PTC ওয়েবসাইট কি?
বিশ্বস্ত এবং জনপ্রিয় PTC ওয়েবসাইট
1. adBTC
adBTC – তে কি কাজ করে আয় করবেন?
ওয়েব সাইটটি থেকে দৈনিক বা মাসিক কি পরিমাণ সাতোশি আয় হতে পারে?
মিনিমাম উইথড্র এবং পেমেন্ট মেথড?
পেমেন্ট মেথড হিসেবে আছে –
- FaucetPay
- Payeer
- Bitcoin
- WBTC (Polygon Network)
- Express Crypto(Currently Down)
মিনিমাম উইথড্র –
- FaucetPay – 1000 Satoshi
- Bitcoin – 50,000 Satoshi
- WBTC (Polygon Network) – 5,000 Satoshi
আমার পেমেন্ট প্রুফ –
কিভাবে adBTC – তে কাজ করবেন?
উপরের ছবিতে দেখানো Surf Ads – এ ক্লিক করলে একটি ক্যাপচা আসবে। ক্যাপচা পূরণ করলে নিচের ছবির মতো একটি লিংক আপনাকে Open করতে বলবে।
এবং আপনি সেখানে ক্লিক করলে একটা নতুন ট্যাবে লিংকটি বা ওয়েবসাইট টি ওপেন হবে।তারপর ট্যাব অপশনে ক্লিক করলে দেখবেন সেখানে নিচের মতো সেকেন্ড গণনা হচ্ছে !
সেকেন্ড যতক্ষণ 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ট্যাবটি খুলে রাখতে হবে! ট্যাব কেটে দেওয়া যাবে না। তারপর সেকেন্ড 0 বা শূন্য হয়ে গেলেই আপনি নিচের ছবির মতো লেখা দেখতে পারবেন!
উপরের ছবির মতো Success/Excellent/You earnedলেখা আসলেই দ্বিতীয় ট্যাবটি কেটে প্রথম ট্যাবে ক্লিক করবেন এবং দেখবেন আপনার অ্যাকাউন্টে সাতোশি যোগ হয়ে গেছে!
কাজ করার সময় আপনাকে মাঝে মধ্যে ক্যাপচা পূরণ করা লাগবে! সহজ ক্যাপচা যেমনঃ Nine+2=? এরকম সহজ গাণিতিক ক্যাপচা আসবে!
যদি নিচের ছবির মতো লেখা দেখতে পান তাহলে আবার পরে ওয়েবসাইট থেকে বের হয়ে আসবেন এবং পরে কোন সময় ঢুকে দেখবেন নতুন কোন লিংক অ্যাড হয়েছে কিনা।
2. Coinpayu
Coinpayu – এ কি কি কাজ করে সাতোশি আয় করা যায়?
1. View Ads
- Surf Ads – এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো ওয়েবসাইট এর লিংক পেয়ে যাবেন। একটি লিংকে ক্লিক করলে নতুন ট্যাবে সেটি ওপেন হবে এবং নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে ঐ ওয়েবসাইটে থাকতে হবে। মানে ট্যাবটি কেটে দেওয়া যাবে না। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আপনার ব্যালেন্সে সাতোশি অ্যাড হয়ে যাবে।
- Window Ads – এখানেও উপরের মতো একই কাজ করতে হবে। তবে এখান থেকে লিংকটি একটি আইফ্রেম এর মধ্যে ওপেন হবে।
- Video Ads – এখানে মূলত আপনারা ভিডিও পাবেন যেগুলো 30/60 সেকেন্ড এর। 30/60 সেকেন্ড দেখার পর Visit Url – এ ক্লিক করলে আপনার ব্যালেন্সে সাতোশি অ্যাড হয়ে যাবে।
2. Crypto Faucet
3. OfferWall
Coinpayu – তে উইথড্র মেথডস কি কি এবং মিনিমাম উইথড্র কত?
উইথড্র মেথড হিসেবে আছে –
- Bitcoin – 11000 Satoshi
- Payeer – 1000 Satoshi
- Faucetpay – 1000 Satoshi
- Litecoin – 1000 Satoshi
- Tron – 1000 Satoshi
- Tether TRC20 – 1000 Satoshi
- Ethereum – 30000 Satoshi
- Binance BEP20 – 1000 Satoshi
- Bitcoin Cash – 1000 Satoshi
- Dash – 1000 Satoshi
PTC sites gulaa emon e hoy, era onekk kom pay kore.
Porisrom bolte aapni jokhon free thakben tokhon ekbar website a dhuke kaaj korben shudhu.
Shobb kichu baad diya aytaa korle cholbe na.
Survey Junkie te kaaj korte hole apnake America er proxy buy korte hobe + aro onekk jhamela!
TrickBD er shathe thakun. ❤️
Trusted kono website pele obosshoi share korbo bhai.
TrickBD er shathe thakun. ❤️
প্রতিবার শেষ হয়ে গেলে আলাদা আলাদা দেশের ভিপিএন ব্যবহার করবেন
নতুন কাজ চলে আসবে
Adbtc.top সাইটের জন্য বলছি এটা
Coinpayu এটা তেও চেক করে দেখতে পারেন
Korle daily koto Satoshi earn korechen?
Account ban hoy ni?