কোথাও যদি কোনো ভুল হয়,তাহলে ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন।
প্রথমেই বলে রাখি যে,যারা পিটিসি সাইট থেকে আর্ন করতে ইন্টারেস্টেড তারাই পোস্টটি দেখুন।আর বাকিরা আসতে পারেন।
এবার কাজের কথায় আসি।
Payonest এ যে কেউ কাজ করতে পারবেন ।
একটা পিসি কিংবা মোবাইল থেকে একটার
বেশি অ্যাকাউন্ট করলে ব্যন করে দেয়া হবে ।
প্রতিবারে ৫ ডলার হলেই উত্তোলন করতে
লপারবেন । সরাসরি বিকাশে পেমেন্ট নিতে
পারবেন । এছাড়াও, পেপাল, ওয়েবমানি,
বিটকয়েনের মাধ্যমেও পেমেন্ট নেয়ার অপশন
রয়েছে ।তবে সাইট যেভাবে
বলেছে সেভাবেই টাইটেল দেয়া হয়েছে ।
মনগড়া কিছু বলা হয়নি ।
এখানে কেউ মাসে ১০ ডলার আয় করবেন ।
কেউবা ২০ ডলারের বেশি আয় করবেন । যার
যেমন সামর্থ্য । এখানে জয়েন করতে নিচের
লিংক দেখুন ।
আমি ১ মাসে ১৮ ডলার আয় করেছি এই সাইট থেকে।
সাইটের নাম Payonest.Com.
আচ্ছা,এবার এই লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করে নিন।
রেফার সহ
রেফার ছাড়া
রেফার সহ রেজিষ্ট্রেশন করলে 0.50$ বোনাস পাইলেও পাইতে পারেন।
প্রথম রেজিষ্ট্রেশন করার সময় আমি 0.50$ বোনাস পাইনি।
কিন্তু,আমার এক ফ্রেন্ড পাইছে।
তাই,চিন্তা ভাবনা করেই রেজিষ্ট্রেশন করবেন।আমি আপনাকে আমার রেফারে জয়েন হওয়ার জন্য কোনো চাপ দিচ্ছি না।
সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে।
তবে,ভাল লাগলে অবশ্যই রেফারে জয়েন হইয়েন।
আমার রেফারে জয়েন হয়ে যদি 0.50$ পেয়ে যান,তাহলে ত আলহামদুলিল্লাহ।
নাহলে ত কপাল খারাপ।
প্রথমে পেমেন্ট প্রুফ দিয়েই শুরু করি।
দেখুন,ডান সাইডে তারিখ আর বাম সাইডে কত ডলার এবং কিসে উইড্র দিয়েছি,তা দেখতে পারবেন।

নিচের স্ক্রিনশট গুলা ফলো করুন।
আমি শুধু আসল কাজ গুলা দেখিয়ে দিচ্ছি।

আপনারা প্রতিদিন ৫০ টা করে এড দেখতে পারবেন। রাত ১০ টার মধ্যে এড দেখা শেষ করতে হবে। ১০ টার পর তারা আবার নতুন করে ৫০ টা এড দিবে।
এখানে আর বলার মত কিছু নাই।
বাকি গুলা যেমন,একাউন্ট দেখা,উইড্র নেওয়া,রেফার লিংক ইত্যাদি এগুলা আপনারাই দেখে নিতে পারবেন।
আমি শুধু আসল কাজ গুলা দেখাইলাম।
পোস্টটা ভাল লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।
ধন্যবাদ….
ভুল ত্রুটি হলে মাফ করবেন।

8 thoughts on "(আর্নিং পর্ব:-২)প্রতি মাসে আয় করুন ১০-৫০ ডলার। সুন্দর একটি পিটিসি সাইটের মাধ্যমে।পেমেন্ট নিন বিকাশে।"

  1. Avatar photo Ahmed Afnan Author says:
    ভুলেও কেউ এই সাইটে কাজ কইরেন না।হুদাও এমবি নস্ট হবে।
    ৫ $ করতে ৩০+ দিন লাগবে
    1. Avatar photo white devil Author Post Creator says:
      যার কাছে যেমন মনে হয়।
      এই সাইট গুলাতে ধৈর্য ধরে কাজ করতে হয়।
      যাদের ইচ্ছা কাজ করবে,আর যাদের ইচ্ছা করবে না।
  2. Avatar photo Tapan SD Contributor says:
    রিয়েল নাকি, ফেক
    1. Avatar photo white devil Author Post Creator says:
      সন্দেহ হল গুগল আর ইউটিউব ত আছেই।

      সার্চ দিয়ে দেখেন।

  3. Avatar photo white devil Author Post Creator says:
    সন্দেহ হলে গুগল আর ইউটিউব ত আছেই।

    সার্চ দিয়ে দেখেন।

  4. Avatar photo 0102sharif Contributor says:
    Reffer commission kivabe?
    1. Avatar photo white devil Author Post Creator says:
      রেফারের কমিশন নাই।
      আপনার রেফার দিয়ে যে রেজিষ্ট্রেশন করবে,সে 0.50$ পাইলেও পাইতে পারে।
  5. adroittushar Contributor says:
    কত হলে উইথড্র দেয়া যাবে ভাই!!!

Leave a Reply