বাংলালিংক রি-ভেরিফিকেশনে কোটি টাকারও বেশি উপহার
– রি-ভেরিফিকেশনের পর গ্রাহক 2020 নাম্বারে R লিখে এসএমএস করলেই তার জন্য অফারটি প্রযোজ্য হবে

সকল প্রিপেইড, কল অ্যান্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহক যারা নির্ধারিত সময়ের মধ্যে রি-ভেরিফাই করবেন তদের জন্য অফারটি প্রযোজ্য
রি-ভেরিফিকেশনের পর গ্রাহক 2020 নাম্বারে R লিখে এসএমএস করলেই তার জন্য অফারটি প্রযোজ্য হবে
উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করলেই গ্রাহক সারপ্রাইজ গিফট ক্যাশ/মাসিক বিলের উপর সারপ্রাইজ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন
সকল বিজয়ীকে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে

ক্যাশ চেক বিজয়ীদেরকে ক্যাম্পেইন শেষ হবার ৩০ দিনের মধ্যে ক্যাশ উপহার বুঝিয়ে দেয়া হবে
যেসকল গ্রাহকরা সারপ্রাইজ ক্যাশ গিফট/ডিসকাউন্ট পাবেন না, তারা রি-ভেরিফিকেশনের জন্য ১০০ এমবি ইন্টারনেট বোনাস পাবেন
ইন্টারনেট বোনাসের মেয়াদ ২ দিন এবং ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে
ইন্টারনেট বোনাস চেক করতে ডায়াল *124*5# (পোস্টপেইড)
পোস্টপেইড গ্রাহকরা Bio লিখে 121 নাম্বারে এসএমএস করে বোনাস ডাটা চেক করতে পারবেন
পোস্টপেইড গ্রাহকরা Bill লিখে 121 নাম্বারে এসএমএস করে ডিসকাউন্ট জানতে পারবেন
ক্যাম্পেইন চলাকালীন সময়ে একটি বাংলালিংক নাম্বারে একবারই এই ক্যাম্পেইন প্রযোজ্য হবে
ডিস্ট্রিবিউটর, রিটেইলার এবং বাংলালিংক-এর কর্মকর্তাদের জন্য সিম রি-ভেরিফিকেশনে অফারটির জন্য প্রযোজ্য নয়
নতুন গ্রাহক যারা বায়ো-মেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে সিম ক্রয় করেছেন তাদের জন্য অফারটি প্রযোজ্য নয়
পুরস্কার বিতরণের ক্ষেত্রে বাংলালিংক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com

One thought on "বাংলালিংক বায়োমেট্রিক রি-ভেরিফিকেশনে কোটি টাকারও বেশি উপহার!"

  1. AH Fahim40 Contributor says:
    প্রায় ৪ মাস থেকে ২০ টি পোস্ট এখন পর্যন্ত করলাম কিন্তু একটিও এপ্রুভ ট্রিকবিডির এডমিন রানা ভাই কি আমার পোস্ট চোখে দেখেন না,পারলে একবার টিউনার করে দেখেন আমি মানসম্মত সব পোস্ট দিব ইনশাল্লাহ তাই প্লিজ টিউনার করেন। Name- AH Fahim40 User ID: 44207

Leave a Reply