Revu Offerwal এটা একটি জনপ্রিয় অফারওয়াল আর কম বেশী অনেক সাইটে এর উপস্তিতি আপনার নজর কাড়বে।
Cointiply, Freecash, Swagbucks, Inboxdollars, Mypoints সহ অনেক বড় বড় কোম্পানী গুলো তাদের সাথে পার্টনারশীপে কাজ করে থাকে।
আর এর ফলে একবার অফারগুলো পূরন করার আইডিয়া পেয়ে গেলে আগামীতে আপনি নতুন নতুন একাউন্ট করে সেম একাউন্ট বার বার পূরন যেমন করতে পারবেন, আবার ঠিক তেমনি একই অফার আরো অনেক গুলো অফারওয়ালে দেখতে পাবেন।
সাইট গুলোর প্রাইভেসি পলিসি অনুযায়ী রিপিট অফার পূরন করা যাবেনা যার মানে একই অফারওয়ালে থেকে সেম অফার বার বার পূরন করার ট্রাই করলে সেটা যদি অফারওয়াল সাপোর্ট টিমের চোখে পড়ে একাউন্ট ব্যান হবে। তবে আমাদের কিন্তু না করে নাই যে অন্য অফারওয়াল থেকে পূরন করা যাবেনা।
সবার আগে আমরা এই অফার ওয়ালকে কেন টার্গেট করলাম?
Stash:
SiriusXM এই অফার টা যারা সার্ভে কাজ করে সবার পছন্দের এটা পূরন করার জন্য সিম্পল ভাবে Earn বাটনে ক্লিক করবেন । আপনাকে SiriusXM এর ওয়েবসাইটে নিয়ে যাবে আপনার কাজ হবে রেজিস্ট্রেশন করা এবং ১.২০ ডলার দিয়ে এটার ট্রায়াল কিনে নেওয়া।
এখন এই ট্রায়াল নিতে কার্ড লাগবে তাই না সেটা আমরা কোথায় পাবো?
এই ধরনের কার্ড গুলোকে ভার্চুয়াল মাস্টার কার্ড বলে এগুলোর নাম এড্রেস সব কিছু নিজের মত চেঞ্জ করা যায় এবং যে কোন দেশের কার্ডে রুপান্তর করা যায়।
Starz
এছাড়াও দেখুন আরো অনেক অফার রয়েছে যেমন Paramount এর ট্রায়াল নেওয়া ১৯ ডলার দিয়ে এক বছরের জন্য এন্টি ভাইরাস নিলে আবার সেটা ক্যাশ ব্যাক চলে আসবে এবং ০.২০ সেন্ট এ পুরো বছর এই ভিপিএন ও ব্যবহার করা হলো সাথে অফার পূরন
3 thoughts on "Revu Offerwall এর কিছু অফার সম্পর্কে খুটি নাটি আইডিয়া ( সার্ভে সিরিজ – পর্ব ১৩)"