আজকে আমি আপনাদেরকে একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যেখান থেকে আপনি ঘরে বসে টাকা আয় করতে পারবেন । আপনার আগে যারা ফাইবারে কাজ করেছেন তারা এই সাইটে খুব সহজে কাজ করতে পারবেন এবং যারা নতুন তাদের কে আমি শিখিয়ে দিব । ফাইবারের যেরকম গীগ তৈরি করা হয় এখানে সেরকম প্রপোজাল তৈরি করা হয় । এবং আপনার এই প্রপোজাল টি যখন কোন বায়ারের সামনে আসবে তখন সেটি অর্ডার করবে এবং আপনার এই অর্ডারের আর্নিং টা থেকে এই সাইটটা কিছু কমিশন রাখবে এবং বাকি টাকা আপনাকে দিয়ে দিবে । তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে প্রপোজাল তৈরি করব । এবং আপনারা সকলে জানেন যে ফ্রিল্যান্সিং করতে হলে যেকোনো একটা দক্ষতার প্রয়োজন হয় আপনার যদি কোন দক্ষতা না থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন না। প্রথমে আপনার ফোন কিংবা কম্পিউটারের যেকোন একটা ওয়েব ব্রাউজার এ প্রবেশ করুন । তারপর https://www.ezlancers.com/এই লিংকে যান ।

 

এবার উপরের মতো একটি পেইজ আসবে সেখানে রেজিস্ট্রেশন করুন ।

 

একাউন্ট তৈরী হয়ে গেলে একটু নিচে এসে বাম দিকে GET STARTED এ ক্লিক করুন ।

এবার CREATE A PROPOSAL এ ক্লিক করুন ।

এবার আপনার PROPOSAL এর সকল ইনফরমেশন দিন । তারপর SAVE & CONTINUE করুন ।

একে একে সব গুলো ধাপ কমপ্লিট হলে তারপর SAve & Submit For Approval এ ক্লিক করুন ।

 

এবার আপনার PROPOSAL টি পেন্ডিং থাকবে এই সাইটের এডমিন আপনার প্রপোজালটা দেখার পর এপ্রূভ করে দেওয়ার পর এটা পাবলিশ হবে । সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আপনার প্রপোজালটা এপ্রুভেড হয়ে যাবে । আশা করছি সম্পূর্ণ পোস্টটি আপনারা বুঝতে পেরেছেন ? বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ।

 

 

7 thoughts on "অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করার সহজ পদ্ধতি | ঘরে বসে টাকা আয় করুন ।"

  1. Sk Shipon Author says:
    দক্ষতা নেই,তাহলে এখন উপায়?
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      শিক্ষুন, গ্রাফিক্স ডিজাইন অথবা ওয়েব ডিজাইন, অথবা অনলাইনে চলে এমন একটা কাজ শিক্ষে আপনি ফ্রীলান্সিং করতে পারেন।
  2. Al Sayeed Author says:
    eita ki sponsored post? or, eita ki apnar/apnar porichito karo site?
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      na sponsored post na
  3. যেখানে ক্লায়েন্ট ই নেই সেই মার্কেটপ্লেস এর ব্যাপারে পোস্ট না করে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার, পিপলপার আওয়ার, ৯৯ ডিজাইন, গুরু ডট কম মার্কেট প্লেস এসব এর ব্যাপারে পোস্ট করতে পারেন । তাহলে আরো বিস্তারিত ধারণা পাবে সবাই ।
  4. Shawon Zaman Contributor says:
    ক্লায়েন্ট ই নেই সেই মার্কেটপ্লেস

Leave a Reply