ইন্টারনেট বিষয়ে গ্রাহকদের ধারণা দিতে একটি নতুন সেবা চালু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘ইজি নেট’ নামে নতুন এই সেবার সঙ্গে পরিচয় করে দিতে প্রতিষ্ঠানটি আয়োজন করে সংবাদ সম্মেলন।
এ সময় গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ইয়াসির আজমান বলেন, “ইজি নেট আমাদের গ্রাহকদের ইন্টারনেট সম্পর্কে জানতে সাহায্য করবে। তাদের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় বিরল জ্ঞানকে আরও শাণিত করবে।”
‘ইজি নেট’ ব্যবহার করে গ্রাহকরা বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে বিস্তর বিষয় জানতে পারবেন বলেও জানান তিনি।
“একই সঙ্গে তারা নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজও করতে পারবেন; কেনা যাবে ইন্টারনেটের ছোট প্যাকেজও।”
কোনো ধরনের ইন্টারনেট প্যাকেজ ছাড়াই এসব সেবা গ্রাহকরা নিতে পারবেন বলেও জানান ইয়াসির।
সিএমও ইয়াসির আজমান বলেন, “ইন্টারনেট সম্পর্কে সচেতনতার অভাবই ইন্টারনেট সেবা ছড়িয়ে দেওয়ার পথে মূল বাধা। আমরা বিশ্বাস করি, এ বাধা কাটিয়ে উঠতে ইজি নেট উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে।”
সংবাদ সম্মেলেন জানানো হয়, স্মার্টফোন থেকে *৫০০০*৫৫# নম্বরে ডায়াল করলেই একটি লিঙ্ক পাবেন গ্রাহকরা; ওই লিঙ্ক ধরে এগোলেই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে জানা যাবে ইন্টারনেটের বিভিন্ন বিষয়।