এখনো যারা নতুন অনেকে বিশ্বাস করেন না, SEO ও ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইন থেকে ইনকাম করা যায়। তাদের উদ্দেশ্যে আমি প্রমাণ সহকারে অনলাইন ইনকাম বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। 

প্রথমে আমার সম্পর্কে জেনে নিন, আমি গত তিন বছর ধরে ওয়াডপ্রেস ও এসইও  ইত্যাদি স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করি। আমার ব্র্যান্ডিং নাম websoriful 

এসইও বা ডিজিটাল মার্কেটিং শেখে আপনি ২ ভাবে অনলাইন  ইনকাম করতে পারেন। 

  •  ব্যবসার মাধ্যমে 
  • মার্কেটপ্লেসের ক্লায়েন্টের সাথে কাজ করে। 

ব্যবসার মাধ্যমে ইনকাম

এসইও শিখে ব্যবসার মাধ্যমে ইনকাম বলতে আমি বুঝিয়েছি অনলাইন ব্যবসার মাধ্যমে ইনকাম করবেন অর্থাৎ ecommerce  ব্যবসা

এছাড়াও  ব্লগিং এবং অ্যাফিলিয়েট এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনার ব্লগিং ওয়েবসাইট  ভিজিটর আনতে হবে। ভিজিটর আনার জন্য অবশ্যই আপনার এসইও ও ডিজিটাল মার্কেটিং স্কিল ব্যবহার করুন, তাহলে খুব দ্রুতই আপনি আপনার ব্লগ ওয়েবসাইডে ভিজিটর আনতে পারবেন

এফিলিয়েট বা ব্লগিং করে অনলাইন ইনকাম আপনি যদি ইনকাম বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনি  ইউটিউবে গিয়ে সার্চ দেন “ব্লগিং করে অনলাইনে ইনকাম প্রমান”, তাহলে অনেক ইনকাম প্রমাণ দেখতে পারবেন।

যদিও আমি কিছুদিন আগে ব্লগিং শুরু করেছি। নিচে আমার ওয়েবসাইটের 30 দিনে ইনকাম দেখতে পারবেন। আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক  hide করিনি, যাতে আপনাদের বিশ্বাস হয়, আমি মিথ্যা কথা বলতেছি না।

ফ্রিল্যান্সিং করে ইনকাম

এসইও এবং ডিজিটাল মার্কেটিং কাজ ভাল করে শিখে আপনি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস থেকে অনেক ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনাকে শেখার মত করে শিখতে হবে। ধারণা নিয়ে যদি আপনি ফ্রীল্যান্কিং মার্কেটপ্লেসে কাজ করতে চান, তাহলে অবশ্যই কাজ পাবেন না।

আমি আপনাদের আগেই বলেছি আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আমি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করি। আমার কাজের অনেক প্রমান আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন। 

তবে আজ মার্কেটপ্লেস এর বাইরে আমি SEO একটি পার্মানেন্ট  কাজ পেয়েছি। কাজটি ঘন্টা হিসেবে এবং সপ্তাহে ১০ ঘন্টা।

আমার ক্লাইন্ট এর পাঠানো উপরের চিত্রটি দেখুন:  seo কাজের জন্য ক্লায়েন্ট এর কাজে অগ্রিম চার্জ করেছি।

কাজটি মার্কেটপ্লেসের বাইরে। আপনি যদি ভেবে থাকে এটা আমার প্রথম মার্কেটপ্লেসের  বাইরে কাজ, তাহলে আপনি ভুল। মার্কেটপ্লেস এর বাইরে আমি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করি। এখনো মার্কেটপ্লেসের বাইরে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি 

উপরের চিত্রটি দেখেছেন, এটা আমার ফাইবার মার্কেটপ্লেসএর একটি একাউন্ট এর কাজ। এছাড়াও আমি upwork  মার্কেটপ্লেসে এগুলার কাজ করি। 

কিছু মানুষ অভিযোগ করবে আমার তো আইডি কার্ড হয়নি, আমি তো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারবো ইত্যাদি।  

আরে ভাই আমিও আইডি কার্ড ছাড়া মার্কেটপ্লেসে কাজ করেছি তিন বছর। এখনো অরিজিনাল কার্ড পাইনি, গত কিছুদিন আগে অনলাইন কপি আইডি কার্ড পাইলাম। সুতরাং এরকম অভিযোগ করার কোন মানেই হয়না।

যাদের কম্পিউটার নাই, তাতে কি হইসে, স্মার্টফোন তো আছে? স্মার্টফোন ব্যবহার করে কিভাবে ইনকাম করা যায়, শীঘ্রই আমি এই বিষয়ে একটি ফ্রি কোর্স পাবলিশ করব। প্রায় 80 পার্সেন্ট বানানো শেষ। শীঘ্রই তা প্রকাশ করা হবে। 

সতর্কতাঃ

এই আর্টিকেল দেওয়ার মাধ্যমে আমি পেইড অনলাইন কোর্স সেল করব ইত্যাদি যদি আপনার মনে হয় থাকে,  তাহলে আপনি ভুল। 

এই আর্টিকেলটি দেয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন এই আর্টিকেলটি পড়ে উৎসাহিত হন, এবং অনলাইন ইনকাম কাজ করার জন্য কাজ শেখা শুরু করেন।

আর্টিকেলটি সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম রেগুলার অনলাইনে ইনকাম টিপস পেতে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। 

আপনার যদি কোন প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আবারো ধন্যবাদ

13 thoughts on "আমার অনলাইন টাকা ইনকামের প্রমাণ দেখুন"

  1. ↗TOUHID SARKER↖ Contributor says:
    Free course publish hoyle janayen akto
    1. websoriful Author Post Creator says:
      ইতিমধ্যে প্রকাশ করেছি
  2. mdronykhan75612 Contributor says:
    কমেন্ট করতে পারি না কেন?
    1. websoriful Author Post Creator says:
      comment hoyce boss
  3. mdronykhan75612 Contributor says:
    অন্য কমেন্ট করলে সো করে না
  4. mdronykhan75612 Contributor says:
    বুজলাম না
  5. 404 Error Author says:
    অনেক কিছু বুঝলাম সাহসো পেলাম❤️❤️❤️❤️
  6. Palash chandra P Contributor says:
    bank account chara ki income kora jay bro.
    1. websoriful Author Post Creator says:
      ব্যাংক একাউন্ট ছাড়া কিভাবে টাকা নিবেন?
  7. Efta Khirul Contributor says:
    ভাই আমি কি মোবাইল দিয়ে SEO কাজটি শিখতে পারবো। এবং আমি কি মোবাইলের মাধ্যমে SEO করতে পারবো। মার্কেট প্লেসে কি মোবাইলের মাধ্যমে SEO করে দিয়ে কাজ করতে পারবো নাকি দয়া করে উত্তর দিবেন প্লিজ
    1. websoriful Author Post Creator says:
      parben.

Leave a Reply