বর্তমান অনেক প্রতারক আছে তারা অনলাইন ইনকামের নামে আপনার সাথে প্রতারণা করতে পারে। আপনি কিভাবে বুঝবেন অনলাইন ইনকামের কথা বলে প্রতারনা করা হচ্ছে। কিভাবে তারা প্রতারনা করে?
আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আপনি কার থেকে এই বিষয়গুলো সম্পর্কে শুনেছেন। এটা জানা উচিত
আমি শরিফুল ইসলাম। প্রফেশনাল ফ্রিল্যান্সার, গত তিন বছর ধরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এ কাজ করি। গুগলে আমাকে websoriful নামে পাবেন।
আপনি পরিশ্রম ছাড়া কোনোভাবেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন না। টাকা ইনকামের জন্য অফলাইনের মতো অনলাইনেও আপনাকে পরিশ্রম করতে হবে।
প্রতারনা চেনার উপায়:
অনেক উয়েবসাইট বা মোবাইল অ্যাপস দেখবেন, যারা তাদের উয়েবসাইট বা অ্যাপসে এ বন্ধুদের রেফার করলেই আপনাকে টাকা দেয়।
আমি আপনাকে একটি প্রশ্ন করি, কেন আপনাকে তারা টাকা দিচ্ছে? তাদের লাভ কি?
আমি শিওর যে আপনারা অনেকেই তা জানেন না। সমস্যা নাই আমি আপনাকে বিস্তারিত বলে দেয়।
১. তাদের উয়েবসইট বা অ্যাপসে ভিজিট করার পর দেখবেন বিজ্ঞাপন দেখাচ্ছে। অর্থাৎ তারা আপনাকে দিয়ে ইনকাম করে তার কিছু অংশ আপনাকে দিচ্ছে। কিন্তু এর পরিমাণ খুবই কম। পরে দেখবেন তারা আর টাকা দিচ্ছে না।
২. অনেক উয়েবসইট দেখবেন নিষিদ্ধ উয়েবসইট বা লিংক এর বিজ্ঞাপন দেখাচ্ছে, এই বিজ্ঞাপন এ ক্লিক করলে তারা আপনার ব্যাক্তিগত তথ্য চুরি করবে। এমনি তারা আপনার কম্পিউটার বা মোবাইলও হ্যাক করতে পারে। সুতরাং এটা অনিরাপদ।
৩. অনেক অ্যাপ এ খুজে দেখবেন কোনো বিজ্ঞাপন নাই, তবে তাদের অ্যাপ মোবাইল ডাউনলোড করে একাউন্ট করলেই টাকা দিবে। এবং এই অ্যাপসগুলো আপনি google play store এ খুঁজে পাবেন না। ইন্টারনেট বা তাদের উয়েবসইট থেকে ডাউনলোড করতে হবে। তাদের লাভ হচ্ছে, আপনি অ্যাপস ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করবেন এবং তারা আপনার ফোন হ্যাক করে আপনার পার্সোনাল ডাটা চুরি করবে।
সুতরাং অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এইসব প্রতারনা থেকে সাবধান হোন।
আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা:
প্রতিদিন বিকালে আমি এলাকায় হাঁটাহাঁটি করি, এলাকার সহপাঠীদের সাথে কাল হাঁটতে ছিলাম। আমরা তিনজন ছিলাম। দেখলাম আমার পাশের দুজন কোনো একটা অ্যাপসে রেফার করে একাউন্ট করতেছে। এবং একাউন্ট করলেই ২০টাকা এবং প্রতিটা রেফার এ ২০টাকা করে দিতাছে।
আমি অ্যাপসটা দেখলাম, তারা একটা উয়েবসইট থেকে ডাউনলোড করছে, google play store এ নাই। এবং অ্যাপসে কোনো ads নাই। আমি তাদের বললাম, এখানে একাউন্ট করে লাভ নেই। তারা টাকা দিবে না। টাকা তুলার সময় দেখবি তারা ইনভেস্ট করতে বলতেছে।
তারা আমার কথা বিশ্বাস করলো না, তারা আমাকে বললো এই অ্যাপস টাকা দেয়। যে তাদেরকে এই অ্যাপস এর কথা বলছে, রাতেই আমরা তার কাছে গেলাম। আমার কথাই সত্যি হলো। সে টাকা এখনো তুলতে পারে না।
শুরু করলো আমার সাথে গাওয়ামি। কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকরী। তারা যদি টাকা তুলতে পারে তাহলে তাদের সবাইকে আমি রেষ্টুরেন্ট এ খাওয়াব। আর টাকা না তুলতে পারলে আমাকে খাওয়াবে।এখন পর্যন্ত বাজিটা এভাবেই আছে। তারা আমার কাছে 7দিন সময় নিছে।
বিশেষ দ্রষ্টব্য: এখনো এর সমাধান হয়নি। আমি ১০০%পার্সেন্ট শিউর, তারা টাকা পাবে না। পরে এর আপডেট জানাবো।
তাহলে অনলাইন থেকে ইনকাম করা যায়:
অনলাইনে ইনকাম করতে হলে আপনাকে কাজ শিখতে হবে। সহজে আপনি ২টা উপায়ে ইনকাম করতে পারবেন। ১. ব্লগিং ২। আর্টিকেল লিখে।
এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমার এখানের পোস্টগুলো দেখুন। তাহলেই পাবেন।
আর আপনি যদি অনলাইন থেকে ইনকাম এর গাইডলাইন পেতে চান তাহলে আমার উয়েবসাইট https://websoriful.com যান।
প্রয়োজনে কমেন্ট করতে পারেন। সম্পুর্ন পাঠের জন্য ধন্যবাদ।
2 thoughts on "অনলাইনে ইনকামের নামে প্রতারণা থেকে সাবধান হোন"