বিসমিল্লাহির রহমানির রহিম
কেমন আছো বন্ধুরা? আসা করি ভাল আছো। আমিও তোমাদের দোয়ায় ভাল আছি।

আজকে আমি যে পোস্ট টি লিখতে বসলাম সেটি হল গুগল অ্যাডসেন্সের পিন ভেরিপাই সম্পর্কে। আমরা যারা ইউটিউব বা ওয়েবসাইটে কাজ করি তারা জানি গুগল অ্যাডসেন্স সম্পর্কে ? এটা দিয়ে কি করা হয়। ইউটিউব বা ওয়েবসাইটে কাজ করে ইনকাম করতে হলে গুগল অ্যাডসেন্স অনেক জরুরি। কারন এই গুগল অ্যাডসেন্স ছাড়া টাকা হাতে পাওয়া সম্বব নয়।তাই আমরা অনেকে গুগল অ্যাডসেন্সের সাথে পরিচিত।
আমরা হয়তো অনেকে জানি যে গুগল অ্যাডসেন্স যখন ১০ডলার পূর্ন হয় তখন গুগল অ্যাডসেন্স আমাদের ঠিকানায় একটি পিন লেটার পাটিয়ে দেয়।
সেই পিন লেটার থেকে পিন দিয়ে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই করতে হয়।

কিভাবে গুগল অ্যাডসেন্সের পিন লেটার হাতে পারেন

  • গুগল অ্যাডসেন্সের পিন পাওয়ার জন্য সটিক ভাবে আমরা আমাদের Nid Card পিছনের অংশে যে অ্যাডেস থাকে সেটা দিয়ে পূরন করতে হবে।
  • অনেকে ১ম ২য় ৩য় টাইম গুগল অ্যাডসেন্সের লেটার পায় না ঠিকানা ভুলের কারনে ।
  • সটিক ভাবে অ্যাডেস দেওয়ার পর প্রতি সপ্তাহে এক বার খুজ নিতে হবে লেটার কি পোস্ট অফিসে এসেছে কি না?

এখন আসি কিভাবে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই করবেন?

আমার এই পোস্ট টি সবাই মনযোগ সহকারে পড়বেন তাহলে সব বুজতে পারবেন।
গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই না করলে আমাদের পেমেন্ট নেওয়া সম্বব নয় তাই গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই জরুরি।।।।।

প্রথমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট টি লগ ইন করতে হবে।

Unnamed

 

তারপরে অ্যাকাউন্ট ক্লিক দিয়ে personal information ক্লিক দিন

তারপর verify address ক্লিক দিন

 

যারা ১ম মাসে আ্যপ্লাই করে পিন পেয়েছো তারা এখান থেকে পিন নাম্বার টি বসিয়ে কমপামে ক্লিক দিন।
আর যার ১ম ২য় ৩য় বার আ্যপ্লাই করে পিন পাই নি তারা This from ক্লিক দিন।

তারপর এখানে Yes করে দিন

তারপর No ক্লিক দিন

এখানে Yes করে দিন

তারপর দেখুন ৭দিনের মাধ্যমে একটি চিঠি পেয়ে যাবেন। এই পিন দেওয়া থাকবে। এটা দিয়ে পিন ভেরিফাই করতে হয়।
আজকের পোস্ট টি এখানে শেষ দেখা হবে পরবর্তী কোন নতুন পোস্টে ধধন্যবাদ সবাইকে।।।
না বুঝলে এখান থেকে ভিডিও টি দেখতে পার……

বিস্তারিত এখানে রয়েছে alimuddin2fun.info 

অ্যাডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে আমার অনলাইন গ্রুপে জইন দাও।

?সবাই জন্য একটি অনলাইন ইনকাম মেসেঞ্জার গ্রুপ খুলা হয়েছে। সবাই চাইলে এই গ্রপে জইন হতে পার। সবার সব হেল্প করা হবে। সব প্রশ্নের উত্তর পাবে এই গ্রুপে।অনলাইন ইনকাম করতে হলে কারু না কারু হেল্প দরকার।যে হেল্পের মাধ্যমে ভাল সাইট পাবেন। এই গ্রুপে ১০০%ইনকাম করতে পারবেন গ্রুপ মেম্বারগন।
গ্রুপ লিংক.?Online Earning Help Group
সব ধরনের ক্রিপ্ত কারেন্সি টোকেন এখানে বাই সেল করতে পারেন।। গ্রুপ ?Cryptocurrency Token Buy-Sell
অনলাই ইনকাম সম্পর্কে ইউটিউব চ্যানেল রয়েছে সবাই চাইলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেল টি থেকে ইনকাম করতে পারবেন ??অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল

ধন্যবাদ সবাইকে।
কস্ট করে পোস্ট টি পড়ার জন্য। আর পোস্টে কোন ভুল হলে ক্ষমা চোখে দেখবেন।
দেখা হবে পরবর্তী কোন অনলাইন ইনকাম সম্পর্কে পোস্ট নিয়ে।সবাই ভাল থাকবেন।।।।।


5 thoughts on "১ম ২য় ৩য় বার আবেদন করে যারা এখনো গুগল অ্যাডসেন্সের পিন পান নি। গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই।।।।।"

    1. Mohammad Alim Uddin Author Post Creator says:
      Thank you
    1. Mohammad Alim Uddin Author Post Creator says:
      Thank you

Leave a Reply