গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমি কিভাবে কাজ করি সাথে একটা প্রজেক্ট ফাইল ও দিয়ে ছিলাম ফ্রি সময়ের জন্যে পোষ্ট লিখতে পারিনা একটা সময় কাজ না পাবার চিন্তায় ঘুমাতে পারতাম না আর এখন কাজের পেরায় ঘুমাতে পারিনা আমার গত পর্বের পোষ্ট পরার পর অনেকে আমাকে ফেসবুকে ম্যাসেজ করেছে ভাই আমি কাজ পারি কিভাবে কাজ পাবো পরে আমি তাদের বললাম নিজের একটা ডিজাইন দেখান দেখি কিন্তু পরে আর ম্যাসেজ এর রিপ্লে পাওয়া যায়নি আমি বলেছিলাম Background Remove এর কাজ পারলে ও ফাইভার থেকে কাজ করা যায় পরে কিছু লোক ম্যাসেজ করেছে তারা Background Remove পারে পরে বললাম একটা ফটো করে দেখান তারা দেখালো রিমুভ করে কিন্তু পাত করে না অন্যভাবে কিন্তু এসব কাজের ভাত নেই

দেখুন কাজের ফাইভার এ কাজের চাহিদা

আপনি যদি Background Remove এর কাজ করতে চান আপনাকে পাত শিখতে হবে তাও ভালো মানের কাজ সিখতে হবে আর আমাকে বলেছে কয়েকজন ফেসবুক কভার ডিজাইন পারে পরে বললাম একটা কভার ডিজাইন করে দিন পরে দিলো মোবাইল দিয়ে  একটা ডিজাইন করে দেখে বুঝলাম কেও যদি ইনকাম করে টাকা তাদের পকেটে দিয়ে আসতো তবে তাদের সুবিধা হতো আর কয়েকজন ম্যাসেজ এ বলতেছে আমি যে প্রজেক্ট ফাইল কিনে কাজ করি সব গুলু প্রজেক্ট তাকে দিতে আমি পুরাই অবাক আমি তাকে দেখালাম যে আমার PSD ফাইল সেল করার একটা গিগ আছে সেটাতে আমি সেল করি পরে আমাকে রিপ্লে দিলো আপনি নিজের সার্থ টা বুঝেন এসব থেকে আমার অনেক অভিজ্ঞতা হলো আপনাদের তো হয়েছে আশা করি আমি মনে করি সব থেকে বড় ইনভেস্ট হলো নিজে কিছু শিখা আমার ৩ থেকে ৪ জন লোক লাগবে যারা Background Remove আর ফেসবুক কভার ডিজাইন, লোগো ডিজাইন পারেন তাদের আমি কাজ দিতে পারবো অনেক সময় আমি যে অডার পাই তা ফাইভার থেকে যে কম টাকায় এই কাজ টা করে তাকে দিয়ে করিয়ে বায়ার কে ডেলিভারি দেও তার মানে আমার কোন কাজ করা লাগেনা মাঝখান থেকে আমি ১০ থেকে ২০ ডলার পাই এখন সিদ্দান্ত আপনার আপনি কিভাবে কাজ করবেন আর কি নিয়ে কাজ করবেন আজকের পর্বে বুঝালাম আপনি যদি কাজ না পারেন আপনার রেজাল্ট ভালো আসবে না সো আজকে শিখুন তারপর ইনকাম এর পিছে ছুটবেন কেও যদি কাজ পেরে থাকেন আমার সাথে যোগাযোগ করে ফেসবুকে আমি

2 thoughts on "Fiverr থেকে খুব সহজে ইনকাম (পর্ব ৩)"

  1. Md.Harun Contributor says:
    Vai aponi free hola massage diyan
  2. alamin66 Author says:
    লগো আর বেগগ্রাউন্ড রিমুভ এর কাজ পারি.ফাইবার এ একাউন্ট এখনো খুলি নাই কাজ দিতে পারেন আমি করতে চাই

Leave a Reply