অনলাইন থেকে আয় করার আইডিয়া রয়েছে অসংখ্য কিন্তু তার জন্য প্রয়োজন ধ্যান এবং জ্ঞানের তাহলেই আপনি সফল।

 

অনলাইন থেকে আয় করার আইডিয়া জানা থাকলেই সব কিছু আপনার পকেটে নিজে থেকেই চলে আসবেনা। সফল হতে প্রয়োজন সেই আইডিয়া গুলোকে কার্যকর করা। 

আর আপনি যদি সঠিক জায়গায় থাকেন তবেন দেখা পাবেন সফলতার।
আর আপনি যদি পথ বিহীন হাটতে থাকেন তবে ঠিক একদিন হারিয়ে যাবেন।
 

 

এখন মূলকথা হলো অনলাইন থেকে আয় করা তাই না ?

 
ইন্টারনেট এর এই যুগে আপনি ঘরে বসেই করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোন কাজ।
তবে এর জন্য যেমন দক্ষতা দরকার ঠিক তেমনি দরকার তা উপস্থাপন করার মত যোগ্যতা।
আর এই দুটি জিনিস ভালো ভাবে করতে পারলেই আপনি পাবেন সফলতা।
 

 

তো অনলাইন থেকে আয় করবেন কিভাবে ?

আপনি যে কাজে অভিজ্ঞ আপনি চাইলে সে কাজটাই করতে পারেন। যেমন ধরুনঃ- 

  1. আপনি ভালো পড়াতে পারেন তবে আপনি অনলাইন এ নিজের একটি কোচিং সেন্টার খুলে অনলাইনে ক্লাশ করাতে পারেন যা এখন ট্রেন্ড বলা চলে। ( সব দোষ করোনার )
  2. গ্রাফিক্স ডিজাইন ভালো পারেন তবে তা নিয়ে কাজ করুন। 
  3. ওয়েব ডিজাইন ভালো পারেন তবে সেটা নিয়েই পড়ে থাকুন আর নিজের মার্কেটিং করুন এতে আপনি প্রথম অবস্থায় কাজ না পেলেও পরিচিতি পাবেন। আর এই পরিচিতি আপনাকে এনে দিবে লোকাল কাজ। আর পাশাপাশি আপনি Fiver, Upwork, Freelancer ইত্যাদি সাইট গুলোতে কাজ এর জন্য বিড করতে থাকুন কাজ পাবেন। প্রথমবার পেতেই যত কষ্ট এরপর আর আটকে থাকবেনা।
  4. SEO তে Expert তবে তো আপনি সোনায় সোহাগা নেমে পড়ুন কয়েকটি প্রজেক্ট নিয়ে কাজ করুন। আর তাতে ভালো ফলাফল দেখান। দেখবেন কাজ আপনার কাছে অটো চলে আসবে। দরকার হলে কিছু প্রজেক্ট ফ্রি তে করে দিন এখানেও আপনার মার্কেটিং হয়ে যাবে।
  5. আপনি এপ বানাতে পারেন তবে বানানো শুরু করে দিন। যদি এমন কোন এপ বানাতে পারেন যা মানুষের পছন্দ হতেই হবে তবে খেলা শুরু। আর পিছে তাকাতে হবে না ঐ একটা এপ এর কারনেই মানুষ বাকীগুলো যাচাই করার জন্য হলেও ব্যবহার করবে।
  6. যদি লিখতে পছন্দ করেন তবে তো কথাই নেই নিজের একটি ব্লগ বা সাইট তৈরী করে সময় দেওয়া শুরু করুন। সাইট টিকে ভালো ভাবে গড়ে তুলুন এবং Google Adsense এর জন্য Apply করুন যদি পেয়ে যান তবে তো সোনার হরিন। কারন গুগল এর বিজ্ঞাপন দেখিয়েও লাখ টাকা আয় করা সম্ভব তবে।
  7. আপনি ভিডিও বানাতে পছন্দ করেন তবে খুলে ফেলুন একটি ইউটিউব চ্যানেল। আর আপনি যে বিষয়ে পারদর্শী তা নিয়ে কন্টেন্ট বানাতে থাকুন। কারন এখান থেকেও পেতে পারেন Google Adsense.
  8. আপনার সোশ্যাল সাইট গুলোতে ভালো জনপ্রিয়তা রয়েছে তবে শুরু করে দিন কেনা বেচা করা। এখান থেকেও আপনি ভালো অর্থ আয় করতে পারবেন। তবে দরকার হবে প্রডাক্ট এর যা আপনি চাইলে না ক্রয় করেও বিক্রি করতে পারবেন। ভাবুন কিভাবে যদি উত্তর পেয়ে যান তবে কাজে লেগে যান।
  9. গেমসের প্রতি আসক্ত তাহলে আপনার জন্যই ইউটিউব আজই শুরু করেন গেমিং কন্টেন্ট বানানো মাস থেকে বছর সময় দিন সফলতা নিশ্চিত।
  10. আপনি ছবি তোলাতে দক্ষ তবে নিজের ক্যারিয়ার এটাতেই কাজে লাগান নিজের ক্রিয়েটিভিটি বিক্রি করে।
  11. গ্রুপ হয়ে কাজ করতে পারেন তা যে কোন বিষয় হতে পারে। এটা তাদের জন্যই যারা দক্ষতা ছাড়াও শুধু আইডিয়া কাজে লাগিয়ে আয় করতে চায়।
  12. সবশেষে যেটা আসে মার্কেটিং বা প্রচারনা। হাজার কথার এক কথা হলো আপনি যতই অভিজ্ঞ হয়ে থাকেন না কেন লাভ নেই যদি মার্কেটিং এ দূর্বল থাকেন। কারন অনলাইন জগতের সকল কাজ এর সম্পর্ক রয়েছে মার্কেটিং এর সাথে। যার প্রচারনা যত ভালো তার আয় তত ভালো। ধরুন আপনি অনেক অভিজ্ঞ কিন্তু কাউকে জানান নাই নিজের অভিজ্ঞিতা সম্পর্কে তবে কি হবে কেউ জানবে না আপনার প্রতিভা সম্পর্কে। আপনার প্রতিভা সবার সামনে তুলে ধরতে হবে। পারলে নিজের প্রচারনা নিজেই করুন কেউ দেখুক বা না দেখুক তাতে লক্ষ্য করার দরকার নাই। আপনার কাজ হবে নিজের কাজের প্রচারনা সারাক্ষন করা। যখন কারো কাজ দরকার হবে তখন আপনার এই প্রচারনাই আপনার কাছে আপনার কাজ এনে দিবে।

 

 

উপরে তো দিলাম অনলাইন থেকে আয় করার আইডিয়া মাত্র তবে অনলাইনের আয় করার জন্য কাজের অভাব নেই। শুধু জানতে হবে কোথায় গেলে আপনি নিজের কাজটি করতে পারবেন। যখন আপনি সঠিক পথ পাবেন তখন কাজগুলো নিজে থেকেই আশা শুরু করবে।

 

 

আজকে আমি অনলাইন থেকে আয় করার আইডিয়া ১১ নং পয়েন্ট দিয়ে আলোচনা করবোঃ 

অনলাইনে যত কাজ রয়েছে তার মধ্যে সবথেকে সহজ কাজ হলো দলবদ্ধ হয়ে কাজ করা। এখানে আপনি যেমন একজন থেকে সাহায্য নিতে পারবেন। ঠিক তেমনি নতুনদের সাহায্য করতে পারবেন। এর একসাথে অনেকে মিলে কাজ করার ফলে ক্লান্ত মনে হবে না নিজেকে। আর কাজের গতিও হবে ২গুন বেশী।

তবে সবথেকে বেশী যা দরকার তা হলো শ্রম এবং সময় ব্যয়  করা। আর এই দুটি জিনিস না দিতে পারলে আপনি হয়তো কোন দিন সফলতার মুখ দেখতে পাবেন না।

কারন আমি হয়তো অনলাইন থেকে আয় করার আইডিয়া দিতে পারবো তবে সেই আইডিয়া দিয়ে কাজ করতে হবে আপনাদের। আমি তো শুধু ছোট্ট খাটো আইডিয়া উপস্থাপন করেই শেষ। তবে আপনি যদি এই ছোট্ট আইডিয়া ঠিক মতো কাজে লাগাতে পারেন তবে আপনিও আয় করতে পারবেন।

 

অনলাইন থেকে আয় করার আইডিয়া 

আইডিয়া সব গুলো তো আর একদিনে উপস্থাপন সম্ভব নয় তবে আপনারা যদি চান তবে আমি মাঝে মাঝে ছোট্ট খাট্ট আইডিয়া গুলো নিয়ে হাজির হবো আপনাদের সামনে.

 

কাজ টা কিভাবে করতে হবেঃ-

কাজটা মূলত এপ এর সাহায্যে করতে হবে। আর এই কাজ করার জন্য গ্রুপে দরকার মিনিমাম ১০০ জন্য সদস্য তবেই এই ছোট্ট প্রজেক্ট নিয়ে কাজ করা সম্ভব।

সবার কাজ হবে প্রতিদিন এপ এর মধ্যে কিছুটা সময় ব্যয় করা। এই কাজটা আপনি চাইলে অবসর সময়ে করতে পারবেন। 

এপ এর মধ্যে সংযুক্ত থাকবে Reward System. যার ফলে যে যত বেশী সময় দিবে তার আয় ঠিক ততোটাই বেশী হবে।

যারা কাজ করবে তাদের কাজ হলো ধরে নিন গেমস খেলা। আর গেমস খেলে পয়েন্ট জমাতে হবে। আর সেই পয়েন্ট কে টাকায় কনভার্ট করে পেমেন্ট নিতে হবে। পেমেন্ট সিস্টেম ইচ্ছামতো যে কোনটাই যুক্ত করা যাবে।

ধরে নিন ১০০০ পয়েন্ট = ১ টাকা।

আর সর্বনিম্ন ২০০০ টাকা পূরন হলেই পেমেন্ট নেওয়া যাবে।

আর এই ১০০০ পয়েন্ট করতে ১০ মিনিটের থেকেও কম সময় খরচ হয়।

এটা এক ধরনের গেমস খেলতে খেলতে আয় করা বলা যেতে পারে।

 

তো এটাতো হচ্ছে যারা কাজ করবে তাদের পদ্ধতি এবার চলুন যারা পরিচালনা করবে তারা কিভাবে কাজ করবে।

প্রথমত যে কোন একজন কে টিম লিডার মেনে কাজ করতে হবে। আর সেই পরিচালনা করবে সকল কিছু।

টিম লিডারের কাছে থাকবে Admin Panel এর মধ্যে প্রবেশ করার অধিকার। আর সে admin panel থেকে সবার পেমেন্ট সিস্টেম, একটিভ, ব্যান, পয়েন্ট সিস্টেম ছাড়াও অন্যান্য সেটিংস গুলো নিয়ন্ত্রন করতে পারবে।

 

টাকা আসবে কোথা থেকে যে পেমেন্ট দিবেন ? 

সবথেকে জরুরী প্রশ্ন হলো টাকা আসবে কোথা থেকে। যে এপ এর মধ্যে সবাই কাজ করবে তাতে টিম লিডারের Admob একাউন্টের Advetise বসানো থাকবে। আর সেই এড এর Impression এবং ক্লিক থেকে টাকা আসবে Admob একাউন্টে। যখন ১০০ ডলার পূরন হবে তখন গুগল থেকে টিম লিডার টাকা পাবে। পরবর্তীতে Team Leader সে টাকা যারা কাজ করেছে তাদের মধ্যে ভাগ করে দিবে এবং নিজের প্রফিট টাও সেখান থেকেই আসবে আশা করি বুঝতে পারছেন। এর মানে হলো যারা কাজ করবে তাদের পয়েন্ট এর উপর ভিত্তি করে টাকা পাবে। আর Leader সবাইকে পেমেন্ট করার পর যা থাকবে সেটাই তার আয় ধরে নিবে।

 

এত টাকা কি আসবে Admob থেকে ? 

জি হ্যা আসবে কারন এপ টা বানানো হয়েছে আর্নিং সিস্টেম এর জন্য। আর যত বেশী সদস্য কাজ করবে ততো তাড়াতাড়ি ১০০ ডলার পূরন হবে আর ১০০ ডলার পূরন হওয়া মানেই সবাইকে পেমেন্ট দেওয়া নিজেও পেমেন্ট নেওয়া।

 

App বা গেমস টির কারনে কি Admob একাউন্ট লিমিট কিংবা Banned হতে পারে?

না তবে একটা কারনেই Banned হতে পারে আর তা হলো যার নামে Admob একাউন্ট সে নিজে এপ ব্যবহার করতে পারবেনা আর যদি ব্যবহার করেও তবে বিজ্ঞাপনে ক্লিক করতে পারবেনা। আর আগেই বলেছি শুধু মাত্র Team Leader এর Admob একাউন্ট ব্যবহার করা যাবে। এর মানে হলো Team Leader সব কিছু পরিচালনা করতে পারবেন তবে সে নিজে গেমস খেলতে পারবে না। 

সবাই যখন গেমস খেলে আয় করবে Team Leader তখন সব কিছু পরিচালনা করার জন্য আয় করবে।

তাহলে আইডিয়া মোটামুটি পরিস্কার সবার কাছে আশা করে নিচ্ছি।

 

সব তো ঠিকঠাক তাহলে কাজ করবেন কোথায় আর কিভাবে ?

আপনি চাইলে আমার গ্রুপে জয়েন হয়ে যান একসাথে কাজ করবো আর পাশাপাশি ১০০ ডলার পূরন হয়েছে কিনা প্রতিদিন আপডেট জানাবো। 

এতটুকু নিশ্চিত করতে পারি আমি অন্যদের মত উধাও হয়ে যাবো না যেমন Boarclosing। আর অন্তত ট্রিকবিডি আমি কখনোই ছাড়তে পারবো না। যদি তারা আমাকে তাড়িয়ে দিতে চায় তবে সেটা অন্য ব্যপার।

হ্যা আপনি চাইলে আমার সাথে কাজ করতে পারেন। আপাদত মিনিমাম উত্তোলন ২০০০ হাজারে রাখা হয়েছে।

যদি আপনারা বেশী সময় গেমস খেলেন তবে ১০০ ডলার তাড়াতাড়ি পূরন হবে আর আগামীতে উত্তোলন সিস্টেম ৫০০ তে নামিয়ে আনা হবে। তবে সব কিছু নির্ভর করে গ্রুপ কিভাবে কাজ করছে তার উপর।

আর আমি আলাদা করে Admob একাউন্ট এর এড কোড নিয়েছি যাতে আমার অন্য এপ এর আয়ের সাথে মিলে না যায়। যাতে গ্রুপের হিসাব গ্রুপের কাছেই থাকে। আর আমি সময় দিতে না পারলে আপনাদের মাঝে থেকে কাউকে টিম লিডার বানিয়ে দিবো যাতে নিজেদের কাজ নিজেরাই পরিচালনা করতে পারেন।

 

আপনি কি নিজেই নিজের গ্রুপ নিয়ে কাজ করতে চান ? 

অনেকেই হয়তো আমার গ্রুপ থেকে কাজ করতে চাইবেন না।

হয়তো আপনিও চান নিজের সব কিছু নিজেই দেখাশুনা করতে আপনার সমাধান টাও আমার কাছে রয়েছে।

আপনার এর জন্য দরকার হবেঃ- 

  1. Domain
  2. Hosting
  3. Google Play Developer Account
  4. App
আপনার যদি উপরোক্ত সব কিছু থাকে তবে আপনিও একটি গ্রুপ চালাতে পারবেন।
আপনি যদি চান আপনার জন্য আমি সব কিছু তৈরী করে দিবো সাথে গুগল প্লে স্টোরে পাবলিশ করে দিবো।
তবে এর জন্য আপনার খরচ করতে হবে ৫০০ টাকা (শুধু মাত্র ট্রিকবিডির জন্য প্রযোজ্য) ।
আর সাথে জোগাড় করতে হবে নিজের গ্রুপ মেম্বার তাহলে আপনিও নিজের একটি আর্নিং গ্রুপ চালাতে পারবেন।

 

হয়তো ভাবছেন আমি প্রমোশন করছি ?

কিছুটা যে না তা ঠিক নয় যেহেতু ৫০০ টাকার কথা উল্লেখ করেছি তবে প্রমোশন তো হয়েই যাচ্ছে তাই না।
এই ৫০০ টাকায় ক্রয় করা হবে একটি Domain, Hosting এর পর যদি আমার লাভ আছে বলে আপনার মনে হয়।
তবে ধরে নিন আমাকে কফি খাওয়াচ্ছেন।
কারন প্লে স্টোরে পাবলিশ এপ বানাতে কিছুটা হলেও আমার সময় দিতে হবে আর আপনি কফি খাওয়ালে আমার ঘুম কম আসবে।
এই Hosting আপনি একবছরের জন্য পাবেন।
আর ডোমেইন প্রতি বছর রিনিউ করতে হবে আপনার।
তবে তখন করবেন যখন মনে হবে যে না এপ থেকে আপনার ভালো আয় হচ্ছে।
Hosting এ শুধু একটি সাইট Host করা যাবে যার ফলে এপ ছাড়া অন্য সাইট এর জন্য ব্যবহার করা যাবে না।
তাহলে এই রইলো আপনি যদি নিজেই সব কিছু নিয়ন্ত্রন করতে চান তার খরচ।
 

App কখন পাবেন? 

আপনি পেমেন্ট করার ১-৩ ঘন্টার মধ্যে এপ পেয়ে যাবেন।
আর এপ বানানো শেষ হলে প্লে স্টোরে সাবমিট করে দিবো ৩-৭ দিনের মধ্যে প্লে স্টোরে এপ চলে আসবে।
প্লে স্টোরে আসার আগেও চাইলে কাজ শুরু করে দিতে পারবেন।
মোটকথা পেমেন্ট করার ১-৩ ঘন্টা পর থেকেই আপনি গ্রুপ নিয়ে কাজ করার জন্য তৈরী।
তবে সদস্যদের প্রতিদিন ৫-১০ টা বিজ্ঞাপনে ক্লিক করতে বলে দিবেন এতে আপনাদের আর্ন তাড়াতাড়ি হবে।
সাথে তাড়াতাড়ি সবাইকে পেমেন্ট করতে পারবেন।
 

যারা কাজ করতে চান আমার সাথে কিংবা ভাবছেন এমন একটি এপ বানিয়ে গ্রুপ নিয়ে কাজ করবেন কিনা।
তারা নিচের লিংক থেকে Earning App টি ডাউনলোড করুন দেখার জন্য নয়তো আমার গ্রুপে কাজ করার জন্য।
Download Link

অফ টপিকঃ

গত বছর পর্ব ১ শেয়ার করেছিলাম Wap4dollar নিয়ে গ্রুপে কাজ করার বিষয়ে।
আমি নিজে এতটা গুরুত্ব না দিলেও অনেকেই আমার আইডিয়া কাজে লাগিয়ে কাজ করেছে।
ঠিক একবছর পর ছোট্ট একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম কিছু ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার কাছের অনেক কেই এই আইডিয়া দিয়েছিলাম তারা ভালো আয় করছে।
তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনাদের উপকারে আসে তবে  আর্টিকেল টি সফল হবে।
 
App প্রজেক্ট বিক্রয় যোগ্য নহে তবে আপনারা চাইলে আপনার জন্য এপ তৈরী করে দিবো।
শুধু আপনার Admob এর বিজ্ঞাপন কোড গুলো আমাকে দিতে হবে।

সব কিছুই ফ্রিতে দিতে কিংবা নিতে নেই তাহলে দাম থাকেনা সেই জিনিসের।

যেহেতু আজকে Promotion টাইপের আর্টিকেল হয়ে গেছে তাই আরেকটু প্রমোশন করে যাচ্ছি। ভাই ব্রাদার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
 
যাদের ওয়েবসাইট আছে কিন্তু App নাই তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো।
আমি তোমাদের Android কিংবা PC Software বানিয়ে দিতে পারবো ওয়েবসাইটের জন্য সাথে প্লে স্টোরে পাব্লিশ করে দিবো।
অথবা আপনি যদি আপনার বানানো এপ প্লে স্টোরে প্রকাশ করতে চান আমাকে জানাতে পারেন আমি হেল্প করতে পারবো।
 
আমার সাথে যোগাযোগ করতে চাইলে মেইল করুনঃ Send Mail
আমার গ্রুপে জয়েন হতে চাইলে Group
আর যদি ফেসবুক পেজ এ যোগাযোগ করতে চাও FB Page

Author: Cyber Prince

6 thoughts on "অনলাইন থেকে আয় করার আইডিয়া – না দেখলে মিস দেখলে লস ( পর্ব-২ )"

  1. !A/J! Subscriber says:
    ভাইয়া আপনাকে অনেক দিন পরে পোসট করতে দেখা লাম
  2. !A/J! Subscriber says:
    Vai amer amon akta app lagba
    1. !A/J! Subscriber says:
      Amon na apena ka fb ta pataice
  3. mdkamal Author says:
    Earning post korte mana korce notice post dekhen nai naki vai,,,, abar apnar groupe join hoite bolen,,,,
  4. abirh104 Contributor says:
    পর্ব-১ কোথায়?
  5. BHP Author says:
    nice post bro

Leave a Reply