৩০০MB ৪৫ টাকায় ও ১GB ১৫০ টাকায়

 

এবার নতুন বছরের আনন্দ শেয়ার করুন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে কারণ গ্রামীণফোন এখন দিচ্ছে ৩০০এমবি মাত্র ৪৫ টাকায় এবং ১জিবি মাত্র ১৫০ টাকায়। ৩০০এমবি চালু করতে ডায়াল *5000*150# এবং ১জিবি চালু করতে ডায়াল *5000*109#

১জিবি-এর জন্য প্রযোজ্য শর্তাবলিঃ

  • *5000*109# ডায়াল করে অফারটি অ্যাক্টিভ করতে পারবেন
  • অফারটি শুধুমাত্র গ্রামীণফোন-এর প্রিপেইড গ্রাহকগণের জন্য প্রযোজ্য
  • ইন্টারনেট ডাটার মূল্য ১৫০ টাকা
  • ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ উল্লিখিত মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
  • পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে
  • অফারটি ডিঅ্যাক্টিভ করতে ‘STOP’ লিখে SMS করুন 5000 নম্বরে
  • ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে ডায়াল *121*1*2#
  • মেয়াদ ১৫ দিন

৩০০এমবি-এর জন্য প্রযোজ্য শর্তাবলিঃ

  • *5000*150# ডায়াল করে অফারটি অ্যাক্টিভ করতে পারবেন
  • শুধুমাত্র গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকগণের জন্য প্রযোজ্য
  • মূল্যের উপর ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
  • ইন্টারনেট ডাটার মূল্য ৪৫ টাকা
  • নির্দিষ্ট ভলিউম শেষ হবার পর অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে টাকা ০.০১/10KB হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত)
  • ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে ডায়াল *121*1*2#
  • ইন্টারনেটের সর্বোচ্চ স্পীড হবে 1Mbps পর্যন্ত
  • মেয়াদ ৭ দিন
  • আরও জানতে, গ্রাহকগন ১২১ নম্বরে ডায়াল করতে পারবেন ।

One thought on "জিপিতে এখন ৩০০MB ৪৫ টাকায় ও ১GB ১৫০ টাকায়"

  1. JobayerRAJ10 Contributor says:
    এই MB গুলো মেয়াদ কি বাড়ানো যাবে?

Leave a Reply