আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই আশারাখি ভালই
আছেন । ইন্টার নেট ঘাটতে ঘাটটে
Call Block এর একটি টিপর্স
পেলাম । সেটাই আজ আমি
আপনাদের সাথে আলোচনা করছি।
কথা না বাড়িয়ে শুরু করা যাক।
অনেক সময় আমাদের মোবাইল এ
বিরক্তিকর কল আসে । সেটা বন্ধ
করতে আমরা বেছে নেই call block
সার্ভিস । সে জন্য অপারেটররা
প্রতি মাসে একটি নির্দিষ্ট
পরিমান টাকা কেটে নেয় । এমনকি
আমরা বিভিন্ন প্রকার call block
সফটওয়্যার ব্যবহার করে থাকি । কিন্তু
আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির
কনটাই ব্যবহার করতে পারিনা বা
চাইনা । তাই এইসব ঝামেলায় না
গিয়ে আপনাদের একটা সহজ টিপস
দেব । আপনারা অনেকেই হয়ত এটা
জানলেও জানতে পারেন । চলুন

দেখে আসি কিভাবে এটা করবেন ।
*** জিপি, রবি, বাংলালিংক এবং
এয়ারটেল গ্রহকদের জন্য ***
প্রথমে আপনি আপনার মোবাইল এর call
divert অপশন এ জান (voice call) ।
তারপর সেখান থেকে Divert when
busy / If busy তে চাপুন এবং Activate
চাপুন ।
তারপর To other number এ নিচের
অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে
দিন এবং Ok চাপুন । বাস আপনার কাজ
শেষ ।
ক) জিপি এর জন্য – ১২৬৬
খ) রবি এর জন্য – ৮১২১
গ) বাংলালিংক এর জন্য – ৭৭০
ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯
** সিটিসেল এবং টেলিটক
গ্রাহকরা তাদের voice mail নাম্বার
বাবহার করে ট্রাই করে দেখেন
হতেউ পারে ।
এবার ফলাফলঃ
এখন যে কলার ই আপানাকে call করুক
না কেন, আপনি শুধু call টা কেটে দিন
। এখন যে আপনাকে call করেছে তার
১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ
তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে
গ্যাসে । ভয় নেই, আপনার টাকা
কাটবেনা ।
আমার কথা বিশ্বাস না হলে হাতের
কাছের মোবাইল টা দিয়ে ট্রাই
করে দেখুন ।
**cancel করতে Divert when busy / If busy
তে গিয়ে cancel চাপুন ।
ভাল থাকুন সুস্থ থাকুন।
এই কামনাই করি।
আমার জন্য দোয়া করবেন
“আল্লাহ্ হাফেজ”
Roton24.com সাইট টা বিক্রি করে হবে গ্রিনরিড এ্যকাউন্ড শহ দিবো এ্যকাউন্ডে ৫০ ০টাকা অাছে সাইটে ২৫০টা টিভি চ্যনেল অাছে ফেজবুকের মতো ব্লগ অাছে সাইটের All: [ 13399 ]
Vip : [ 3402 ]
যোগাযোগ করুন 01945236536-01761423712

11 thoughts on "শিক্ষা দিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার)"

  1. দূর মিয়া বুজলাম না। স্কিন সট কই।
  2. sojib Contributor Post Creator says:
    কল ডাইভেট বোঝেন না??
  3. Oleraj Author says:
    Ha ha ha…..লেখক মনে হয় ICT er দুনিয়াই নতুন.
  4. Shahjahan24 Contributor says:
    ভাই কাজ করে নি
    1. sojib Contributor Post Creator says:
      100% কাজ করবে
  5. Shahjahan24 Contributor says:
    To new number
    To voicemail
    এই দুইটা অপশন আছে।কোনটাতে কোড বাসাবো?
    1. sojib Contributor Post Creator says:
      To new number
  6. sojib Contributor Post Creator says:
    To new number
  7. Shahjahan24 Contributor says:
    কোড দিয়েছিলাম কিন্তু কাজ করে নি
  8. sojib Contributor Post Creator says:
    কি সিম অাপনার???

Leave a Reply