আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই?!

আশা করি, সকলেই ভালো আছি। বৃষ্টিময় এই সকালটায় আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুন টেলিগ্রাম বুট।

আমরা প্রায় অনেকেই এয়ারড্রপ এবং টেলিগ্রাম বুটে কাজ করেছি। কিন্তু দুঃখের বিষয় হয়তো ১০০ টা বুট এর মধ্য থেকে মাত্র ৪-৫ টা থেকেই পেমেন্ট নিতে সক্ষম হইয়েছি। অনেকের ক্ষেত্রে কম বেশিও হতে পারে।

কিন্তু আজকে আপনাদের জন্য যে বুটটা নিয়ে আসলাম, সেটি কয়েন মার্কেট লিস্টেড এবং প্রতিনিয়ত পেমেন্ট করেই যাচ্ছে।

এই কয়েনের সিম্বল হলো UBN। গত মে মাসে এই কয়েনের মূল্য ছিলো প্রায় ৬.১৯ ডলার। কিন্তু এক্সচেঞ্জ রেট অস্বাভাবিকতার কারণে কয়েনটির বর্তমান মূল্য দাঁড়িয়েছে, ০.০০৪ ইউএসডিতে। কিন্তু ক্রিপ্টোকারেন্সী বিশেষজ্ঞদের ধারণা এই কয়েনের প্রাইস সামনে আবার বাড়বে।

আপনারা অনেকেই জানেন ফেসবুক লিব্রা কয়েন ছাড়ার পর, বিটকয়েনের মূল্য হ্রাস পেয়ে যায়। লিব্রা কয়েনের এয়ারড্রপ ছাড়ার মাত্র ২-৩ ঘন্টার মধ্যে এই এয়ারড্রপ বাউন্টি শেষ হইয়ে যায়, তৎক্ষনাৎ বিটকয়েন এবং ইথারিয়াম এর মূল্য হ্রাস পেতে শুরু করে। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, বিটকয়েন – ইথারিয়াম এর মূল্য এই মাসের শেষের দিকে কিংবা অগাস্টের শুরু দিকে ম্যাক্সিমাম একটা প্রাইসে এসে দাঁড়াবে। এই মূল্য বৃদ্ধি ততদিন ধরে চলবে, যতদিন লিব্রা কয়েন কয়েনমার্কেট লিস্টেড হবেনা। হলে মাত্রই আবার দাম কমে যাবে। মূলত খুব সম্ভব এই সময়টাই বিভিন্ন কয়েন বিশেষ করে ETHPlode, Ubricoin (UBN), Doge Coin, Tau Coin, Xeonbit (XNS) ইত্যাদি কয়েনের মূল্য বৃদ্ধি পেতে শুরু হবে।

তাই সকলকে অনুরোধ করবো এখুনি যত পারুন UBN কয়েন সংগ্রহ করে রাখুন। কয়েন সংগ্রহ করতে নিম্নোক্ত কার্য সম্পাদন করুন।

কাজ শুরু করার পূর্বে বলে রাখা উচিৎ, আপনার
অবশ্যই একটা টেলিগ্রাম একাউন্ট এবং Trust Wallet একাউন্ট লাগবে। গুগল প্লেতে সার্চ দিলেই Trust Wallet পেয়ে যাবেন।

প্রথমে নিচের যেকোনো একটা লিংক থেকে বুটে জয়েন করেন

রেফারছাড়া

রেফারসহ

ভালো লাগলে রেফারসহ লিংকে ঢুকবেন।

এইবার তাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করে নিন। এতে আপনি ৫০ UBN কয়েন ফ্রি পাবেন।

এইবার ইচ্ছা করলে টুইটারে তাদের ফলো করে রাখতে পারেন।

এইবার “Submit Detail to Collect Bounty” তে ক্লিক করে, আপনার ট্রাস্ট ওয়ালেটের ইথারিয়াম অ্যাড্রেস দিন।


এইবার আপনার ইমেইল অ্যাড্রেস দিন।

তারপর আপনার ইউজার নেম দিন।

এইবার আপনি দেখতে পারবেন, আপনার নিকট রেফার লিংক প্রদর্শিত হইয়েছে। এটি সবার মাঝে শেয়ার করে করে ইনকাম বৃদ্ধি করতে থাকুন। পার রেফার, ২৫ টোকেন করে পাবেন।

উইথড্র প্রসেসঃ

আপনাকে কিছুই করা লাগবেনা, আপনার ট্রাস্ট ওয়ালেট এড্রেসে আগামী ২৪-৪৮ ঘন্টার মধ্যে UBN চলে আসবে।

প্রুফঃ

এই যে দেখুন এখন পর্যন্ত তারা আমাকে ৩ বার পেমেন্ট করেছেন।


আশা করি, সকলে বুঝেছেন এবং অবশ্যই এই কয়েন সংগ্রহ করে রেখে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। আর এইরকম লেজিট বুট খুব কমই আছে টেলিগ্রামে। সুতরাং, চীট টিট করার ট্রাই করে এইসব লেজিট বুট হারিয়ে যেতে দিবেন না।

আজ আর নয়, আশা করি শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো, নতুন কোন পোস্ট নিয়ে..নতুন কোনো আশা সৃষ্টি করতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শুভ কামনা রইলো।

প্রোমোশনাল লিংকঃ

রিজনেবল দামে ক্রিপ্টোকারেন্সী ডলার (BTC/ETH/BAT) কেনা বেচা করতে আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন।

ধন্যবাদ।

8 thoughts on "[PaiD] নিয়ে নিন পেয়িং টেলিগ্রাম বুট, ২৪-৪৮ ঘন্টার মধ্যে নিশ্চিত পেমেন্ট (পেমেন্ট প্রুফসহ) সাথে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কিছু তথ্য (বিস্তারিত পোস্টে)"

  1. Avatar photo Mamunur Rashid Contributor says:
    Exchange site er proved koi??
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      ওরা আপনার ওয়ালেটেই দিয়ে দিবে। তারপর আপনারা যে কারো কাছে সেল করে দিতে পারবেন।
  2. Avatar photo Bads Man Shakil Khan Author says:
    Coinbase exchange dekhaichen koi mia??
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      ওরা আপনার ট্রাস্ট ওয়ালেটেই দিয়ে দিবে। তারপর আপনারা যে কারো কাছে সেল করে দিতে পারবেন।
  3. SmSojib Contributor says:
    ভাই যেকোন erc20 ওয়ালেট হবে নাকি ট্রাস্ট ওয়ালেটই লাগবে
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      যেকোনো erc20 ওয়ালেট হবে, তবে আমি ট্রাস্ট ওয়ালেট ইউজ করি।
  4. Avatar photo Rasel Tips Contributor says:
    আপনি কোন এপ এ নিছেন ভাই।
    আপনি যেই এপ এ কয়েন নিছেন তার লিংক টা দেন।
  5. Avatar photo Rasel Tips Contributor says:
    আপনার ট্রাস্ট ওয়ালেটবএপ এর লিংক দেন
    Messenger
    আমাকে এপের লিংক দেন

Leave a Reply