সার্ভে ৫ মিনিটের হোক কিংবা ১০ মিনিটের প্রতি সার্ভে শেষ করলেই পেয়ে যাবেন ৩ ডলার আর সার্ভে খুব কম কাটে
সার্ভে ম্যাচ না হওয়া একটা প্রধান সমস্যা তবে এই সাইটে প্রতি সপ্তাহে আপনাকে ১-২ টা করে সার্ভে দিবে আর প্রতি সার্ভের জন্য পাবেন ৩ ডলার সো আপনার যদি এই সাইটে একটা একাউন্ট থাকে আর প্রতি সপ্তাহে যদি ১ টা করে সার্ভে আসে তাহলে মোট ৫ টা সার্ভে পেয়ে যাবেন।
৩*৫= ১৫ ডলার
যদি এই সাইটে একটা একাউন্ট থাকে তবে আপনার প্রতি মাসে ১৫ ডলার কনফার্ম আর যদি অধিক থাকে তবে কিন্তু প্রতি সপ্তাহে একটা সার্ভে করার মাধ্যমে আপনার পুরো মাসের আইপি কিংবা আর ডি পি খরচ উঠিয়ে নেওয়া সম্ভব।
তবে আপনি চাইলেই এখানে একাউন্ট করতে পারবেন না এই সাইট খুব কম সময় তাদের রেজিস্ট্রেশন চালু রাখে এবং তাদের লিমিট পূরন হয়ে গেলে বন্ধ করে দেয়।
সো অপেক্ষায় থাকতে হয় কখন তাদের রেজিস্ট্রেশন ওপেন থাকবে।
যদি সার্ভে থাকে লাল চিহ্নিত জায়গায় সেটা দেখা যাবে আর নয়তো এখন যেমন দেখাচ্ছে সেটাই দেখাবে।
এখানে সার্ভে আসলে কিভাবে জানবেন ?
তারা আপনাকে মেইল সেন্ড করে দিবে আর প্রতি সার্ভে ২৪ ঘন্টা থেকে সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত আপনার পূরন করার অপেক্ষায় থাকবে যেটা আবার রিপিট মেইল দিয়ে তারা জানিয়ে দিবে যে আপনার জন্য একটা রিসার্চ অপেক্ষা করছে।
এখানে আপনি ব্যাংক ট্রান্সফার , ভার্চুয়াল কার্ড কিংবা গিফট কার্ডে আপনার পেমেন্ট নিতে পারবেন এছাড়াও এখানে হাজার খানেক উইথড্রো করার মত জিনিস রয়েছে আর সর্বনিম্ন ৩ ডলার হলেই আপনি উইথড্রো করতে পারবেন।
একাউন্ট করার আগে মনে রাখবেন রেজিস্ট্রেশন Voip নাম্বার দিয়ে করলে এপ্রুভাল চান্স খুব কম যেমন Ping Me তাই ব্যবহার করতে পারেন Textverified.
হ্যা নাম্বার ভেরিফাই করতে হবে সাইন আপ ফর্ম পূরন করার সময় এবং সাইন আপ করার ২৪ ঘন্টা পর মেইলে তারা ইউজার আইডি এবং পাস দিয়ে দেয় আর যদি না দেয় তার মানে হবেনা।
তাহলে আর দেরী কেন সময় থাকতে নিজের একটা একাউন্ট করে নিন নয়তো যে কোন সময় রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যেতে পারে।
তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন সময় অন্য কিছু নিয়ে।
4 thoughts on "প্রতি সার্ভে ৩$ আর সবথেকে কম সার্ভে কাটে এমন একটা সাইট রিভিউ ( পর্ব – ২৫ )"