পেপাল সম্পর্কিত বাংলাদেশি ব্যবহারকারিদের কিছু প্রশ্নের উত্তর

পেপাল বাংলাদেশ এ এই বছরের শেষের দিকে আসার কথা। আসুক বা না আসুক পেপাল আমাদের ব্যবহার করতে হবে অনেক কারনেই। কারণ গুলো নিশ্চয় জানা সবার তাই আর বললাম না।
images

এইবার আসি বাংলাদেশ এবং অন্যান্য নন সাপোর্টটেড পেপাল দেশগুলোর ব্যবহারকারিদের কিছু প্রশ্ন এবং  উত্তরে –

১) পেপাল কি বাংলাদেশে আছে বা সাপোর্ট করে ?

উত্তরঃ না, তবে পেপাল আসছে।

২) আমার দেশ যদি পেপাল সাপোর্ট না করে তাহলে কি আমি পেপাল ব্যাবহার করতে পারবো ?

উত্তরঃ হ্যাঁ, পারবেন। সীমিত আকারে এবং বিভিন্ন সীমাবদ্দতার মাঝে পেপাল ব্যবহার করা যাবে।

৩) পেপাল অ্যাকাউন্ট খোলার সময় দেখি আমার দেশ লিস্ট এ নাই, এখন আমি কোন দেশ সিলেক্ট করবো ?

উত্তরঃ দেশ হিসাবে আপনি যেকোনো দেশ সিলেক্ট করতে পারেন। তবে এইখানে কিছু কথা আছে। যদি আপনি বাংলাদেশ এর মত অসমরতিত দেশ থেকে হয়ে থাকেন তাহলে পেপাল অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। এইজন্য দেশ একটি বড় বিষয়। এর যদি ভেরিফিকেশন ছাড়াই পেপাল ব্যবহার করতে চান তাহলে যে সকল দেশ ভেরিফিকেশন ছাড়াই পেপাল ব্যাবহার করতে অনুমতি দেই (যেমন – ফ্রান্স) টা সিলেক্ট করতে পারবেন।

৪) পেপাল ভেরিফিকেশন কি, কিভাবে করতে হয় ?

উত্তরঃ এটি একটি ভেরিফিকেশন প্রসেস যা পেপাল এর সম্পূর্ণ বা বেসিক ফাংশনগুলো ব্যাবহারের জন্য প্রয়োজন। ভেরিফিকেশনএর জন্য সাধারণত পেপাল অ্যাকাউন্ট এর সাতে ব্যাবহারকারীর ক্রেডিট কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করতে হয়।

৫) কিভাবে আমি একটি ভেরিফাইড পেপাল পেতে পারি ?

উত্তরঃ আপনার যদি কোন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন পেপাল সাপোর্টটেড কান্ট্রি তে থেকে থাকেন তাহলে তার আপনার জন্য একটি পেপাল অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে দিতে পারবেন।  এছাড়া অনলাইনে ভার্চুয়াল ক্রেডিট কার্ড কিনতে পাওয়া যাই।। যা ব্যাবহার করে ও আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তবে প্রতারক থেকে সাবধান।

৬) বাংলাদেশ কেন পেপাল সাপোর্ট করে না ?

উত্তরঃ শুধু বাংলাদেশই না যেসব দেশ অনলাইন মানি ট্রান্সফার সাপোর্ট করে না সেসব দেশে পেপাল নাই।

৭) পেপাল এর বিকল্প পেমেন্ট সিস্টেম গুলো কি কি ?

উত্তরঃ পেপাল এর বিকল্প পেমেন্ট সিস্টেম যা বাংলাদেশ সাপোর্ট করে সেগুলো হল – মানিবুকারস, অ্যালারটপে/পাইজা, লিবার্টি রিজারব, ই-গোল্ড, ওয়েবমানিসহ আরও কিছু সিস্টেম।

৮) আমি কি পেপাল থেকে পেপাল এর বিকল্প সিস্টেমে অর্থ লেনদেন করতে পারবো ?

উত্তরঃ না, সরাসরি পারবেন না। তবে অনলাইনে কিছু কারেঞ্ছি একচেঞ্জার আছে যারা এক সিস্টেমের কারেঞ্চি নিয়ে আপনার চাহিদা মতো কারেঞ্চি সরবরাহ করে থাকে তাঁদের মাধ্যমে পারবেন।

৯) Payoneer – এর US Payment Service কি ?

উত্তরঃ এটি একটি ভার্চুয়াল ব্যাংক সার্ভিস, যা ব্যাবহার করে আপনি যুক্তরাষ্ট্রের যে কোন কোম্পানি থেকে সরাসরি পেমেন্ট নিতে পারবেন এবং Payoneer  মাষ্টার কার্ড ব্যাবহার করে অর্থ উথলন করতে পারবেন।  এটি দিয়ে পেপাল অ্যাকাউন্ট ও ভেরিফাই করা যাই।

১০) Payoneer – এর US Payment Service কিভাবে পাব ?

উত্তরঃ আপনার যদি একটি Payoneer মাষ্টার কার্ড থাকে তাহলে Payoneer কাস্তমার সাপোর্টের সাতে যোগাযোগ করে US Payment Service এর জন্য আবেদন করুন।

5 thoughts on "পেপাল সম্পর্কিত বাংলাদেশি ব্যবহারকারিদের কিছু প্রশ্নের উত্তর"

  1. Md Fahim Author says:
    nice post.many many thanks
  2. Abdullah All Mamun Contributor says:
    I need an paypal account……. please help me….
  3. Sajall Author says:
    ভালো, তবে আপনি আর স্প্যাম কইরেন না।
    আপনার সাইট ভালো হলে এমনিতেই ভিসিটরস্
    পাবেন।
    মনে রাখবেন,ট্রিকবিডির উন্নতির জন্য কিন্তু
    রানা ভাই স্প্যাম করতেন না।
    যা করতেন, তা হল পরিশ্রম।

Leave a Reply