আসসালামু আলাইকুম। Trickbd.Com সকল বন্ধুরা কেমন আছো..? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো।
আজ তোমাদের জন্য নতুন জগতের নতুন Tips নিয়ে হাজির হলাম এই Tips সম্পর্কে একটু বুঝে নিন। আমি নিজেও মাঝে মাঝে এই বিপদে পড়তাম।
এটা হলো, রবিতে আমি একবার ১ জিবি নিয়েছিলাম ৬১ টাকায় যার। মেয়াদ ৭ দিন এরপর ১৯ টাকায় ১ জিবি নিয়েছিলাম তা হলো নাইট পেক। এরপর সকালবেলা নেট চালু করলাম এরপর দেখতেছি এম্বি কাটতেছে সেই ১ জিবি যা আমি ৬১ টাকায় নিলাম এবার কি করব।
একটু চেষ্টা করে তা বের করলাম। এরপর খুব আনন্দ পেলাম যখন ১ জিবি ৭ দিনের Pack off করে সেটা এক্টিভ করে নেট ব্যবহার করেছিলাম। আশাকরি আমার এই কথাগুলো আপনি বুঝতে পারলেন। আর অপেক্ষায় আছেন কিভাবে তা করবেন।
.
চলুন প্রথমে আপনার মোবাইলের Phone অপশনে ডুকুন এরপর সেখানে লিখুন *8444# এরপর কল দিন এই নাম্বারে।
যেমন আমার স্কিনশট দেখুন
এরপর আপনার সামনে ৬ টা অপশন আসবে। আমাদের যেটাতে কাজ সেটা হলো ২ নং অপশন অর্থাৎ Mange existing plan(s) এবার আপনি তার নাম্বার লিখার একটা বক্স পাবেন সেখানে 2 লিখে Send করুন।


এরপর আপনার সিমে যতগুলো MB এর Pack অন থাকবে সবগুলো আপনি দেখতে পাবেন। আপনি যেটা Stop করতে চান সেটার নাম্বারটি খালি বক্সে লিখে Send করুন। যেমন আমি ১ নং টি Stop করব। যেমন,

এরপর আপনার সামনে ২ টা অপশন আসবে আমাদের কাজ Stop করা তাই প্রথমটার কাজ নিচের খালি বক্সে 1 লিখে Send করুন। যেমন,

এরপর আমাদেরকে তারা Review Plan করার জন্য বলবে। কোন সমস্যা নাই নিচের খালি বক্সে 1 লিখে Send করুন। যেমন স্কিনশট

ব্যস আমাদের Stop করার কাজ শেষ এবার আমাদের আবার যখন প্রয়জন হয় তখন এক্টিভ করে ফেলবো কিভাবে করবেন অর্থাৎ আপনি যেখানে Temporary Stop plan দেখলেন সেখানে এখন দেখতে পাবেন Active Plan অর্থাৎ আপনার প্লানটি একটিভ করতে সেখানে খালি বক্সে 1 লিখে Send করুন। যেমন আমার স্কিনশট

ব্যস আবার Review Plan আসবে নিচের খালি বক্সে 1 লিখে send করুন। যেমন আমার স্কিনশট

আশাকরি সকলেই বুঝতে পেরেছেন তারপর ও যদি কিছু বুজতে সমস্যা হয় তাহলে কমেন্টে আপনার মতামত পেশ করুন। আশাকরি আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।

Leave a Reply