আসসালামু
আলাইকুম ফ্রেন্ডস। আশা করি সবাই ভালই আছেন।আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম
কিভাবে জিপি থেকে জিপিতে ব্যালেন্স ট্রান্সফার করবেন।
আগেই বলে রাখছি যারা জানেন তারা জানেনি। কিন্তু
অনেকে হয়ত জানেন না কিভাবে কি করতে হয়।
এটা যারা
জানেন না তাদের জন্য দিলাম।
ত আপনাকে প্রথমে রেজিষ্ট্রেশন করে নিতে হবে
↓↓ রেজিস্টার করার নিয়ম ↓↓
★ হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REGI
★ পাঠিয়ে দিন1000 নম্বরে .
★ ফিরতি এসএমএস-এ আপনাকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য
নতুন PIN কোড নম্বর জানিয়ে দেয়া হবে।
হয়ে গেলো আপনার রেজিষ্ট্রেশন।
↓↓ ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম ↓↓
★ হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR
**** (PIN) 0171***(মোবাইল নম্বর)
100 (টাকার পরিমাণ) এক্ষেত্রে কখনো সংখ্যার
পর কোন ডট (বিন্দু) বা Tk. বা 00 দেবেন না। .
★ মেসেজটি পাঠিয়ে দিন 1000 নম্বরে।
★ ফিরতে এসএমএস আপনাকে জানিয়ে দেবে যে আপনার
নির্দেশিত নম্বরে নির্দেশিত পরিমাণ টাকা পাঠিয়ে
দেয়া হয়েছে।
টাকা পাওয়ার পর প্রাপকের মোট কত ব্যালেন্স হলো, তাও আপনাকে জানিয়ে দেয়া হবে।
প্রাপকের কাছেও একটি মেসেজ এসে জানিয়ে দেবে যে তার
অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এবং তার অ্যাকাউন্ট
ব্যালেন্স কত টাকা।
এবার সব হয়ে গেলো। জিপি আপনাকে একটা পিন দিবে হয়ত
আপনার মনে থাকবেনা। তাই নিজের ইচ্ছা মত একটা পিন
নিয়ে নিন।
↓↓ PIN নম্বর পরিবর্তন করার ↓↓
হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CPIN
পুরনো PIN নম্বর নতুন PIN নম্বর
আবারো নতুন PIN নম্বর।
যেমন: CPIN 1234 4321 4321
পাঠিয়ে দিন 1000 নম্বরে।
♫ বিঃ দ্রঃ ৫০ টাকার নিচে ব্যালেন্স ট্রান্সফার করতে
পারবেন না । 1000 নাম্বারে SMS চার্জ ২.৫০ টাকা।
আজ এ পর্যন্তই।। কোন ভুল হলে হ্মমার চোখে দেখবেন।
আর কিছু না বুঝলে কমেন্ট এ জানাবেন।।
আর এফবি তে দরকার হলে fb তে আমি
আমার ফোন থেকে কোন সিম নাম্বারে এসএমএস করলে যাই।
আর যদি 8080..5000…4000. এরকম অফিসিয়াল নাম্বারে এসএমএস করি তাহলে যাই না।
কি সমস্যায় আছি বুঝেন।
Ar kono somadhan ace??
আচ্ছা কেউ কি বলতে পারেন এখান থেকে PIN NUMBER ভুলে গেলে জানার উপায় কি।