রবি এবং এয়ারটেল অপারেটর এক হওয়ার কারনে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন এই দুই সিমের সকল গ্রাহকরা।

তার আগে তাদের কে অভিনন্দন যারা এই দুই সিম এক করবার জন্য কঠিন পরিশ্রম করলেন।

প্রথম ভাগে তারা পাচ্ছেন হেব্বি পাওয়ারফুল নেটওয়ার্ক যা জিপির নেটওয়ার্কের চেয়েও বেশি হবার ধারনা করা হচ্ছে।

তারপর বিশাল ৩জি কাভারেজ: এখানে এয়ারটেল এবং রবির যে সকল ৩জি কাভারেজ ছিলো দুইটি এক হয়ে ৩.৫জি কাভারেজ হতে যাচ্ছে।অথ্যৎ, যে এলাকায় রবির ৩জি ছিলো কিন্তু এয়ারটেল ছিলো না সেখানেও এখন ৩জি পওয়া যাবে।

এছাড়া কল রেটও অনেক কম হবে।

4 thoughts on "রবি এয়ারটেল এক হওয়ায় গ্রাহকরা যে সকল সুবিধা অচিরেই পাবে"

  1. Saimur Contributor says:
    Shadhin33 vai sooti kotha bolsen to kintu Robi te 3G pai na kintu airtel e pai akhon Robi ki 3G pabo jodi Robi er o 3G pai tahole Good news!
    1. Shadhin33 Contributor Post Creator says:
      হা ভাই

Leave a Reply