আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা এখনো সুস্থ ও ভালো আছি।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বিকাশ কুইজ নিয়ে সম্প্রতি ট্রিকবিডিতে পোস্ট করা হয়েছিল। সেই পোস্ট টি ছিলো বিকাশ কুইজের তথ্যের উপর। ধন্যবাদ সেই ভাইকে পোস্ট টি করার জন্য।
আমি বিকাশ কুইজ নিয়ে পোস্ট করতেছি একটু ধারণা দেয়ার জন্য কিভাবে আপনারা অন্যান্য দের মত খুব অল্প সময়ে প্রশ্নের উত্তর গুলো দিতে সক্ষম হবেন। অনেকেই হয়ত এই বিষয় টি জানেন, তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকের পোস্টটি এখান থেকে শুরু করছি।
আমি প্রথমে নিজের কথাই বলি, আমি ৬ বা ৭ সেকেন্ডের নিচে কোন ভাবেই প্রশ্নের উত্তর গুলো দিতে পারছিলাম না।
আর সেখানে বিকাশের বিভিন্ন গ্রুপে দেখছিলাম অনেকেই ১,২,৩,৪ সেকেন্ডের মধ্যে প্রশ্নের উত্তর গুলো দিচ্ছে।
এটা কি সম্ভব???
১ম ট্রিক্স
১. হ্যা সম্ভব, তার জন্য যা করতে হবে।
আপনাদের প্রয়োজন হবে একটি ফাস্ট ব্রাউজার। এর জন্য UC Browser অথবা UC Mini টা ব্যবহার করতে পারেন।
আর যেই সিমের নেট স্পিড ভালো সেই সিমটি ব্যবহার করুন।
এখান থেকে UC Mini টা ডাউনলোড করে নিন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
২. তারপর বিকাশ কুইজ পেইজে চলে যান নাম্বার দিয়ে সাবমিট করে কুইজ গুলো বার বার খেলতে শুরু করুন। আপনি এখানে শুধু কুইজ গুলোর সাথে পরিচিত হতে থাকুন। তারপর ট্রিকস টি ব্যবহার করুন।
আরো অনেক প্রশ্ন রয়েছে সব গুলো দেওয়া সম্ভব নয়। তাহলে পোস্টটি অনেক বড় হয়ে যাবে।
আমরা যখন পরীক্ষার হলে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দেই তখন অনেক প্রশ্ন অপরিচিত মনে হয় তবে অপশন গুলো দেখেলেই মনে হয় সঠিক উত্তর কোনটি।
৩. আপনাকে ঠিক সেটাই করতে হবে। প্রশ্ন না দেখে ৪ টি অপশনের দিকে তাকিয়ে সঠিক টি দ্রুত সিলেক্ট করতে হবে।
এর জন্য ২ নাম্বারে বলেছি প্রশ্ন গুলোর সাথে পরিচিত হতে।সব প্রশ্ন গুলো বার বার ঘুরে ফিরে আসে। এতে করে আপনার ব্রেইন অটোমেটিক রেসপোন্স করবে প্রশ্ন না দেখে উত্তর দেয়ার ক্ষেত্রে।
এভাবে কুইজ খেলে দেখুন আগের থেকে অনেক দ্রুত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হচ্ছেন। আমি এই পদ্ধতি অবলম্বন করে ৪ সেকেন্ড এর নিচে পারিনি। আমার ফোন টি একটু পুরাতন ভার্সনের। আর অনেকেই কুইজ খেলার কারনে বিকাশের সার্ভার খুব High Loaded থাকে।
–
–
২য় ট্রিক্স
আপনারা অনেক কেই হয়ত দেখে থাকবেন ১,২ সেকেন্ডে কুইজের উত্তর গুলো দিয়ে থাকে তারা এগুলো কিভাবে করে?
–
তারা যেকোন একটি অপশন নিয়ে বার বার খেলে থাকে। যেমনঃ (ক, খ, গ, ঘ) এই ৪ টি অপশনের যে কোন একটি (ধরুন “গ”) নিয়ে বিকাশের ৩ টি প্রশ্নের উত্তর দ্রুত দিলেই লক্ষ্য করবেন আপনার সর্বোচ্চ ১ – ৩ সেকেন্ড এর মত সময় লাগতেছে। এভাবে ১০০ বার “গ” অপশন সিলেক্ট করে খেলে দেখুন হয়ত যে কোন একটি প্রশ্নের উত্তর সঠিক হয়ে যাবে। এটা সম্পুর্ন আপনার ভাগ্যের উপর নির্ভরশীল।
সতর্কতাঃ
আপনারা যদি বিকাশের বিভিন্ন গ্রুপ গুলোতে জয়েন হয়ে থাকেন, হয়ত দেখে থাকবেন অনেকেই পোস্ট করে থাকে ৩ সেকেন্ড, ৪ সেকেন্ড করেও পায় নি অথচ ৫ সেকেন্ড করে পেয়ে গেছে। বিকাশের এই শর্তটি লক্ষ্য করুন।
চেষ্টা করুন নিজ দায়িত্বে কুইজ খেলতে অন্য কারো মাধ্যমে খেলবেন না।
ভিডিতে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরা হয়েছে দেখে নিতে পারেন(Rotate your phone to see full screen)
বোনাস পোস্টঃ
আমি ট্রিকবিডি তে ২ টি earning পোস্ট করেছি। পোস্টগুলো তে earning এর উপর বিভিন্ন টিপ্স & ট্রিক্স শেয়ার করেছি সেটাই ছিল মূল লক্ষ্য। তবে আপনারা যারা আমার এই পোস্টে রেফারে জয়েন করে কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে রেফার থেকে মোট earning এর কিছু অংশ সর্বোচ্চ যিনি আর্ন করেছেন তাকে পুরুস্কৃত করার।
আমার গত পোস্টের এই সপ্তাহের বিজয়ী হয়েছেন তার আইডি নাম্বার।
1865910
কমেন্ট করে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম গুলো দিয়ে দিন অথবা আমার সাথে যোগাযোগ করুন
টেলিগ্রাম চ্যানেল লিংক / টেলিগ্রাম আইডি লিংক / ফেইসবুক আইডি লিংক
প্রতি সপ্তাহে এর উপর পোস্ট করা সম্ভব নয়। তাই আপনারা আমার টেলিগ্রামে চোখ রাখুন। ধন্যবাদ কষ্ট করে পোস্ট টি পড়ার জন্য। এতটুকু কষ্ট যেহেতু করছেন তাই পোস্ট টিতে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল।
আমি গত ২ দিন আগে লেনদেন করেছি,এখন কি আবার লেনদেন করতে হবে??