আমি আপনাদেরকে আজ গ্রামীনফোনের ইন্টারনেটের এমবি বা জিবির মেয়াদ বাড়ানোর ৪টি পদ্দতি শেয়ার করব।

অনেক সময় দেখা যায় অনেক এমবি রয়ে গেছে কিন্ত মেয়াদ মাত্র একদিন আছে যে কারণে এমবি ব্যবহার করা যাচ্ছে না।

এ ক্ষেত্রে ৪টি পদ্দতির মাধ্যমে মেয়াদ বাড়ানো যাবে,,,,,,

১নং :: *৫০০*১# dial করবে,এক দুইটা ম্যাসেজ আসবে তারপর *৫০০০*৮*১*১*২# dial করবেন তখন এক দুইটা ম্যাসেজ আসবে তারপর এম্বি চেক করে দেখ মেয়াদ বেড়ে গেছে ১মাস। ১টাকা ২০পয়সা কাটবে। তবে এটার স্পিড ২০ এম্বি ব্যবহার করার পর 2g হয়ে যাবে। তার জন্য WowBox ২০এম্বি আনলে স্পিড বেড়ে 3g হয়ে যাবে। [playstore থেকে wowbox download করতে পারবেন for android user]

.

২নং :: জিপি ফ্লেক্সি প্লান দিয়ে, grameenphone.com/flexi-plan য়ে গিয়ে মিনিটে দিবে ০ মিনিট আর sms য়ে ০ sms দিবে আর validity ৩০দিন দিবে আর এম্বিতে ৪এম্বি দিয়ে কিনলেই মেয়াদ ৪টাকার বিনিময়ে একমাস হয়ে যাবে।

.

৩নং :: *৫০০*১# dial করবে,এক দুইটা ম্যাসেজ আসবে তারপর ২৯টাকা recharge করলেই যখন ২৯এম্বি আসবে তখন মেয়াদ বেড়ে যাবে এক মাস। [মেয়াদ শেষ হওয়ার ২দিন আগে করতে হবে কারণ ২৯ এম্বি দিতে এক থেকে দুই দিন সময় লাগে]

.

৪নং :: ১৭টাকার বিনিময়ে এক মাস মেয়াদ বাড়াতে পারবেন, এক মাস মেয়াদি সোশ্যাল প্যাকেজ। dial *৫০০০*৮*১*4*২#

 

আরও টিপস পেতে ঘুরে আসুন — TrickSure.Com

6 thoughts on "গ্রামীণফোন এম্বির মেয়াদ বাড়ানোর ৪টা পদ্ধতি"

  1. kzkhan Contributor says:
    সুন্দর পোস্ট
  2. DARKnesss Contributor says:
    জিপির মেয়াদ বাড়ানো যায়।কিন্তু রবি সিমের mb মেয়াদ বাড়ানোর কোন কিছু নেই।
  3. Admin Contributor says:
    Spam post
  4. Reza73 Author says:
    *5000*13# এইটার মেয়াদ বাড়াবো কিভাবে???

Leave a Reply