আসসালামু অলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি Airdrop নিয়ে আলোচনা করবো।
যারা ১ম পোস্ট দেখেন নি তারা এই পোস্ট দেখে আসুন বিনা ইনবেস্ট এ প্রতি মাসে ১-২ হাজার টাকা ইনকাম করুন
তো সবার মতো আমি এতো পেচাবো না
একটা উদারন পড়ুন
একটা মানুষ সবার বাড়ি গিয়ে কাজ করে,সেখানে কাজ করার জন্য বাড়ির মালিকরা তাকে কিছু ফল(আম/কাঠাল) দেয়। সে সেই ফলগুলো বাজারে বিক্রি করে চেক পাই এবং সেই চেক ভাঙ্গিয়ে সে নগদ টাকা পাই।
(এখন গল্পটার মূল কাহিনি শুনুন)
ঐ গল্পে একটা মানুষ হলেন আপনি,সবার বাড়ি মানে Airdrop, ফল পাই মানে টোকেন/কয়েন, বাজারে বিক্রি করে মানে মার্কেট এ বিক্রি করে ,চেক পাই মানে বিটকয়েন/ইথিরিয়াম পাই, সেগুলো ভাঙ্গিয়ে টাকা পাই মানে bitcoin বিক্রি করে টাকা বিকাশ/ রকেট এ পাই।
আশা করি Airdrop এর কাজ এবং কিভাবে টাকা হাতে পাবেন সবাই বুঝতে পেরেছেন।
একদম সহজ মার্কেট এ বিক্রি করা,১ বার করলেই বুঝবেন, আর না পারলে আমি আছি তো।
এখন আসি
Airdrop এ কাজ করার জন্য কি কি লাগবে
- MyEtherWallet
- Coinbase Wallet
- Telegram Account
- Facebook Account
- Twitter Account
এইগুলা লাগবেই লাগবে, আর নিচের গুলা ও সময় পাইলে খুলে রাইখেন কারণ ১০ Airdrop এ কাজ করলে ২-৩ টাই নিচের Account ও দরকার হয়
optonal
সর্ব প্রথম কাজ হলো উপরের সব একাউন্ট খুলে Username Set করা,সব একাউন্ট খুলা সহজ একদম ফেসবুকের মতোই আর সব গুলোর Setting এ গেলেই Username Change করার অপশন পাবেন,শুধুমাত্র ফেসবুকের username অন্যভাবে সেট করতে হয় সেটা ইউটুব দেখলেই বুঝবেন এবং Username সবগুলা মুখস্থ রাখবেন এই সব Usermane এক দেওয়া ভালো,যেমন Rakib2233 এটা আমার নামের সাথে মিল রেখে সবজাইগায় দেওয়া যাবে।আর যারা পারেন তাদের তো ভালোই।
এবং যাদের Coinbase & Myetherwallet Account নাই,নিচে আমি ভিডিও দিয়ে দিবো দেইখে খুইলে নিয়েন।
কাজ করতে আর কি লাগবে?
কাজ করার জন্য সামান্য English জানতে হবে।
যেমন Follow twitter মানে টুইটারে তাদের ফলো করতে বলছে,join Telegram মানে তাদের টেলিগ্রাম গ্রুপে join হতে বলছে।
Distribution মানে হলো টোকেন টা কবে সবাইকে ভাগ করে দিবে,Enter Twitter Username মানে হলো আপনার Twitter এর Username দিন।তো এরকম সাধারণ ঞ্জান থাকলেই আপনি Airdrop এ কাজ করতে পারবেন।
কত টাকা পাবো মাসে?
দেখুন এটা নির্ভর করছে Airdrop এর উপর আর Kyc Airdrop ১০$ এ নিচে দেয় না,হঠাৎ ২ একটা দেয় এবং এরা ১/২ মাস পর পেমেন্ট দেয়,কোনোটা টোকেন লক করে ৩/৪ মাস রেখে দেই।
(থাক ভাই আমার এমন কাজ দরকার নাই??)
এরকম যদি ভাবেন তাহলে আপনাকে দ্বারা অনলাইনে আয় সম্ভব না,অনলাইনে কাজে ধের্য দরকার আমি আর একটু সজহে বোঝায়
,মনে করেন আপনি জানুয়ারি মাসে ২ টা Airdrop, ফ্রেবুয়ারি মাসে ২ টা Airdrop এবং মার্চ মাসে ২টা Airdrop এ জয়েন করলেন,সব গুলা airdrop 10$ করে ২ মাস পর দিতে চাইছে,তাহলে আপনি জানুয়ারী ২০$ মার্চ এ পাবেন,ফ্রেবুয়ারির ২০$ এপ্রিল এ পাবেন মার্চ এর ২০$ মে তে পাবেন।মানে ২/৩ মাস কাজ করলে আপনি তারপর প্রতি মাসে ২০$ করে পাচ্ছেন,(কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে)
আর ২০$ তো কথার কথা আমরা যদি প্রতি মাসে ৪-৫ টা Kyc airdrop এ জয়েন করি,ইনসআল্লাহ প্রতি মাসে ৩০$-৪০$ ইনকাম হবে।এই জন্য আপনাকে ২মাস ধের্য নিয়ে কাজ করতে হবে,পেমেন্ট না পেলেও হতাশা করা যাবে না,আর Kyc Airdrop গুলাই সারাদিন ও কাজ করতে হয় না,একবার Account খুলে ওদের পেইজ,গ্রুপে জয়েন,ফেসবুকে লাইক করে Id verification করে রেখে দিন(২০-৩০ মিনিট লাগে একটা Airdrop এ),২/৩ মাস পর টাকা বুঝে নিন। Coin টা Trade করে Coinbase এ নিতে হবে,ঐ খান থেকে Sell করে বিকাশে নিতে পারবেন।আর না বেচতে পারলে আমি আছি তো Youtube এ ভিডিও দিবো,তাই সবার কাছে অনুরোধ আমার চ্যানেল টা Subscribe করে রাখবেন।
আমার তো Nid নাই কি করবো
আমরা মূলত Kyc Airdrop নিয়ে কাজ করবো তাই সর্বপ্রথম আমাদের একটা Id card এর ব্যাবস্থা করতে হবে,, যাদের আছে তো ভালোই আর যাদের নাই,তারা আমার মতো কাজ করেন??।
আপনি যদি আপনার আম্মু/আব্বুর সাথে ফ্রি থাকেন তাহলে এইভাবে বলবেন।
আম্মু আব্বু তো একা কাজ করে তাই আমি ভাবছি আমি পড়াশোনার পাশে একটা অনলাইনে কাজ করবো, সেখান থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে দিবে এবং ২-১ মাস পড়ে বেতন বাড়াবে,(বেশী বলার দরকার নাই তাহলে ভাববে অকাজ করে টাকা ইনকাম করবে) আমি ঠিক মতোই পড়াশোনা করবো, কিন্তু কাজটা করতে id card দিয়ে ভেরিফাই করতে হয়,তাই আমি তোমার টা দিয়ে ভেরিফাই করবো এবং মাঝে মাঝে তোমার ছবিও তুলতে হবে।তুমি মানা কইরো না আমার ভালো আম্মু।
আর যদি আব্বু/আম্মুর সাথে ফ্রি না থাকেন তাহলে কাকা/মামা কে বলতে পারেন এইভাবে
কাকা আমি একটা অনলাইনে জব করবো কিন্তু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো তো আপনার টা দিলে আমি টাকা পাইলে সেখান থেকে কিছু দিয়ে আপনাকে খাওয়াই তাম,যদি বলে কত টাকা পাবি বলবেন ২০০ টাকার মতো,তাই ওনি বিশ্বাস করবেন।
যাদের Coinbase নাই তারা এই ভিডিও দেখে Coinbase খুলে নিনঃ
যাদের Myetherwallet নাই তারা এই ভিডিও দেখে খুলে নিন।
শেষ কথা
আপনারা জানেন যে ট্রিকবিডিতে পেমেন্ট প্রুফ ছাড়া পোস্ট করা নিষেধ আর Airdrop এর আগে পেমেন্ট প্রুফ দেওয়া যায় না,তাই আমি আমার Telegram Chanel এ সব Kyc & Lagit Airdrop Share করবো,যারা কাজ করবেন তারা আমার টেলিগ্রাম এ জয়েন করবেন এবং কাজের ভিডিও Youtube এ দিবো তাই চাইলে YouTube Subscribe করতে পারেন।
এখন অনেকেই বলতে পারেন রেফারের ধান্দায় আমি আপনাদের জয়েন করাচ্ছি,তাহলে ভাই এতো কষ্ট করে পোস্ট করার দরকার ছিলো না,তাহলে অনলাইন সাইট নিয়ে একটা পোস্ট করতাম আর বলতাম এরকম লেজিট সাইট পেতে এখনি আমার চ্যালেন এ জয়েন করুন।
আমি তা করি নি,আমি ২ টা পর্বে Airdrop কে ভাগ করে একদম A-z সব বুঝিয়ে বলছি যারা কাজ করবেন তারা আসেন,যদি Trickbd তে Airdrop শেয়ার করা যেতো তাহলে আমি আর সবাইকে ডাকতাম না,আমি এমনিতেই যতেষ্ঠ ইনকাম করি এইজন্য ডাকতেছি যে আমার সাথে সবাই একটু ইনকাম করুক,এবং আমার যা ইনকাম হবে তার কিছু অংশ আমি ট্রিকবিডির পক্ষ থেকে আমার চ্যলেন এ Giveway করবো।
ধন্যবাদ
তাই যারা কাজ ইচ্ছুক তারাই শুধু টেলিগ্রাম চ্যানেল এ Join হন এবং Youtube chanel a subscribe করুন,আমি টেলিগ্রাম এ Airdrop শেয়ার করবো এবং Youtube এ তার বর্ণনা দিবো বা আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা নিয়েও ভিডিও বানাবো,,
My Telegram Chanel : Earn Money
My Youtube Chanel: Earning Box
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন
Support করে না। Metamask তো Erc20 Supported. MEW না ব্যবহার করে Metamask ব্যবহার করলে কোনো সমস্যা আছে……….??
How to earn money by upload file
https://bit.ly/2O0E341