সরকারি একটি নির্দেশেই দেশীয় ইন্টারনেট ব্যান্ডউইথের বিক্রি বাড়তে থাকায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এখন রীতিমত উচ্ছসিত।

এই প্রতিষ্ঠানের ব্যান্ডউইথের ব্যবহার এক সময় ৪৩ গিগাতে গিয়ে পৌঁছেছিল। কিন্তু তারপর থেকেই পতন শুরু হয়। দেশের ৬টি ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি শুরু করলে বিএসসিসিএল-এর ব্যান্ডউইথের ব্যবহার কমতে শুরু করে। দাম কম হওয়ায় দেশীয় প্রতিষ্ঠানগুলো আইটিসি থেকে ব্যান্ডউইথ কিনতে শুরু করে। ফলে দেশীয় ব্যান্ডউইথের ব্যবহার ২৭ গিগায় নেমে যায়। অন্যদিকে আইটিসিগুলোর ব্যান্ডউইথ ১০০ গিগা ছাড়িয়ে যায়।

দেশীয় ব্যান্ডউইথের ব্যবহার বাড়াতে সরকার গত জানুয়ারি মাসে একটি নির্দেশনা জারি করে। তাতে বলা হয়, দেশ থেকেও ব্যান্ডইউথ কিনতে পারবে আইটিসিগুলো। শর্ত সাপেক্ষে বিএসসিসিএল থেকে সরাসরি এ ব্যান্ডউইথ কিনতে পারবে আইটিসিগুলো। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এই নির্দেশনা জারি করে।

আইটিসির কাছে ব্যান্ডউইথ বিক্রির অনুমতি চেয়ে বিএসসিসিএল টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসিকে পত্র দিলে অনুমতি দেওয়া হয়। বিটিআরসির নির্দেশনা অনুসারে প্রতিটি আইসিটি মোট ব্যবহৃত ব্যান্ডউইথের ১০ শতাংশ বিএসসিসিএলের কাছ থেকে কিনতে পারবে বলে নির্দেশনায় বলা হয়। একইভাবে প্রয়োজন হলে বিএসসিসিএলও আইটিসিগুলো থেকে ব্যান্ডউইথ কিনতে পারবে।

মূলত, তারপর থেকেই বিএসসিসিএল-এর ব্যান্ডউইথ বিক্রি বাড়তে থাকে।

বিএসসিসিএল সূত্রে জানা গেছে, সামিট কমিউনিকেশন একটা এসটিএম, ফাইবার অ্যাট হোম ৩টা এসটিএম, নভোকম ৪টা এসটিএম এবং ওয়ান এশিয়া অ্যালায়েন্স ৪০ গিগাবিটস ব্যান্ডউইথ চেয়েছে বিএসসিসিএল-এর কাছে।

এ প্রসঙ্গে বিএসসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন বললেন, চাইলেই তো আর এই পরিমাণ ব্যান্ডউইথ ঠিক এই মুহুর্তে দেওয়া যাবে না। তারা তাদের মোট ব্যবহৃত ব্যান্ডউইথের ১০ শতাংশ বিএসসিসিএল থেকে কিনতে পারবে। ধীরে ধীরে আমরা তাঁদের চাহিদামত ব্যান্ডউইথ সরবরাহ করতে পারবো।

সরকারি ব্যান্ডউইথের বিক্রি বেড়ে যাওয়াকে তার প্রতিষ্ঠানের সাফল্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা এই সাফল্য উদযাপনও করেছি।

আইটিসিগুলো সূত্রে জানা গেছে, বর্তমানে আইটিসিগুলো ভারত থেকে ১৭০-১৮০ গিগা ব্যান্ডউইথ আমদানি করছে। আইটিসিগুলোর চেয়েও কম দামে বিএসসিসিএল ব্যান্ডউইথ বিক্রি করায় প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ বিক্রি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে আইটিসি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেক অফিসার সুমন আহমেদ সাবির বলেন, আমরা সবগুলো আইটিসি মিলে বিএসসিসিএল-এর কাছে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ চেয়েছিলাম। কিন্তু বিটিআরসি আমাদের অনুমোদন দেয়নি। ১০ শতাংশ নির্ধারণ করে দেয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফাইবার অ্যাট হোম বিএসসিসিএল থেকে ব্যান্ডউইথ নেয়নি।

জানা গেছে, বিএসসিসিএল এখন ব্যান্ডউইথের দাম কমিয়ে প্রতি গিগা ৬২৫ টাকায় নামিয়ে এনেছে। তাও শর্ত সাপেক্ষে। বান্ডল আকারে ১০ গিগা ব্যান্ডউইথ কেউ নিলে তবেই দাম পড়ে ৬২৫ টাকা।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিএসসিসিএল থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ৬২৫ টাকা করে ব্যান্ডউইথ কিনে ৩৫০ টাকা করে বিক্রি করে

অন্যরা যা পড়ছে

গরমেও নষ্ট হবে না খাবার

ক্যান্ডি ক্রাশ খেলেন? জেনে নিন এই গেম সম্পর্কে চমকে দেওয়ার মতো ১০ টি তথ্য

বিনামুল্যে ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ কল করা যাবে

 

2 thoughts on "সরকারের একটি নির্দেশেই বাজিমাত, বাড়ছে দেশীয় ব্যান্ডউইথ বিক্রি"

  1. Monir650 Contributor says:
    ধন্যবাদ ভাই।

    রানা ভাই অথবা নাসির ভাই আপনাদের বলছি আমার টিউগুলো একবার দেখুন তো।

Leave a Reply