নাম্বার ভেরিফিকেশন কম বেশী সকল সাইটে দেখতে পাবেন আবার এমন অনেক অফারওয়াল রয়েছে যেগুলোর অফার পূরন করার পূর্বে আপনাকে নাম্বার ভেরিফিকেশন করে নিতে হয়।

 

 

সবার আগে জানা থাকতে হবে VOIP নাম্বার এবং Residential নাম্বার কি?

Voice Over Internet Protocol বা VOIP  আপনি যেখান থেকে সার্ভিস বা নাম্বার নিবেন সেই সফওয়্যার বা ওয়েব সাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা প্রায় অনেক টা আমাদের মোবাইল কোম্পানীর নাম্বারের মত হলেও কিন্তু সব জায়গায় এর ব্যবহার করা সম্ভব না। 
তবে হ্যা অনলাইনে অনেক সার্ভিস প্রদানকারী আছে যারা  অর্জিনাল সিম নাম্বার প্রোভাইড করে থাকে।
আপনি যদি সঠিক জায়গা থেকে নাম্বার ব্যবহার না করেন তবে দেখবেন VOIP নাম্বার ব্যবহার করার কারনে ব্যান করে দিবে।

 

যেমন VOIP নাম্বারের মধ্যে Google Voice  
আবার অন্য দিকে অর্জিনাল নাম্বার বা রেসিডেন্সিয়াল নাম্বার যদি না বুঝেন উদাহরন হিসাবে আমাদের জিপি, বাংলালিংক, টেলিটক, রবি , এয়ারটেল। তেমনি যদি ইউ এস এর সাইটে যদি কাজ করেন তবে অবশ্যই সেখানের টেলিকম সার্ভিসের নাম জানা থাকতে হবে যাতে আপনি সেই অনুযায়ী নাম্বার ব্যবহার করতে পারবেন।
যেমন US এর ক্ষেত্রে AT&T , Verzion , T-Mobile ইত্যাদি।
 
VOIP নাম্বার সব জায়গায় ব্যবহার করা যায় না তবে পেপাল এর ক্ষেত্রে লং টাইম নাম্বার ব্যবহার করার জন্য Google Voice ব্যবহার করা যায় যদি সেটা ফ্রেশ হয়।
 
তবে সার্ভে সাইট টা যদি হাই সিকিউর না হয় তবে হয়তো কিছু কিছু সাইটে ব্যবহার করা যাবে। তবে সার্ভে সাইটে ভেরিফাই করতে গেলে অবশ্যই পেইড সার্ভিস আর প্রিমিয়াম নাম্বার ব্যবহার করা উচিৎ নয়তো শখের আইডি হারাবেন।
 
 
USA নাম্বার ভেরিফিকেশনের জন্য টেম্পরারী কিংবা মাসিক নাম্বার কোথায় পাবেন?
 

 

এই সাইট কিংবা এপ ব্যবহার করে আপনি মাসিক ব্যবহার যোগ্য নাম্বার নিতে পারবেন। চাইলে সকল সাইটে ব্যবহার যোগ্য সিংগেল নাম্বার নিতে পারবেন 
 

আবার যদি চান না আমি কম খরচে এক কিংবা একাধিক সাইটে ব্যবহার যোগ্য নাম্বার নিবো তাও পারবেন সিংগেল লাইন বা সাইট সার্ভিস ইউজ করে যদিও সিংগেল লাইন দেওয়া থাকে তবে অনেক সাইটে ব্যবহার করা যায় সেই নাম্বার

 

মাত্র ০.৫০ সেন্ট থেকে নাম্বার আপনি কালেক্ট করতে পারবেন এই সাইট থেকে যার লিংক আমি নিচে যুক্ত করে দিচ্ছি 

 

USE This Bonus Code: LODRPDQ

সর্বনিম্ন ১ ডলার দিয়ে ডিপোজিট শুরু করতে পারবেন।

নিচে এপ লিংক 

https://play.google.com/store/apps/details?id=tel.pingme

 

 

 

 

 

আপনি যদি One Time নাম্বারে জন্য সব থেকে সেরা সাইট খুজে থাকেন তবে আপনার জন্য textverified.com হতে পারে সেরা সমাধান।

 

এখানে আপনি A To Z সব সাইটের জন্য Real নাম্বার পেয়ে যাবেন। তাদের প্রতি ভেরিফিকেশন কস্ট ০.৭৫ সেন্ট থেকে শুরু করে ২.৫০ ডলার পর্যন্ত সর্বোচ্চ। এখানে আপনি কল ভেরিফিকেশন ও করতে পারবেন Adgate অফারওয়াল এর জন্য 

 

 

 

ডিপোজিট করা যাবে মিনিমাম ২.৫০ ডলার দিয়ে ক্রিপ্ট কিংবা কার্ড ব্যবহার করে।

সাইট এর লিংক নিচে যুক্ত করা হলোঃ-

https://www.textverified.com/

 

 

এই সাইটে আপনি সাপ্তাহিক এবং মাসিক রিনিউ করা যাবে এমন নাম্বার পেয়ে যাবেন। 

তাদের এখানে সিংগেল লাইন টেম্পরারী নাম্বার আছে যা এক সপ্তাহের জন্য হয়ে থাকে আর একটা সাইটে ব্যবহার যোগ্য। সিংগেল সার্ভিস পার্মানেন্ট মানে মাসে রিনিউ করা যাবে একটা সাইটে পুরো মাস ব্যবহার করা যাবে এমন।

আর মাল্টিলাইন মানে হচ্ছে সব সাইটে সেই নাম্বার ব্যবহার করা যাবে এক মাসের জন্য।

 

তাদের সাইটে সর্বনিম্ন ৫ ডলার ডিপোজিট করা যাবে আর এর উপরে যত ইচ্ছা তত না নেই।

 

তাদের সিংগেল টেম্পরারী নাম্বার , সিংগেল পার্মানেন্ট নাম্বার এবং মাল্টিপারপোজ এ ব্যবহার যোগ্য নাম্বারের প্রাইস। 

এই সাইট টা Swagbucks , MyPoints, Inboxdollar এর মত সাইট ভেরিফাই করার জন্য পারফেক্ট কারন অন্য সাইট এর নাম্বার দিয়ে প্রবলেম করে।

 

সাইট এর লিংক নিচে দেওয়া হলো।

https://www.phoneblur.com/

আরো কিছু সাইট যদিও রয়েছে তবে সেগুলো এত ভালো মানের নয় তাই লিস্টে যুক্ত করিনি তবে SMSREDUX.COM ভালো মানের সাইট হলেও সেটা Textverified এর সাথে মিলিত হয়ে আগামীতে সার্ভিস দিবে তাই লিস্ট থেকে সেটা আপাদত বাদ।

 

এখন হয়তো জিজ্ঞাসা করবেন আমাদের কাছে কার্ড নেই আমরা কিভাবে এগুলোতে ডিপোজিট করবো?

Cointiply তে কাজ করলে আপনি Crypto Currency সংগ্রহ করতে পারবেন অন্যদিকে Swagbucks, Inboxdollars, Mypoints সাইট থেকে ভার্চুয়াল মাস্টার কার্ড এবং ক্রিপ্ট ২টাই কালেক্ট করতে পারেন কাজ করে উইথড্রো দিয়ে এরপর চাইলে নিজের পকেট থেকে না খসিয়ে আর্ন করা জিনিস গুলোকে কাজে লাগিয়ে আরো ভালো ভালো সাইটে কাজ করার মত রাস্তা ক্লিয়ার করতে হবে।

তাহলে দেখা হচ্ছে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।

 

3 thoughts on "নাম্বার ভেরিফিকেশন কেন জরুরী এবং কিভাবে করবেন ( সার্ভে সিরিজ পর্ব – ১২ )"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    অনেক কিছু জানলাম
    1. Cyber_Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য

Leave a Reply