আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ্য আছেন। বরাবরের মত আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম।

আজকের পোস্টটি সম্পূর্ণ faucetpay এর উপর। আজকের পোস্টে আমি যা আলোচনা করবো ->
১. কিভাবে খুব সহজে faucetpay এর একাউন্ট খুলবেন।
২. faucetpay টু faucetpay যেভাবে crypto ট্রান্সফার করবেন।
৩. faucetpay থেকে থেকে কিভাবে ইনকাম করবেন।
৪. কিভাবে faucetpay তে crypto exchange করবেন।
৫. কিভাবে faucetpay তে deposit ও withdraw করবেন।

তো আজকের পোস্টটি এখান থেকে শুরু করছি।

Faucetpay একাউন্ট খুলুন

faucetpay মূলত একটি crypto walletসেই সাথে এটি একটি crypto income, crypto exchange ও crypto gaming সাইট।
faucetpayথেকে খুব সহজেই coinbase এ ট্রান্সফার করা যায়।
আমি মনে করি সবার একটি faucetpay একাউন্ট থাকা প্রয়োজন।

faucetpay একাউন্ট খোলার জন্য এই লিংকে প্রবেশ করুন।

faucetpay ওয়েবসাইটে আসার পর Sign up এ ক্লিক করুন।


তারপর রেজিষ্ট্রেশন ফরম টি পূরন করে পুনরায় Signup এ ক্লিক করুন।


তারপর আপনার জিমেইল অ্যাপে গিয়ে ইমেইল টি কনফার্ম করে একাউন্ট টি একটিভ করে নিন।


তারপর আপনার জিমেইল ও পাসোয়ার্ড দিয়ে Login Me In এ করুন। ও Two Factor Code টি জিমেইল অ্যাপ থেকে দিন।


বেস হয়ে গেল আপনার Faucetpay একাউন্ট।

Faucetpay টু Faucetpay ট্রান্সফার করুন

আপনার একাউন্ট থেকে অন্য কারো একাউন্টে ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম Two Factor Authentication একটিভ করতে হবে।

তার জন্য Google Authenticator অ্যাপ টি ইন্সটল করে নিন।

Playstore থেকে ডাউনলোড করতে এখানে যান

ইন্সটল করার পর আপনার faucetpay প্রফাইলে আইকনে ক্লিক করুন।


তারপর Account Settings যান


তারপর QR Code টি Scan করুন অথবা এই KEY টি Copy করুন।

বিঃদ্রঃ এই Qr Code টি অথবা এই KEY টি সংরক্ষিত করে রাখুন।

কপি করার পর Google Authenticator অ্যাপে চলে যান। সেখান থেকে Scan a QR Code অথবা Enter a setup key ক্লিক করুন।

QR Code স্কেন এর জন্য দুইটি ফোন প্রয়োজন তাই Setup KEY তে যান।

Account Name এ যেকোন একটি নাম দিন। তারপর faucetpay থেকে কপি করা KEY টি দিয়ে Add এ ক্লিক করে পুনরায় Add Account এ ক্লিক করুন।


তারপর দেখতে পাবেন ৬ সংখ্যার একটি কোড। কপি করতে কোডের উপর Long Press করুন অটোমেটিক কপি হয়ে যাবে।

বিঃদ্রঃ দুঃখিত Google Authenticator হতে পরবর্তী স্ক্রিনশট গুলো দেওয়া সম্ভব হচ্ছে না।

তারপর faucetpay তে চলে যান ও কপি করা কোড টি পেস্ট করে Enable 2FA তে ক্লিক করুন।


সঠিকভাবে সম্পন্ন হলে এরকম দেখাবে।


2FA Disable করার জন্য Google Authenticator অ্যাপ থেকে আবার ৬ সংখ্যার কোড কপি করে Disable 2FA তে ক্লিক করুন।


বিঃদ্রঃ 2FA Disable থাকলে faucetpay টু faucetpay ট্রান্সফার করতে পারবেন না। Disable করে আবার Enable করতে চাইলে উপরের পদ্ধতি অনুসরণ করুন। এক্ষেত্রে আপনাকে নতুন QR Code ও KEY দেয়া হবে সংরক্ষণ করে রাখুন।

2FA যেহেতু Enable হয়ে গেছে তাই faucetpay টু faucetpay ট্রান্সফার করার জন্য প্রফাইল আইকনে ক্লিক করুন।


তারপর Direct Transfer এ ক্লিক করুন।


তারপর যে কয়েন টি ট্রান্সফার করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। তারপর এমাউন্ট বসান।


যার কাছে ট্রান্সফার করতে চাচ্ছেন তার faucetpay ইউজার নেইম অথবা Email দিন।
Google Authenticator থেকে ৬ সংখ্যার কোড বসান।
তারপর ক্যাপচা পূরণ করে Transfer Funds এ ক্লিক করুন।

faucetpay থেকে ইনকাম পদ্ধতি

faucetpay থেকে Cryptocoin ইনকাম করার কয়েকটি উপায় রয়েছে…..
১. প্রতিদিন faucetpay একাউন্টে অন্তত একবার লগ ইন করা।
২. faucet সাইট সমূহ থেকে ইনকাম।
৩. PTC সাইট ভিজিট করে ইনকাম।

->প্রতিদিন faucetpay তে লগ ইন করলে Reward Point দেয়া হবে। সেই Point সাতোশি তে কনভার্ট করা যাবে।

Point প্রদানের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে।
প্রথম দিন ১ পয়েন্ট, দ্বিতীয় দিন ২ পয়েন্ট, তৃতীয় দিন ৩ পয়েন্ট মোট পয়েন্ট হল ৬।
এভাবে পয়েন্ট গুলো প্রদান করা হবে। কোন একদিন faucetpayএকাউন্টে লগইন না করলে আবার প্রথম দিন থেকে কাউন্ট শুরু হবে।

আপনরা দেখতে পাচ্ছেন আমার একাউন্টে ১৫১৯ রিওয়ার্ড পয়েন্ট রয়েছে।
প্রতি ১০ রিওয়ার্ড পয়েন্ট = ১ সাতোশি।


Reward Point যেভাবে প্রদান করা হয়


-> faucetpay তে বিভিন্ন ক্রিপ্টো ইনকাম faucet list পাবেন। যে সকল সাইটে কাজ করে সরাসরি faucetpay তে উইথড্র করতে পারবেন।



adbtc নিয়ে আমার একটি পোস্ট রয়েছে সেটাও একটি faucet site.

-> PTC সাইটে শুধুমাত্র ভিজিট করে সাতোশি ইনকাম করতে পারবেন। কোন সাইটে কত সাতোশি পাবেন এবং কত সেকেন্ড অপেক্ষা করতে হবে তা দেখতে পাবেন।





বিঃদ্রঃ বিভিন্ন গেইম খেলে ইনকামের পদ্ধতি রয়েছে অনুগ্রহ করে সেই সব গেইম খেলবেন না। সেগুলো সম্পূর্ণ জুয়া যা খেলা হারাম।

Faucetpay তে Crypto এক্সচেঞ্জ করুন

এক্সচেঞ্জ করার জন্য এখানে ক্লিক করুন


তারপর Coin Swap এ ক্লিক করুন


এখান থেকে আপনারা যে কয়েনটি এক্সচেঞ্জ করতে চান তা করে নিতে পারবেন।

বিঃদ্রঃ প্রতি 1 ডলার কয়েন সোয়াপ এর জন্য 5% কেটে রাখা হবে। অর্থাৎ প্রতি 1 ডলারে 5 সেন্ট পরিমান ক্রিপ্টো।

Faucetpay তে Deposit ও Withdraw করুন

যেকোন wallet ও faucet সাইট থেকে faucetpay তে Deposit ও Withdraw করা খুবই সহজ।

কোন ওয়ালেট থেকে faucetpay তে পাঠাতে চাইলে Deposit এ ক্লিক করুন



এখান থেকে যে কয়েন টি পাঠাতে চান তার এড্রেস টি কপি করে নিন

কোন crypto faucet সাইট থেকে faucetpay তে পেমেন্ট নিতে চাইলে ডিপোজিট এড্রেস থেকে কপি করুন।
অথবা, Linked Addresses থেকে যে কোন এড্রেস লিংক আপ করে নিন আপনার faucetpay একাউন্ট এর সাথে।




এখন faucetpay থেকে অন্য কোন ওয়ালেট বা সাইটে পাঠাতে চাইলে ২ টি নিয়ম রয়েছে।
১. Normal Withdrawal
২. Priority Withdrawal

NormalPriority এর মিনিমাম উইথড্র এমাউন্ট ও ফি সমূহ দেখে নিন।


বিঃদ্রঃ faucetpay থেকে Coinbase খুব সহজে পাঠাতে পারবেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাইক ও কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। অনেক কষ্ট করে লিখেছি এই টুকু তো আশা করতেই পারি। আপনারা লাইক, কমেন্ট করলে আরো উৎসাহিত হই ভালো ভালো পোস্ট করার।

আমার সাথে যোগাযোগ করার মাধ্যম

টেলিগ্রাম চ্যানেল / টেলিগ্রাম আইডি

19 thoughts on "খুব সহজে faucetpay একাউন্ট খুলুন ও faucetpay টু faucetpay ক্রিপ্টো ট্রান্সফার করুন।সাথে থাকছে faucetpay থেকে ক্রিপ্টো ইনকাম, ক্রিপ্টো এক্সচেঞ্জ ইত্যাদি [[ Faucetpay A to Z ]]"

  1. Md maruf Author says:
    Good আর ভাই আপনিতো নতুন author আপনাকে কত দিনের মধ্য author করছে
    1. mdkamal Author Post Creator says:
      4 month wait korci vai.
  2. Hasib908 Contributor says:
    Thank you…eto kostto kore post korar jonnu…..
  3. Hasib908 Contributor says:
    Thank you…eto kostto kore post korar jonnu…..
  4. Hasib908 Contributor says:
    Thank you…eto kostto kore post korar jonnu…..
  5. Hasib908 Contributor says:
    Thank you…eto kostto kore post korar jonnu…..
  6. Hasib908 Contributor says:
    Thank you…eto kostto kore post korar jonnu…..
  7. Hasib908 Contributor says:
    Thank you…eto kostto kore post korar jonnu…..
  8. Samiul Islam Author says:
    আচ্ছা Faucatpay থেকে কি বিটকয়েন এর এডড্রেস পাওয়া যাবে
    1. mdkamal Author Post Creator says:
      Ha vai paoa jabe
  9. Samiul Islam Author says:
    apni ki author howar jnno support tim ka gmail korcilan naki
    1. mdkamal Author Post Creator says:
      হা ভাই করছি
  10. Samiul Islam Author says:
    কয়বার gmail পাঠায় ছিলেন support tim কে?
    1. mdkamal Author Post Creator says:
      সাপোর্ট মেইল চালু করার পর এক বার দিছি
  11. Samiul Islam Author says:
    Ok But Support Tim কি এখনো চালু আছে
    1. mdkamal Author Post Creator says:
      Hmm
  12. Samiul Islam Author says:
    আপনার Fb Id লিংক টা দেন তো
  13. mdkamal Author Post Creator says:
    Comment e link share kora jabena spam hobe,,, amr onno post check koren sese link ache fb er

Leave a Reply