ফ্রিল্যান্সার ডট কমের নতুন Bid Insights ফিচার দেখেনিন।

তাহলে এটার মধ্যে কি কি থাকবে চলুন দেখে নেওয়া যাকঃ
  • Project
  • Time to bid
  • Bid Rank
  • Winning Bid
  • Your Bid
  • Actions Taken
  • Client Information
  • Client’s Verification
  • Chat Initiated

আরো পড়ুনঃ ফ্রিল্যান্সার একাউন্ট যেভাবে ভেরিফিকেশন করবেন 

Project: এর মধ্যে আপনার বিড করা সকল প্রজেক্টের টাইটেল দেখাবে।
Time to bid: প্রজেক্ট পরার কত সময়ের মধ্যে বিড করেছিলেন সেটা দেখতে পারবেন এখানে। যত দ্রুত বিড করবেন ততদ্রুত ক্লায়েন্টের নজরে পড়বেন ।
Bid Rank: সকল বিডের মধ্যে আপনার র্যাংকি কত নম্বর সেটা বিড র্যাংকিং এর মধ্যে দেখতে পাবেন । আপনার র্যাং যত কম থাকবে ক্লায়েন্টের নজরে তত দ্রুত যেতে পারবেন।
Winning Bid: আপনি প্রজেকটা কত ডলারে নিয়েছেন সেটা দেখাবে ।
Your Bid: আপনি কত ডলারে প্রজেক্টাতে বিড করেছেন সেটা এখানে দেখাবে ।
Actions Taken: এইডা নিয়ে জানিনে করো জানা থাকলে বইলেন আপডেট কইরা দিমুনে।
Client Information: ক্লায়েন্ট কোন দেশের, ক্লায়েন্টের প্রোফাইল রেটিং, ক্লায়েন্ট কতগুলো কাজ করিয়েছে এসব ক্লায়েন্টের ইনফর্ম্যাশনে দেখতে পারবেন ।
Client’s Verification: ক্লায়েন্ট’স ভেরিফিকেশনে দেখতে পারবেন ক্লায়েন্টের পেমেন্ট ম্যাথড ভেরিফাইড কিনা, তার প্রোফাইল, ইমেইল, ফোন নাম্বার এবং কেওয়াইসি ভেরিফাই করা আছে কিনা সব গুলো এখানে দেখতে পারবেন ।
Chat Initiated: ক্লায়েন্ট যদি আপনাকে নিজে থেকে মেসেজ করে তাহলে আপনি এই অপশন পেয়ে যাবেন । তাছাড়া ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন না।
বুঝার সুবিধার্থে একটা ইমেইজ যুক্ত করে দিলাম । আশা করি ক্লিয়ার হয়ে যাবেন ।
ফ্রিল্যান্সার ডট কমের নতুন Bid Insights ফিচার দেখেনিন।

ফ্রিল্যান্সার ডট কমের নতুন Bid Insights ফিচার দেখেনিন।

কপিরাইটঃ MH Mamun
প্রথম প্রকাশিত হয়েছেঃ মামুন্স ব্লগ ডট নেট

Leave a Reply