আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছু দিন থেকে সাইটটি নিয়ে অনেক লেখালেখি হচ্ছে TrickBD। কারন প্রতিমাসের মতো 25 তারিখে এই সাইটের প্রত্যেক মেম্বার বিপুল গিফট সামগ্রী পেতে যাচ্ছে। কিন্তু যারা সাইটটিতে নতুন, তারা অনেকেই জানিয়েছেন যে রেজিষ্ট্রেশন করতে পারছেন না, বিশেষ করে রিক্যাপচা ঠিক ঠাক হচ্ছে না। তাদের সমস্যা সমাধানের জন্য আমার আজকের এই টিউন।

সাইট টি সম্পর্কে আমরা সবাই জানি, তাই নতুন বলার কিছু নাই। চলে যাই রেজিষ্ট্রেশনে। প্রথমে এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন পেজে চলে যান। তারপর নিচের মত পেজ পাবেন..

* name এর ঘর দুটিতে আপনার নামের প্রথম ও শেষ অংশ টাইপ করুন।

* password এর ঘর দুটিতে 6 সংখ্যার উপরে একই পাসওয়ার্ড টাইপ করুন।

* email এ আপনার জানা ইমেইল টাই ইউজ করুন, কেননা একাউন্ট টি সঙ্গে সঙ্গে ভেরিফাই করার জন্য আপনার ইমেইলেও ঢুকতে হবে।

* মোবাইল নম্বর এর প্রথমে 88 দিন, যেমনঃ 88017xxxxxxxx

* জন্ম তারিখ ও জেনডার দেওয়ার পর আপনার টি শার্ট সাইজ দিয়ে Zip code এ আপনার নিকটস্থ টিউন অফিস কোড দিন, সঠিক দেওয়ার চেষ্টা করুন, কেননা ঐ ঠিকানাতেই আপনার গিফট পৌছে যাবে।

* country বাংলাদেশ হলে বাংলাদেশ।

এরপর নিচের অংশে রিক্যপচা ভেরিফিকেশন করতে হবে। আপনি যদি পিসি ইউজ করে থাকেন, তবে I’m not robot এর ঘরে টিক চিহ্ন দিলে রিক্যাপচার ছক পাবেন। আর যদি মোবাইল থেকে করে থাকেন তবে সরাসরি নিচে মত ছকটি আসবে, না আসলে রিলোড দিন, নয়তো ব্রাউজার চেঞ্জ করুন।

উপরের ছকটির হেডলাইনে বলা আছে select all images with a tricycle. তারমানে ছকের ৯ টি ছবির মধ্যে যে যে ছবিগুলোতে   tricycle আছে, ওগুলো সিলেক্ট করে নিচের Verify তে ক্লিক করতে হবে। যেমনঃ

 

যদি রিক্যপচা টি কঠিন আসে তবে নিচের মতো করে রিলোড আইকোনে ক্লিক করে ছক চেঞ্চ করে নিতে পারেন। অথবা যদি ছক দেখে সিলেক্ট করা কঠিন মনে হয় তবে সাউন্ড শুনে ক্যপচা করতে চাইলে সাউন্ড আইকোনে ক্লিক করে Play বাটন আসলে ক্লিক করুন আর মনোযোগ সহকারে সাউন্ড ‍গুলো (সংখ্যা আর ক্যরেক্টার) ভালোভাবে শুনে টাইপ করে ভেরিফাই করুন।

[না পারলে এই টিউনের সাহায্য নিতে পারেন]

সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ এর সেরা উপহার ফ্রি তে নিয়ে নিন স্মার্টফোন, ৫০০জিবি হার্ডডিস্ক, ১৬ জিবি পেনড্রাইভ সহ আকর্ষনীয় সব ইলেকট্রনিক গেজেট !!! সাথে ক্যাপচার সমাধান

file (1)

ভেরিফাই হয়ে গেলে নিচের Register new account এ ক্লিক করুন। কাজ সাকসেসফুল হয়ে গেলে আপনাকে এবার ইমেই চেক করতে বলবে। আপনার ইমেল এ গিয়ে ইনবক্স এ নিচের মত একটা মেইল পাবেন (না পেলে একবার recent email  এ ক্লিক করুন)।

Please, confirm your registration by clicking link
Click to activate:
Activate

Active বাটনে ক্লিক করলেই আপনার একাউন্ট একটিভ হয়ে যাবে। সাথে সাথে আপনি 1 পয়েন্ট পেয়ে যাবেন। তারপর নিয়মিত আপনার একাউন্টে ঢুকে Collect your daily point এবং  complete the missions এ ক্লিক করুন আর নিয়মিত 2 পয়েন্ট করে জমা করুন। তাই এখনি রেজিষ্ট্রেশন করতে Registration এ ক্লিক করুন।

বিঃ দ্রঃ টিউন টি নতুনদের জন্য, সিনিয়ররা দয়া করে এড়িয়ে চলবেন, আর ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।

এ বিষয়ে আমার পূর্বের টিউন দেখতে পারেনঃ

সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ এর সেরা উপহার ফ্রি তে নিয়ে নিন স্মার্টফোন, ৫০০জিবি হার্ডডিস্ক, ১৬ জিবি পেনড্রাইভ সহ আকর্ষনীয় সব ইলেকট্রনিক গেজেট !!! সাথে ক্যাপচার সমাধান

file (1)

Private: সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ এর সেরা উপহার ফ্রি তে নিয়ে নিন স্মার্টফোন, ৫০০জিবি হার্ডডিস্ক, ১৬ জিবি পেনড্রাইভ সহ আকর্ষনীয় সব ইলেকট্রনিক গেজেট !!! সাথে ক্যাপচার সমাধান

apple-ipod-shuffle-2-go-pink

সমস্যা হলে টিউমেন্ট করবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।।

 

 

 

18 thoughts on "বহুল আলোচিত Gokano তে যারা এখনোও রেজিষ্ট্রেশন করতে পারছেন না বা রিক্যপচা নিয়ে ভেজালে পড়ে গেছেন, তারা এদিকে আসুন, দেখুন স্ক্রীনশুট দিয়ে রেজিষ্ট্রেশনের বিস্তারিত ‍নিয়ম (মেগাটিউন!!!!!!!!!!)"

  1. Md.Gaziur Rahman Contributor says:
    vai mal order kore ki kore
  2. Shadhin Author Post Creator says:
    a bisoye tune kora hobe 25 october
  3. Wadud Contributor says:
    Vai apnake amar debar moto kisu nei dhonnobar deoya sara.
  4. Shadhin Author Post Creator says:
    welldone
  5. gamingpc Contributor says:
    kive gokano er order er from puron korbo se somporke ekta post korle amader upokar hoto.
  6. arifathbd says:
    ভাই gokano আমার gift কোথায় পাঠাবে।
  7. mahmudulhasan3511 Author says:
    vai akta kothar answer din plz je Ami Invite korle ki luv hobe and 30 GN doren ami korlam tobe 30GN korar sathe sathe e ki ami prize peye jabo and jodi pai tahole seta kivabe and kobe plz plz plz aktu bolben!
  8. samury Contributor says:
    Gokano order form kivbe puron korbo eta nia pls ekta tune koren?
  9. Mamun Khan Author says:
    Amr gokano te full account verify korte 2 min o lagena :p ami 2 din e 2000 GN paici!!!!
    1. roddur Contributor says:
      জিপ কোড পেয়েছেন কোথায় ভাই?
  10. netmad Contributor says:
    gokano er page e 25 tarik restock date lika ase…er mane ki??
    amra 25 tarik koitar modde product order korte parbo??
  11. NIKHILROY Author says:
    ভাই রেজিস্টার করার জন্য GENDER চাচ্ছে কিন্তু GENDER অপশনে কাজ করে না . কোন ভারশনের ব্রাউজার ব্যবহার করলে রেজিস্টার করা যাবে বলুন আমি একাউন্ট খুলতে পারছি না
  12. roddur Contributor says:
    ভাই জিপ কোড নিয়ে তো ঝামেলা তে পড়তেছি,আমার এরিয়ার টিউন অফিস কোড কোথায় পাবো?
  13. mahmudulhasan3511 Author says:
    vai ami 15GN kore felese akon lanyard order korbo kivhabe plz.answer!
  14. Muksid Contributor says:
    Thank you very much.
  15. nazmul79 Contributor says:
    ভাই address1,2,state, post code বাংলায় লেখলে হবে নি
  16. Jahid Hasan Contributor says:
    ভাই আমার ৭৬ GN হইছে। কিন্তুorder দিতে পারছি না। order এ ডুকলে out of stok দেখাচ্ছে।কি করব …।।help plz
  17. Jahid Hasan Contributor says:
    ami Gold Member kinto

Leave a Reply