Dollar Exchange WEbsite

অ্যাডমিন ভাই এই টাইপের একটি পোস্ট আগেও হয়েছে মনে হয়! তবে সেই স্ক্রিপ্ট টি nulled ছিলো এবং কিছু সমস্যা ছিলো! তাই আমি এটি নতুন করে আসল স্ক্রিপ্ট দিয়ে পোস্ট টি করলাম।

আসসালামুয়ালাইকুম! trickbd তে এটা আমার প্রথম পোস্ট! আশা করি সবার উৎসাহ পেলে আরও ভাল নতুন কিছু দিতে পারব!

প্রথমেই বলে নেই যেহেতু ওয়েবসাইট বানাবেন নিজে নিজে তাই আপনার অবস্যই domain & hosting কেনা থাকতে হবে বা এই বেপারে আইডিয়া থাকতে হবে! যদি ডোমেইন হোস্টিং এর বেপারে না জানেন বা বোঝেন তাহলে এই পোস্ট আপনার জন্য নয়! (আপনি চাইলে 000webhost এও ফ্রী তে করতে পারেন। কাজ একই। আমি পেইড হোস্টিং এই করে দেখাইসি)

 

বেশি ভুমিকা না দিয়ে চলুন কাজে নেমে পরি।

প্রথমেই দেখে নেই আমরা কিরকম ওয়েবসাইট বানাবো । আমরা নিচের লিঙ্ক এর মত একটি ওয়েবসাইট বানাবো

ডেমো ওয়েবসাইট লিঙ্ক  

প্রথমে নিচের লিংক থেকে স্ক্রিপ্ট টী ডাউনলোড করে নিন। (গুগল ড্রাইভ লিংক)

ডাউনলোড 

এরপর আপনার হোস্টিং এর সিপ্যানেলে ধুকুন।

এরপর নিচের ছবির মত পাবেন সাধারনত! (000webhost এ অন্য রকম হতে পারে) এখান থেকে file manager e click করুন

এরপর নিচের মত interface পাবেন

এখান থেকে public_html এ ক্লিক করুন!( আমি অন্য ডিরেক্টরি তে করেছি কারন আমার public_html এ অন্য একটি ওয়েবসাইট আছে! )

public_html e ঢোকার পর নিচের মত upload এ ক্লিক করুন

upload এ ক্লিক করার পর নিচের মত পেজ আসবে। এখানে select এ ক্লিক করে যে স্ক্রিপ্ট টী প্রথমে ডাউনলোড করেছিলেন সেটী সিলেক্ট করে দিন। ব্যাস এরপর স্ক্রিপ্ট আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

upload হয়ে গেলে ১০০% লেখাটি সবুজ রঙ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর নিচের go back এ ক্লিক করুন । এরপর নিচের মত দেখতে পারবেন

ফাইল টী সিলেক্ট করে নিচের ছবির মত করে extract করুন

 

extract হয়ে গেলে এরকম দেখতে পারবেন

এরপর এখাঙ্কার কাজ শেষ। এবার আপনার যে ওয়েবসাইট এর লিংক/ ডোমেইন রয়েছে সেটায় ধুকুন।।নিচের মত দেখবেন । এখানে license key দিবেন = 294RAHAT

তারপর varify এ ক্লিক করবেন।

এরপর এরকম পেজ ওপেন হবে! এটাই শেষ ধাপ!

এই পেজ আসার পর অন্য একটি পেজ এ আবার সিপ্যানেলে ধুকে নিচের দিকে আসলে mysql database এ ক্লিক করুন

এই পেজ এ new database এর ঘরে আপনি new লেখুন (আপনি চাইলে অন্যকিছুও লিখতে পারেন। তবে আমার মত করে লিখলে পরে কাজগুলা করতে সুবিধা হবে। কারন এই নামটা পরে অই আগের অই পেজ এ বসাতে হবে)

new লিখে create database এ ক্লিক করুন 

তারপর এরকম পেজ আসবে । এখান থেকে go back এ ক্লিক করুন। তাহলে আবার আগের পেজ এ নিয়ে যাবে।

এবার আবার Add new User এর নিচে

username এর ঘরে main 

এবং পাসওয়ার্ড নিজের ইচ্ছামত একটা দিন। পরের ঘরে একই পাসওয়ার্ড দিন । 

(এটা হলো আপনার mysql user name and password)

তারপর create user এ ক্লিক করুন 

এরপর আবার যে পেজ আসবে সেখান থেকে go back এ ক্লিক করলে আবার এই পেজ এ নিয়ে আসবে!

এবার আরেকটু নিচে দেখবেন ADD USER TO DATABASE

এখানে আপনার user আর database name দুইটা সিলেক্ট করাই থাকবে। না থাকলে ক্লিক করে user আর database name টা সিলেক্ট করে নিচের ছবির মত Add বাটনে ক্লিক করুন

 

এখান থেকে ALL PRIVILEGES এ ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে

এরপর নিচে Make Changes এ ক্লিক করুন। তারপর আবার go back এ ক্লিক করবেন।

এবার আপনার সেই অন্য ট্যাব  আগের খুলে রাখা পেজ এ চলে জান। এখানে নিচের ছবির মত ঘর গুলো পূরণ করুন

mysql username = আপনি যে নাম দিয়েছিলেন উপরে user add করার সময় (আমি main দিয়েছিলাম। আর আগের অংশ আপনার হোস্টিং এর ক্ষেত্রে আলাদা হবে)

mysql password= আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন উপরে

mysql Database= উপরে একদম প্রথম এ যে database নাম দিয়েসিলেন! (আমি new দিয়েছিলাম উপরে।আপ্নাদের নিশ্চই মনে আছে )

আর বাকি তথ্য গুলো নিচের ছবিগুলোর মত দিন  (মনে রাখবেন এটাই সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ)

 

 

এই পেজ এ আপনার ওয়েবসাইট এর লিঙ্ক কপি করে চিহ্নিত ঘরে দিবেন। আমি ছবিতে গোল করে দিয়েছি

আর ইমেইল এর ঘরে আপনার ইমেইল দিবেন

এখানে বাকি ঘর গুলো নিচের ছবির মত ।

আর CREATE ADmin Account e

username= admin

email= আপনার ইমেইল

পাসওয়ার্ড= আপনার পছন্দের অন্য কোন পাসওয়ার্ড

(এই ইউজার আর পাসওয়ার্ড দিয়েই ওয়েবসাইট এর অ্যাডমিন প্যানেলে ধুক্তে হবে)

তারপর install এ  ক্লিক করুন

এরপর এরকম পেজ আসলেই আপনার ওয়েবসাইট কমপ্লিট।

প্রথম লিংক আপনার ওয়েবসাইট এর আর ২য় লিংক অ্যাডমিন পানেলের

আপনার ওয়েবসাইট এর লিঙ্ক এ ভিসিট করলে এরকম দেখতে পারবেন । (আপনি চাইলে সব এডিট করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে)

অ্যাডমিন প্যানেল এ ধুকতে ওয়েবসাইট লিংক/admin লিখে ধুকুন । এরপর

user name আর password দিয়ে log in করুন

লগ ইন করলে আপনার এরকম অ্যাডমিন প্যানেল দেখতে পারবেন যেখান থেকে জেকোনো wallet add / exchange rate/ anything else চেঞ্জ করতে পারবেন

আশা করি সবাই বুঝতে পারছেন ।

এরপর ও যদি কোন সমস্যা হয় বুঝতে তাহলে কমেন্ট করুন । আমি আপনাদের সাহায্যের চেস্টা করবো।

ফেসবুকে আমি ঃ Rahat Khan

আর পোস্ট টি যদি একটুও ভালো লেগে থাকে বা আপনার বন্ধুদের জানাতে চান তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন

 

22 thoughts on "নিজেই বানান ডলার বাই-সেল (Dollar Exchange) ওয়েবসাইট ফ্রি তে! ( স্ক্রিপ্ট ফ্রি)"

  1. Fahim Contributor says:
    আপনি কোন ওয়েবসাইটের হোস্ট ব্যবহার করছেন ?
    1. RJ Joy Contributor says:
      namecheap এর
  2. RJ Joy Contributor says:
    Namecheap এর ভাই
  3. rahatkhan Contributor Post Creator says:
    namecheap er..
    1. rahatkhan Contributor Post Creator says:
      thanks vai
  4. Sky Stefen Contributor says:
    Thanks For Helpful Post….???
    1. rahatkhan Contributor Post Creator says:
      welcome vai.. please share korben..
      any help contact me in facebook..
      post er niche link deya ase
  5. Ahmed Marjan Contributor says:
    কিন্তু, এখানে ডিফল্টলি তো আপনার বিকাশ, রকেট, কয়েনবেস ইত্যাদি ইত্যাদি এড করা থাকবে। এক্ষেত্রে কেউ যদি এগুলো চেঞ্জ না করে তাহলে তো আপনার ওয়ালেটে চলে যাবে। এটা ক্লিয়ার করা উচিৎ ছিলো।
    1. rahatkhan Contributor Post Creator says:
      ধন্যবাদ! defaultly kono kisui add kora thakbena..
      ami jeita banailam link dekhe dhuke check koren kono wallet e add kora nai..
      ar vai php script e kono kicu add kora thakena. jotokkhon na User/Admin add kortese..
      sob e apnar add korte hobe! kivabe add korben er upor amar video tutorial ase.Time pele Youtube e upload kore post diye dibo! Thanks
    2. rahatkhan Contributor Post Creator says:
      চাইলে স্ক্রিনশট এর ছবিতেও দেখতে পারেন ওখানে লেখাই আছে homepage e “still have no gateways”
      কারন বিকাশ/কয়েনবেস/পেপাল/ ইত্যদি আপনি এড করার পরই ওখানে দেখাবে! আর এড করার সময় আপনার একাউন্ট নাম্বার ই দিতে হবে!
      আশা করি বুঝতে পেরেছেন! তারপরও কোনো সমস্যা মনে হলে বলতে পারেন
    1. rahatkhan Contributor Post Creator says:
      Thanks vai
  6. arafattt Contributor says:
    Amar kisu 5-10 bitcoin USD lgbe apnar kase hbe?
    1. rahatkhan Contributor Post Creator says:
      Nah.. i dont buy sell dollars
  7. ALHADI24 Contributor says:
    উক্ত ডেমো account দিয়ে এখনি Exchange করা যাবে?
    1. rahatkhan Contributor Post Creator says:
      vai oita demo..ami exchange korina.. ar ha bananor por wallet gula add korlei exchange kora jabe
  8. Vai link কাজ করে না
  9. sk saikot khan Contributor says:
    bro link not working
  10. CryptoBase Contributor says:
    লিংক কাজ করে না।

    PAYFORWALLET.COM এর ওয়েবসাইটে দেখলাম একটা স্ক্রিপ্ট বিক্রি করতেছে। ঐটা আরো মর্ডার্ন এবং ফিচার ও বেশি।

Leave a Reply