এখন বিল বিকাশ করুন ঘরে বসে, অনায়াসে। আর বিল বিকাশ করলেই পেতে পারেন ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক! প্রতি ঘন্টায় প্রথম ৫ জন গ্রাহক বিল বিকাশ করে পেতে পারেন ১০০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত! তার মানে পুরো বিলটাই ফেরত পেয়ে যেতে পারেন। বিকাশ গ্রাহকেরা বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট ও কেবল টিভি’র বিল বিকাশ করে এই অফারটি পেতে পারেন! এজন্য অবশ্যই গ্রাহকের বিকাশ একাউন্টটি সক্রিয় থাকতে হবে। তাই দেরি না করে আপনার বিল বিকাশ করুন এখনি!

অফারের সময়সীমা:

১৫ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২০ পর্যন্ত।

এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা 100% নিশ্চিত ক্যাশব্যাক পেতে পারেন অর্থাৎ প্রথম পাঁচ জনের ভেতরে নিশ্চিত থাকতে পারেন।
প্রতি ঘন্টায় সবচেয়ে আগে যে ৫ জন বিল পেমেন্ট করবে সেই এই অফারের আওতাভুক্ত হবে।

১০০% ক্যাশব্যাক নিশ্চিত পেতে আপনাকে একটু মাথা খাটাতে হবে।

প্রথমে বিল পেমেন্ট করার জন্য আপনাকে রাত একটা থেকে চারটার মধ্যে সময় বেছে নিতে হবে। কারণ এই সময়ে সবাই ঘুমিয়ে পড়ে এবং এই সময়টাতে কম্পিটিটর কম থাকে। তাই আপনার জন্য ক্যাশব্যাক পাওয়াটা সহজ হয়ে ওঠে।

এজন্য আমাদের দুটি এন্ড্রয়েড মোবাইল প্রয়োজন হবে। একটি মোবাইলে আমরা clock এ্যাপ ইন্সটল করব। এবং অন্য মোবাইল দিয়ে আমরা বিকাশ অ্যাপের মাধ্যমে পে বিল করব।

এবার প্লে স্টোর থেকে clock অ্যাপ ডাউনলোড করুন, লিংক নিচে দেওয়া হল।

Download Clock App

অ্যাপস এর কাজ হচ্ছে সময় সেকেন্ড সহ দেখান।

এবার রাত একটা থেকে চারটার মধ্যে আপনার যখন সময় হয়, প্রতি ঘন্টার 2 মিনিট আগে আপনি বিকাশ অ্যাপ এ ঢুকুন।
যদি আপনি ০১ঃ০০ সময় বিল দিতে চান 12:58 আপনি বিকাশ অ্যাপ এ ঢুকুন এবং pay bill অপশন সিলেক্ট করে সব কিছু ইনফরমেশন অর্থাৎ বিলের সকল ইনফরমেশন এবং পিন কোড দিয়ে এবং ট্যাগ করে ধরে রাখুন এই স্টেপটি পর্যন্ত যান।

এবার যখন 12:59:58 বেজে যাবে সাথে সাথে টেপ করে ধরে রাখুন।
সকল প্রসেস হতে 2 সেকেন্ডের মত সময় লাগে।
অর্থাৎ বিল-পে হতে হতে একটা বেজে যাবে।

অর্থাৎ আপনি একটা বাজার সাথে সাথে আপনি বিল পেমেন্ট করলেন। তাই আপনি নিশ্চিত থাকেন যে আপনি ক্যাশব্যাক পাবেন অর্থাৎ প্রথম পাঁচ জনের ভেতরে থাকবেন কারণ এই ট্রিকটি ফলো করে আমি নিজে ক্যাশব্যাক পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

অফারটর জন্য অবশ্যই বিকাশ এ্যাপ ব্যবহারকারি হতে হবে।
বিকাশ এ্যাপ ডাউনলোড করতে নিচের লিং এ ক্লিক করুন।

Download bKash App

আপনি যদি প্রথমবার বিকাশ এ্যাপ ব্যবহারকারি হয়ে থাকেন, তাহলে পাবেন আরো ১০০ টাকা বোনাস।
যারা without credit download করতে চান তারা নিচে দেখুন।
Download bKash App without credit

20 thoughts on "বিকাশ এ্যাপ দিয়ে পে বিল করলে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার ট্রিক।"

  1. Avatar photo Imranzzz Contributor says:
    Good post,
  2. Avatar photo Xyber King Contributor says:
    আরোও আগে পোস্ট করলেই পারবতেন, আমি তো ৪ঃ৩০ আগেই বিল দিয়েছি বিকাশ দিয়েই?। আমি কি ক্যাশ ব্যাক পাবো?
  3. Avatar photo Xyber King Contributor says:
    সরি ৮ঃ৩০ হবে?
  4. Avatar photo Towfiq Contributor says:
    r paoa hoilo na…trickbd r sobai akn ai trick a kaj krbe…r pailm na????
  5. Avatar photo Md Kashem Shaikh Contributor says:
    ক্যাশব্যাক পেতে কত দিন সময় নিতে পারে?
  6. Avatar photo Akash Ahmed Contributor says:
    Ata rat 12ta naki din 12ta
  7. oni136901 Contributor says:
    এভাবে আপনি কখনোই পেয়েছেন বলে মনেহয়না।আমি চ্যালেঞ্জ করছি আপনি ১.০০ বাজার সাথে সাথে বিল দিলে বিল প্রথম হবেননা।
    ঘন্টার হিসেব শুরু হয় ১.০১ মিনিট হতে
    1. Avatar photo Haque Battery Contributor says:
      Ha Ha. Tai naki? Esob rule pan kotha theke??
  8. post man Subscriber says:
    Kew taka paisen ki
  9. Avatar photo Sajib Mahmud Contributor says:
    Thank you,ডিসবার্সমেন্ট রিসিভড ৳1000.
    একদিন পরে পেয়ে গেছি।
    1. Monirul+Islam Contributor says:
      ভাই আপনি কখন বিল দিয়েছিলেন
    2. Avatar photo swappnn Contributor says:
      কয়টার দিকে পেমেন্ট করছিলেন
  10. Avatar photo swappnn Contributor says:
    কয়টার দিকে পেমেন্ট করছিলেন?
    1. Avatar photo Sajib Mahmud Contributor says:
      আমি, ৪ তারিখ সকাল ৮টার ৩ সেকেন্ড আগে পেমেন্ট প্রসেসিং শুরু করি এবং রিসিটে দেখায় কারেক্ট ৮টায় পেমেন্ট কম্প্লিট হয়েছে।এবং ৫তারিখ দুপুর ২:১০এ ক্যাশব্যাক পাইছি।
  11. Avatar photo Sajib Mahmud Contributor says:
    এই পোস্টে কিছু বিষয় উল্লেখ করা হয় নি।নিচের লিংক থেকে বিস্তারিত দেখে নিতে পারেন।
    https://www.bkash.com/bn/hourly-cashback
    1. Dewan23 Contributor says:
      Vaiya apnar mobile kon sim chilo mane kon operator er sim?
  12. MiniShuvo Contributor says:
    NC Bro But Hobe To
  13. ak Contributor says:
    Vai Akhon hobe…

Leave a Reply