চলে এলো বিকাশ কুইজ কনটেস্ট। কনটেস্টে অংশ নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ৩টি সহজ প্রশ্নের উত্তর দিন। সব উত্তর সঠিক হলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিকাশ অ্যাপ থেকে লেনদেন করে থাকলে আপনার জন্য থাকছে বোনাস জেতার সুযোগ! প্রতিদিন টপ ৫০০ জনের প্রতেক্যেই পাবেন ৫০০ টাকা করে বোনাস! তাই, কুইজে অংশ নিন এখনই!

ক্যাম্পেইনের সময়সীমা:

৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত


বিস্তারিতঃ

কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে একজন বিকাশ গ্রাহককে তার অ্যাক্টিভ বিকাশ একাউন্ট নাম্বার দিতে হবে।

বিকাশ গ্রাহকরা ১৪ সেপ্টেম্বর, ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২০ (ক্যাম্পেইন সময়কাল)-এর মধ্যে যতবার খুশি কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ৫০০ টাকা (পুরস্কার) জেতার সুযোগ পাবেন। 

কয়েকটি প্রশ্নের দ্রুততম সঠিক উত্তর প্রদানের ভিত্তিতে ক্যাম্পেইনের প্রতিদিন ৫০০ জন বিজয়ী নির্ধারিত হবে। অর্থাৎ যেই বিকাশ গ্রাহক স্বল্পতম সময়ের মধ্যে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার বিজয়ী হবার সুযোগ বেশি।

বিজয়ী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য বিকাশ গ্রাহককে অবশ্যই তার প্রতিযোগীতায় অংশগ্রহণের দিন বা সেপ্টেম্বর, ২০২০ এর মধ্যে পূর্ববর্তী যেকোনো দিন তার বিকাশ একাউন্ট থেকে নিচের যেকোনো একটি লেনদেন করতে হবে:

বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ

বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট

বিকাশ অ্যাপ দিয়ে সেন্ড মানি

বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট

বিকাশ অ্যাপের মাধ্যমে পে বিল

বিকাশ অ্যাপ দিয়ে কার্ড টু বিকাশ (অ্যাড মানি) এবং

বিকাশ অ্যাপের মাধ্যমে ট্রান্সফার মানি

ক্যাম্পেইন চলাকালীন একজন বিকাশ গ্রাহক কেবল এক বারের জন্য পুরষ্কার জিতে নিতে পারবেন।

পুরস্কার পাবার জন্য যোগ্য হতে একজন গ্রাহকের বিকাশ একাউন্ট সম্পূর্ণ সক্রিয় অবস্থায় থাকতে হবে এবং নতুন বিকাশ গ্রাহকদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে শেষ করতে হবে।

প্রতিদিনের ক্যাম্পেইনের বিজয়ীদের নাম পরের দিন কুইজ প্লাটফর্মের বিজয়ীদের তালিকায় ঘোষণা করা হবে এবং তা তালিকাটি দুপুর ১টা থেকে প্রদর্শিত থাকবে। তাই এই প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে যদি বিকাশ গ্রাহকগণ বিজয়ী হিসেবে নির্বাচিত হয় তবে তারা বিকাশকে বিজয়ী তালিকায় তাদের নাম প্রকাশের অনুমতি দিচ্ছে। 

বিজয়ী ঘোষণার দিন থেকে পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে বিজয়ীদের বিকাশ একাউন্টে বিকাশ ই-মানি আকারে পুরস্কারের টাকা পৌছে যাবে।

কোনো ব্যক্তি যেকোনো সন্দেহজনক কাজ বা সুবিধা পাওয়ার জন্য নিয়ম বহির্ভূত পন্থা অবলম্বন করলে, তা পর্যবেক্ষণ করা হবে এবং ক্যাম্পেইন থেকে অযোগ্য বলে বিবেচিত হবে।

বিকাশ কর্মীরা এই ক্যাম্পেইনের অংশগ্রহণ করে বিজয়ী হয়ে উপহার গ্রহণ করতে পারবে না ।

বিকাশ কোনো পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় গেম-এর যেকোনো শর্ত সংশোধন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

এই গেমটিতে ব্যবহৃত সকল বিষয়বস্তুর সম্পূর্ণ কপিরাইট বিকাশ সংরক্ষণ করে। গেমটির বা এর যেকোনো কনটেন্টের প্রতিলিপি তৈরি বা এর অবৈধ বিতরণ করলে তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এই গেমটি খেলার মাধ্যমে বিকাশ গ্রাহকরা নিশ্চিত যে তারা গেম-এর বর্ণিত নিয়ম ও শর্তাবলী পড়ে এবং বুঝে তাতে সম্মতি দিয়েছেন।


কুইজ খেলতে ভিজিটঃ
বিকাশ কুইজ

প্রথম বার বিকাশ এ্যাপ ডাউনলোড করলেই পাবেন
পাবেন ২৫ টাকা বোনাস। এরপর অ্যাপ থেকে প্রথমবার ২৫ টাকা মোবাইল রিচার্জ করলে পাবেন আরও ৫০ টাকা বোনাস।

7 thoughts on "বিকাশে কুইজ খেলে, লেনদেন করে জিতে নিন ৫০০ টাকা বোনাস"

  1. Avatar photo Trickbd Support Moderator says:
    সরাসরি দেয়া রেফার লিংক রিমুভ করা হয়েছে।
    নীতিমালা মেনে পোস্ট করুন।
    আর্নিং এবং প্রমোশনাল পোস্ট করা থেকে বিরত থাকুন।
  2. Avatar photo PD Pintu Contributor says:
    নির্দিষ্ট সময়ের মধ্যে বিকাশ অ্যাপ থেকে লেনদেন করে থাকলে আপনার জন্য থাকছে বোনাস জেতার সুযোগ!
    Ei নির্দিষ্ট সময় mane ki?
  3. Avatar photo Aslam Contributor says:
    je number a bkash nai sei number diyew toh ei game khela jai !! eta ki fake ?? ar official proof koi ?? ar ei doroner post approve hoy kivabe ?? just Reported !!!!
    1. Avatar photo MD Zakaria Contributor Post Creator says:
      Apnader moto kisu ganjakhor public der jonne desher ei obostha,,
      Je website er link ta diyesi queez khelar jonne sei website tai to bKash er official website,, to eikhane official proof r ki chan??
      Jotto sob faltu
  4. Avatar photo Web- Designer Contributor says:
    15 tarik win.paici 500 tk.onno r akta acc te khalbo bt 18 tarikh theke bkash site slow.

Leave a Reply