আসসালামু আলাইকুম,

আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি তাদের, এক জায়গা থেকে অন্য জায়গায় কয়েন/ টোকেন ট্রান্সফার করতে হয়। অনেক সময় এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে ও ট্রান্সফার করতে হয়।এজন্য আমরা যদি BTC/ETH/LTC এর মাধ্যামে ট্রান্সফার করি তাহলে ফি এর পরিমান ৮ডলার থেকে ০.৫ডলার পর্যন্ত হয়ে থাকে।

তো আজকে একটা কয়েনের কথা বলবো যেটা আপনারা এড্রেস এ ট্রানজেকশন করতে পারবেন জিরো ফি তে।

চলুন শুরু করা যাক।

কয়েনের নাম: NEO

এটা মোটামুটি ম্যাক্সিমাম এক্সচেঞ্জ লিস্টেড আছে। র‍্যাংকিং এ ও মোটামুটি টপ ২০ এর মধ্যে থাকে।

তো আপনারা যখন ট্রান্সফার করবেন তখন NEO তে কনভার্ট করে ট্রানজেকশন করবেন।

প্রমান হিসেবে পরিচিত কয়েকটি এক্সচেঞ্জের Withdraw Fee দেখে নিন।

Binance

BitMart

Kucoin


এরকম আরো আছে BitForex MXC DigiFinex ইত্যাদি।

তাছাড়া NEO Wallet ও ব্যাবহার করতে পারবেন জিরো ফি তে।

ফ্রি ১০ডলার!!

এটি Bithumb Global এক্সচেঞ্জ এর নিউ ইউজারদের জন্য। তবে KYC ( Identity Verification) কম্পিলিট করা লাগবে। যারা আগ্রহী
তারা পেমেন্ট প্রুফ সহ সম্পূর্ণ প্রসেস দেখে নিন আমার এই ছোট্ট ব্লগের পোস্ট থেকে।

পোস্ট টি পেতে এখানে ক্লিক করুন 

9 thoughts on "ক্রিপ্টোকারেন্সি-জিরো ফি তে এবার ট্রানজেকশন হবে এড্রেস এ।"

    1. Avatar photo হামিম Contributor Post Creator says:
      কি কারনে তা তো বলবেন।
    2. Avatar photo Ahmed Marjan Contributor says:
      Vai, karon jante cheye lojja paben na. Karon ei shalara nije kichu likhte pare na, keu kisu likhlei report kore.
  1. Avatar photo R.K Shanto Contributor says:
    Post koren eikhane r onno jaigay link den
  2. Avatar photo rex boy Contributor says:
    BUSD ONLY trade fee er jonne. Nia lav nai.
  3. Avatar photo Sakil Ahmed Author says:
    Nice writing. But you should know more before posting.

Leave a Reply