আসসালামু-আলাইকুম
কেমন আছেন সবাই? আশাকরি ভালই আছেন, আর হ্যা মহান আল্লাহর রহমতে আমিও বেশ ভালই আছি।
যদিও টেকটিউনস এর সাথে অনেক দিন হল আছি, তবুও নানাবিধ কারণে টিউন করা হয়ে ওঠেনি।
যেহেতু প্রথম টিউন সেহেতু ভুল-ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক, আশাকরি সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
যাইহোক, আজ আমি আলোচনা করব ইউটিউব থেকে ভিডিও দেখার মাধ্যমে আয় করার একটি স্বীকৃত পদ্ধতি সম্পর্কে।
চলুন শুরু করা যাক :
ভিউট্রাকার সম্পর্কে অনেকেই হয়ত জানেন, তবুও আজ আমি বেসিক থেকে কিছুটা এডভান্স পর্যায়ের কয়েকটি ট্রিক্স নিয়ে আলোচনা করব।
ভিউট্রাকার কি :
ভিউট্রাকার হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে আপনাকে ভিডিও ভিউ করার মাধ্যমে পে করা হয়। তারা অবশ্য বিভিন্ন বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান, কোম্পানী প্রভৃতি সংস্থার কাছথেকে ভিডিও গুলো প্রমোট এর বিনিময় হিসাবে পেমেন্ট নিয়ে থাকে এবং এর একটা অংশ আমাদের মত ভিউয়ারদের প্রদান করে।
অনলাইন আর্নিং এর ক্ষেত্রে সকলের মাঝে যে দ্বিধাগ্রস্থতাটা কাজ করে তা হচ্ছে ‘পেমেন্ট পাবোতো!’
হ্যা আপনি কাজ করলে অবশ্যই পেমেন্ট পাবেন, কেননা আমি আগেই বলেছি এটা একটা স্বীকৃত মাধ্যম। অসংখ্য পেমেন্ট প্রুফ টেকটিউনসেই আছে তাই আমি আর এখানে নতুন করে কোনপ্রকার প্রুফ দিয়ে অযথা টিউন বিশালাকার করবার পক্ষপাতী নই। তবুও চাইলে ভিউট্রাকার বিডি এর ফেসবুক গ্রুপ এ এড হয়ে দেখে নিতে পারেন। ?
ভিউট্রাকার সাধারণত নগদ অর্থ প্রদান করেনা বরং বিশ্বের স্বীকৃত ৫০ টি অনলাই স্টোর থেকে বিভিন্ন পন্য ক্রয়ের সুযোগ দিয়ে থাকে, (যেমনamazon.com, play.google.com, Apple, bestbuy.com, microsoft ইত্যাদি)
এছাড়া আপনার ইনকাম যদি প্রতি মাসে ২০০ ডলারের বেশি হয় তবে আপনি Master Card এর জন্য এপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনি বাংলাদেশের যেকোন Visa enabled ATM বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন খুব সহজেই। ?
?
ভিউট্রাকার এর কয়েন ডিস্ট্রিবিউশন সিস্টেম :
ভিউট্রাকারের কাজের হিসাব হয় CyberCoin মূল্যায়নের মাধ্যমে। আপনি একটি ভিডিও দেখলে পাবেন 20 Wave-Score, যখন 1000 Wave-Score পূর্ন হবে তখন আপনি পাবেন 1 CybrCoin. 5000 CybrCoin = 1 E-Ticket. ১ টি E-Ticket এর মূল্য 15 $ থেকে 50 $ পর্যন্ত হয়ে থাকে। Market value (E-Pool) অনুযায়ী E-Ticket এর মূল্য কম-বেশি হয়ে থাকে।
এখন আপনার মনে সাধারণত এই ধারণা হওয়াটাই স্বাভাবিক যে, তাহলে আমি কত মাস / বছরে একটি E-Ticket সংগ্রহ করতে সক্ষম হব..! ? ভয় পাবার কোন কারণ নেই। আপনি যখন আপনার Referral এ একজনকে Signup করাবেন তখন আপনি বোনাস হিসাবে পাবেন 2500 CybrCoin, আপনি যখন আরো ৫ জনকে Signup করাবেন তখন আবার বোনাস পাবেন 500 CybrCoin. বাকি রইল 2000 CybrCoin যা আপনাকে একটু কষ্ট (বেশি কষ্ট করা লাগবে না ট্রিক্স আছে ) করে কাজের মাধ্যমে Earn করতে হবে। আপনি আপনার সার্কেল যত বড় করবেন এবং Team Work বাড়াবেন তত দ্রুত আপনার E-Ticket অর্জনের পথ সুগম হবে। ?
কার্যপদ্ধতি :
প্রথমে এখান থেকে ভিউট্রাকারে Signup Process সম্পন্ন করতে হবে। এজন্য নিচের চিত্রে দেখানো প্রক্রিয়া অবলম্বন করুন।
Accept Friend Request এ Click করুন :
এখন ‘I am atleast 13 years’ এ টিক দিন। e-mail & password দিয়ে Signup করুন।
আপনার referral link generate করুন, এবং সম্পূর্ণ তথ্যাদী দিয়ে Sign-up process complete করুন। অবশ্যই আপনার e-mail ভেরিফাই করুন।
এবার ভিডিও দেখার পালা :
প্রথমে “MY PAGES” এ click করুন।
এখানে আপনি দেখতে পাবেন ২টি row তে ৫টি করে মোট ১০টি ভিডিও। এর প্রত্যেকটিতে আবার ৮টি করে ভিডিও পাবেন।
এরপর Preview করতে হবে।
এখানে ৪টি করে মোট ৮টি ভিডিও পাবেন।
ট্রিক্স এবং লিমিটেশন রিমোভিং :
ট্রিক্স এর কথা বলেছিলাম মনে আছেতো..?? ? হ্যা এবার ট্রিক্স এর পালা। সবাই সাধারণত যে কাজটি করে থাকেন, গতানুগতিক ধারায় আপনি তেমনটি করবেন না। preview click করার পর প্রতিটি ভিডিওতে আপনি পরপর ৩টি করে click করবেন। ভিডিও ভিউ হতে হবে এমন কোন শর্ত নেই, Just Click. ? এভাবে আপনি ১-২ ঘন্টার জায়গায় মাত্র ৫-১০ মিনিটেই মোট ২৪০টি ভিউ Complete করতে সক্ষম হবেন।
এবার আসি লিমিটেশন এর ব্যাপারে। Viewtrakr একটি আই.পি থেকে দিনে ২৪০ এর বেশি ভিডিও ভিউ করার অনুমতি প্রদান করে না। এক্ষেত্রে আপনাদের আই.পি পরিবর্তন করে কাজ করতে হবে তাহলে Unlimited ভিউ এর সুযোগ পাবেন। এক্ষেত্রে আমি suggest করবো “Tor” ব্যবহার করার। Tor ব্যবহারের ক্ষেত্রে আপনার ম্যানুয়ালি আই.পি চেন্জ করার কোন ঝামেলা পোহাতে হবে না, Tor নিজেই স্বয়ংসম্পূর্ণ। ? (google এ search করে Tor ডাউনলোড করে নিতে পারেন)
আমি আবারো বলছি team work না করতে পারলে সফলতা পাবার অাশা খুবই কম। তাই Link buildup করুন এবং একটিভ ভাবে কাজ করুন। ভিউট্রাকার সম্বন্ধে কোন সাহায্যের প্রয়োজনে আমাকে পাবেন
আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন ভাল রাখবেন আপনার চারপাশের মানুষকে। আল্লাহ্ হাফেজ_