আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিমনিবন্ধন কার্যক্রমের সময়সীমা বাড়তে পারে বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা গেছে ডাক ও টেলিযোগাযোগ সূত্রে
জানাযায়, সিম নিবন্ধনের সময়সীমা বাড়াতে অপারেটরদের আবেদনের চেয়েও গুরুত্বপূর্ণহল জনগণ কী চায়জনগণ যদি মনে করে আরও সময়ের প্রয়োজন,তাহলে সরকার সেটি অবশ্যই বিবেচনা করেদেখবেএ বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সবপক্ষকে নিয়ে আগামীকাল বৈঠকে বসার কথা রয়েছে বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিসংখ্যান অনুযায়ী, ২৪ এপ্রিল পর্যন্তমোট ৭ কোটি ৩৩ লাখ সিম সফলভাবে নিবন্ধিত হয়েছে আর এ সময়ে
আঙুলের ছাপ ও তথ্য নামেলায় এক কোটির বেশি সিমের নিবন্ধন সফল হয়নি বর্তমানে দেশে চালু থাকা মোট সিমের সংখ্যা ১৩ কোটি ৮ লাখসে হিসেবে মোট সিমের ৫৬ শতাংশ নিবন্ধিত হয়েছে বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, ৬২ লাখ ৮০ হাজার গ্রাহকের আঙুলের ছাপ না মেলায় সিম নিবন্ধন সফল হয়নি পরিচয়পত্র পাওয়া না যাওয়ায় মেলেনি আরও ৩৪ লাখ৯০ হাজার সিমের তথ্যএ ছাড়া সার্ভারে ত্রুটির কারণে ৩ লাখ ৯০ হাজার এবং অন্যান্য কারণে আরও ৪ লাখ ৩০ হাজার সিমের নিবন্ধন সফল হয়নি মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবীর বলেন, সিম নিবন্ধনে গ্রাহকও অপারেটরদের আগ্রহের কোনো অভাব নেই তবে যে সময় এখন বাকি আছে, তাতে সব সিমের নিবন্ধন শেষ করা সম্ভব নয়তাই সকল গ্রাহকদের সিম নিবন্ধ করতে হলে ও গ্রহকদের কথা মাথায় রেখে এসময় বাড়াতে হবে বলে মনে করেন কয়েক জন কর্মকর্তা |

অনলাইনে ইনকাম করতে চান তাহলে দ্রুত এখানে আসুন। দৈনিক ২০০-৩০০ টাকা ইনকামের সুযোগ রয়েছে এখানে। মাত্র দেড় ঘন্টা কাজ করে পেমেন্ট নিতে পারবেন

4 thoughts on "অবশেষে বাড়ানো হল সিম নিবন্ধনের সময়সীমা"

  1. TrickFastBD.Ml Author says:
    ভাই আপনার Fb Id টা দেন
    1. Avatar photo Monir650 Contributor Post Creator says:
      পার্সনাল তবে কল করতে পারেন 01777311640
      Wapka সাইটের অনেক কাজেই জানি
  2. Avatar photo Owakil Hossain Contributor says:
    যত সব পাগলের পোষ্ট এখনে । 😐

Leave a Reply