ভালোআছি তাই আসতে পেরেছি।
আশা করি আপনারাও ভালো আছেন।
আমরা সবাই জানি বাংলাদেশে ১৮ বছর হলেয় NID পাওয়া যায়।কিন্তু তবুও অনেকেই ১৮ বছর পার হয়ে গেলেও হাতে পায় না NID। শুধু NID নেওয়ার জন্য হাতে থাকে একটা স্লিপ।
এমতাবস্থায় আমাদের কোন কাজে NID দরকার হলে Online থেকে প্রিন্ট করা সফটকপিই একমাত্র ভরসা।
কিন্তু এই সফট কপি এক পৃষ্ঠার, তাই এটা দিয়ে অনেক কাজই আমরা করতে পারি না।যেমন ধরুন bKash,Rocket,Nagad একাউন্ট খুলা,ইত্যাদি।
তা হলে চলুন আমরা আজ দেখে নেই কি ভাবে এই Online কপিকে অরজিনাল Nid করে সকল কাজে ব্যবহার করা যাবে।
এর জন্য প্রথমে আপনাকে Online কপিটি বের করতে হবে।
online কপি বের করতে না পারলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।
এখন আপনি এখানে ক্লিক করে এই সাইটে প্রবেশ করুন।
এখন আপনার Online Copy তে থাকা সকল তথ্য এই ফরম এ দিন আর ছবি এর স্থানে Online Copy তে থাকা ছবিটি দিন বা এমন করে একটি ছবি তুলে দিন।
সকল তথ্য এবং ছবি দেওয়ার পর Create Card লিখাতে ক্লিক করুন।
আর কিছু করতে হবে না।দেখবেন আপনার NID Card টি তৈরি হয়ে গিয়েছে।এখন এটি ডাউনলোড করে নিন বা প্রিন্ট করে নিন।
এখন আপনি চাইলে এই কারড এর ছবি দিয়ে Nagad সহো সকল একাউন্ট খুলতে পারবেন,এবং তা অরজিনাল আপনার নামেই হবে।Nid আসা অবদি অপেক্ষা করতে হবে না।
প্রশ্ন উত্তর করে প্রতিদিন ১০০ টাকা উপার্জন করতে
এখানে ক্লিক করুন।
ধন্যবাদ।
এছাড়াও এক ফোনে ছবিটি রেখে অন্য ফোন দিয়ে একাউন্ট করতে পারবেন।
শুধু খেয়াল রাখবেন,ছবি তুলার সমই যেনো ছবি গুলো ক্লেয়ার হয়।
১। অনলাইনে আপনার ID COPY একটি Drive এ জমা হবে ।
২। এটি পরবর্তীতে উনি দেখতে পারেন এবং সহজেই আপনার মূল্যবান আইডি শেষ?♂️
বিশ্বাস না হলে গুগলে দেখুন।
ADMINS WHY U GUYS INACTIVE AND MAKING PEOPLES LIFE HELL IF YOU WON’T CARE!?
এই সাইট নিয়ে আগেও ট্রিকবিডিতে পোষ্ট আছে।
আমি শুধু নতুন ট্রিকটি শিখিয়ে দিলাম।