MAC এর পূর্ন অর্থ হচ্ছে (Media Access Control) আর আজকের পর্বে আমরা MAC সম্পর্কে একটা ধারনা নেওয়ার চেষ্টা করবো।
Mac Address টা হচ্ছে নাম্বার এবং বর্নমালার সংমিশ্রনে ১২ সংখ্যার নাম্বার এবং বর্নমালার সংমিশ্রনে একটি আইডেন্টিটি যা আমাদের হার্ডওয়্যার এর ঠিকানা হিসাবে একটি নেটওয়ার্ক এ থাকা ইলেকট্রনিক ডিভাইস গুলো কে আলাদা ভাবে আইডেন্টিফাই করার কাজে ব্যবহার করা হয়।
যেমন উপরে আমার Mac Address দেখাচ্ছে সেম আপনার ডিভাইসে আপনার টা দেখাবে।
আপনাকে জাস্ট MAC Address পরিবর্তন করার জন্য Change Mac Address অপশনে চলে যেতে হবে।
আমরা আগেই জানি প্রথম ৬ টা হলো Manufatured ID আর শেষের টা ডিভাইস আইডি। তাই আপনি চাইলে প্রথমে Manufatured ID টা ইচ্ছামত কোম্পানী দিয়ে পরিবর্তন করে নিতে পারেন।
তাহলে বাকী থাকে শেষের ৬ টা যা ডিভাইস আইডি আপনি চাইলে এখানে Random ও নির্বাচন করে দিতে পারেন কিংবা নিজে ম্যানুয়ালী ও দিতে পারেন।
সব ঠিক ঠাক থাকলে জাস্ট OK বাটনে ক্লিক করে দিন।
আপনার কাছে পার্মিশন চাইবে কানেকশন বন্ধ করে আবার চালু করার Yes করে দিন।
সব শেষে দেখতে পাবেন আপনার Mac Address পরিবর্তন হয়ে গেছে কি এবার ব্যান খেলে একাউন্ট নতুন করে করার জন্য হয়ে গেলেন তো এক্সপার্ট?
3 thoughts on "Mac Address পরিবর্তন করার সহজ ট্রিক ( পর্ব – ২১ )"