😀 কেমন আছেন সবাই? আমি আপনাদের জন্য নিয়ে এলাম গ্রামীণফোনের ইন্টারনেট অফার নিয়ে। যারা ইন্টানেট ব্যবহার করেন বিশেষ করে ছাত্র তাদের পক্ষে ১জিবি ইন্টারনেট নেওয়া সম্ভব না। আর যাই ছোট প্যাকেজ আছে তাও রেট বেশি আবার ছোট প্যাকেজ ২-৩ ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না।

গ্রামীণফোন এই অফারটি সকল প্রিপেইড এবং পোষ্টপেইড গ্রাহকদের।

বন্ধুত্ব দিবস উদযাপন করতে, আগস্ট ০৬,২০১৬ থেকে গ্রামীণফোন নিয়ে এলো একটি বিশেষ ইন্টারনেট প্যাকেজ।

এই প্যাকেজটির মাধ্যমে সম্মানিত গ্রাহকরা মাত্র ১৬ টাকায় উপভোগ করতে পারবেন ১৬০ MB ইন্টারনেট (মেয়াদঃ ২ দিন)।

প্যাকেজটির বিস্তারিত নিম্নরূপঃ

এই প্যাকেজটি গ্রামীণফোনের সকল সম্মানিত প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য প্যাকেজটি অ্যাক্টিভেট করতে, সম্মানিত গ্রাহকদের ডায়াল করতে হবে *5000*99# এই প্যাকেজটির মেয়াদ ২ দিন (অ্যাক্টিভেশনের দিন সহ)

এই অফারটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলতে থাকবে মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম শেষ হলে, টাকা ০.০১/১০KB হারে চার্জ প্রযোজ্য হবে (সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)

ইন্টারনেটের ব্যালেন্স চেক করতে সম্মানিত গ্রাহকদের ডায়াল করতে হবে *121*1*4# (ফ্রি)
গ্রাহকগণ সর্বোচ্চ ৩ বার এই অফারটি নিতে পারবেন
সকল চার্জে ৫% সম্পূরক শুল্ক প্রযোজ্য।

সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য 😀

♣ আরো নতুন কিছু পেতে TipsAdd.Com ♣

3 thoughts on "গ্রামীণফোন দিচ্ছে ১৬০ এমবি মাত্র ১৬ টাকায়"

  1. Avatar photo tazulOfficial Author says:
    এই পোস্ট আমি সবার আগে করেছি।

    এখনো পেন্ডিং আছে

    1. Avatar photo Momen Contributor Post Creator says:
      Hmm…But Tips & Trick Neye Post Koren Approve Hobe…But News Na 😀
    2. Avatar photo tazulOfficial Author says:
      আমি জানি।
      টিপস আর ট্রিকই পোস্ট করি এই পর্যন্ত ১৮ টি করলাম।
      এখনো পেন্ডিং আছে।

Leave a Reply