আপনার সিমটি বিগত 60 দিন বা তার বেশি
(পোস্টপেইড,এসএমই,উদ্যোক্তা,কর্
পোরেট,ইজিলোড ব্যতীত) বন্ধ থাকলে এখন
পাচ্ছেন মাত্র 9 টাকা + 3% সম্পূরক শুল্ক (এবং সম্পূরকশুল্কসহ ট্যারিফের উপর 15% ভ্যাট
প্রযোজ্য) 1 GB ইন্টারনেট ডাটা যার মেয়াদ থাকবে
7 দিন।
.
√√ বিস্তারিত √√
.
● অফারটি আপনার নাম্বারের জন্য প্রযোজ্য কিনা তা বিনামুল্যে চেক করার জন্য আপনার নিজের
নাম্বার থেকে *8050# ডায়াল করুন অথবা যেকোন
রবি নাম্বার থেকে Aরবি নাম্বারটি লিখে
পাঠিয়ে দিন 8050 নাম্বারে।আরো জানিয়ে রাখছি,
সকল চার্জের সাথে 3% সম্পূরক শুল্ক (এবং
.
● এই প্যাকটি নেওয়ার জন্য ডায়াল করুন
*8666*090# কোডটি।
.
● এই 1 GB ইন্টারনেট ডাটা
ব্যবহার করা যাবে রাত 12 টা থেকে দুপুর 12 টা
পর্যন্ত।
.
● আপনি প্যাকটি 7 দিনে শুধুমাত্র 1 বার কিনতে পারবেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে
আপনি প্যাকটি আবার কিনতে পারবেন।
.
● ডাটা
ব্যালান্স চেক করার জন্য ডায়াল করুন *8444*88#
কোডটি।
.
● এছাড়া, পাচ্ছেন 3 GB ডাটা যদি আপনি বন্ধ সিমটি
বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে থাকেন
আপনাকে 3 মাসে সমানভাবে (1 GB প্রতি মাস)
দেওয়া হবে। প্রতি বার 1 GB এর মেয়াদ হবে 10
দিন। এবং এই 1 GB ইন্টারনেট ডাটা ব্যবহার করা
যাবে রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত।
√√ ফেইসবুকে আমার পেইজ √√
পাঠিয়ে দিন 8050 নাম্বারে।
পাঠিয়ে দিন 8050 নাম্বারে।
প্রয়োজনীয় কাগজপত্রাদি সমূহ:
১. আপনার ব্যবহৃত সিম কার্ড।
২. সিমের রেজিস্ট্রেশন পেপার (যদি না থাকে সিমের যাবতীয় তথ্যাবলী; যেমন: FnF Number, Last Recharge Amount, Value Added Service etc.)
৩. আপনার ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৪. বায়োমেট্রিক – আঙ্গুলের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন।
৫. আপনার জাতীয় পরিচয়পত্রের(NID) ফটোকপি।
তবে যুক্তি যোগ্য কারনে জাতীয় পরিচয় পত্র প্রাপ্ত না হলে তাকে পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ জন্ম নিবন্ধন সনদের বিপরীতে ০৬ (ছয়) মাসের জন্য সাময়িকভাবে সংযোগ প্রদান করা যেতে পারে যা নির্ধারিত সময়ের পর ডি- এক্টিভেট হয়ে যাবে যদি গ্রাহক উক্ত সময়ের মধ্যে তার জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করে উপস্থাপনে ব্যর্থ হয়।
গ্রাহকদের সংযোগ রেজিস্ট্রেশন/ ভেরিফিকেশন/রি-এক্টিভেশন/রি- রেজিস্ট্রেশন/রিপ্লেসমেন্ট/ডি- এক্টিভেশন ইত্যাদি ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে অপারেটর এর মেইন অফিস অথবা রিটেইলার অফিস এ এসে সম্পন্ন করতে হবে
*8666*090# dial korle
Ei likha ase
You can’t use this service or your input is wrong.
ki korbo bolen