আসসালামু
আলাইকুম ফ্রেন্ডস। আশা করি সবাই ভালই আছেন।আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম
কিভাবে জিপি থেকে জিপিতে ব্যালেন্স ট্রান্সফার করবেন।

আগেই বলে রাখছি যারা জানেন তারা জানেনি। কিন্তু
অনেকে হয়ত জানেন না কিভাবে কি করতে হয়।

এটা যারা
জানেন না তাদের জন্য দিলাম।

ত আপনাকে প্রথমে রেজিষ্ট্রেশন করে নিতে হবে

↓↓ রেজিস্টার করার নিয়ম ↓↓


★ হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REGI
★ পাঠিয়ে দিন1000 নম্বরে .
★ ফিরতি এসএমএস-এ আপনাকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য
নতুন PIN কোড নম্বর জানিয়ে দেয়া হবে।
হয়ে গেলো আপনার রেজিষ্ট্রেশন।



↓↓ ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম ↓↓


★ হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR
**** (PIN) 0171***(মোবাইল নম্বর)

100 (টাকার পরিমাণ) এক্ষেত্রে কখনো সংখ্যার
পর কোন ডট (বিন্দু) বা Tk. বা 00 দেবেন না। .

★ মেসেজটি পাঠিয়ে দিন 1000 নম্বরে।

★ ফিরতে এসএমএস আপনাকে জানিয়ে দেবে যে আপনার
নির্দেশিত নম্বরে নির্দেশিত পরিমাণ টাকা পাঠিয়ে
দেয়া হয়েছে।

টাকা পাওয়ার পর প্রাপকের মোট কত ব্যালেন্স হলো, তাও আপনাকে জানিয়ে দেয়া হবে।

প্রাপকের কাছেও একটি মেসেজ এসে জানিয়ে দেবে যে তার
অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এবং তার অ্যাকাউন্ট
ব্যালেন্স কত টাকা।

এবার সব হয়ে গেলো। জিপি আপনাকে একটা পিন দিবে হয়ত
আপনার মনে থাকবেনা। তাই নিজের ইচ্ছা মত একটা পিন
নিয়ে নিন।


↓↓ PIN নম্বর পরিবর্তন করার ↓↓

হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CPIN
পুরনো PIN নম্বর নতুন PIN নম্বর
আবারো নতুন PIN নম্বর।

যেমন: CPIN 1234 4321 4321
পাঠিয়ে দিন 1000 নম্বরে।

♫ বিঃ দ্রঃ ৫০ টাকার নিচে ব্যালেন্স ট্রান্সফার করতে
পারবেন না । 1000 নাম্বারে SMS চার্জ ২.৫০ টাকা।

আজ এ পর্যন্তই।। কোন ভুল হলে হ্মমার চোখে দেখবেন।

আর কিছু না বুঝলে কমেন্ট এ জানাবেন।।
আর এফবি তে দরকার হলে fb তে আমি

31 thoughts on "এবার জিপি থেকে জিপি তে ব্যালেন্স ট্রান্সফার করুন।না দেখলে মিস করবেন।[যারা জানেনা তাদের জন্য]"

  1. Siam Mohammad Zubaer Contributor says:
    ভাই Message Not Sent বলে কেনো? আমার SMS Pack কিনা আছে
    1. SM MUNNA Author Post Creator says:
      fb তে knock করেন।
    2. Siam Mohammad Zubaer Contributor says:
      FB ID দেন
  2. SM MUNNA Author Post Creator says:
    কি বলেন ভাই!!!???
    1. SM MUNNA Author Post Creator says:
      আপনার কথায় যুক্তি আছে।কিন্তু আমরা trickbd কে ভালবাসি তাই সারাক্ষন trickbd তে পরে থাকি।যা জানি তা জানাই ভাই। অন্যকে জানালে যে আনন্দ আছে সেটি আপনি বুঝবেন না।।
    2. Diproman_Biswas Contributor says:
      সঠিক বলেছেন ভাই।
  3. Md Liton Shakh Author says:
    Hoyto Apni Author hote paren nai.. Tai Rag er Mathay.. esob bolsen..
    1. SM MUNNA Author Post Creator says:
      ?☺☺☺
    1. SM MUNNA Author Post Creator says:
      tnq bro
  4. Sabbir Hossain Author says:
    ভাই আমার কোন সিমেই রেজিস্ট্রেশন হয় না।
    1. SM MUNNA Author Post Creator says:
      কি বলেন!! জিপি সিমে try করছেন ত।
    1. SM MUNNA Author Post Creator says:
      wlc
  5. Diproman_Biswas Contributor says:
    আপনি কিছুটা ঠিক বলেছেন কিন্তু ভেবে দেখেন যদি এই ট্রিকবিডি না থাকতো তাহলে আমরা কোথা থেকে এতসব নতুন জিনিস জানতাম আর ভাই আপনি যে এত সব কথা বলছেন তার মানে আপনি ট্রিকবিডি পছন্দ করেন না তাহলে আপনি এই সাইট ভিসিট করেন কেন??
  6. Diproman_Biswas Contributor says:
    আর এমন একটা সাইট চালানো কত কষ্ট জানেন?? এতে একটু আয় করলে ক্ষতি কি? আরে এতে কোনো ট্রেইটরদেরও লস নাই কারন এই সাইট এর কারনে কত জন তার ইউটিউব চ্যানেল এর প্রচার করে আবার কতজন তার নিজের সাইটের প্রচার করে ভেবে দেখেন লাভ বেশি কাদের?
  7. Md Zafor Contributor says:
    Vaiii… kaj kore na toh….
    1. SM MUNNA Author Post Creator says:
      সব কিছু ঠিক মত করলে অবশ্যই কাজ করবে ভাইয়া।
  8. Rafi khondokar Contributor says:
    ভাই আমি একটা সমস্যার মধ্যে পরছি,,,
    আমার ফোন থেকে কোন সিম নাম্বারে এসএমএস করলে যাই।
    আর যদি 8080..5000…4000. এরকম অফিসিয়াল নাম্বারে এসএমএস করি তাহলে যাই না।
    কি সমস্যায় আছি বুঝেন।
    1. SM MUNNA Author Post Creator says:
      ১২১ এ কল দিয়ে সব বলেন।
    1. SM MUNNA Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  9. SOHAN IRVIN Contributor says:
    Amr sim theke 1000 te sms send hoi na
    Ar kono somadhan ace??
    1. SM MUNNA Author Post Creator says:
      ১২১ এ কল দেন।
    1. SM MUNNA Author Post Creator says:
      ঠিক মত কাজ করলে হবেই ভাই।।
  10. shairf Contributor says:
    জাদের 1000 নাম্বারে SMS জাই না তারা GP office এ ফোন করে জানালে তারা সব ঠিক করে দেবে।
    আচ্ছা কেউ কি বলতে পারেন এখান থেকে PIN NUMBER ভুলে গেলে জানার উপায় কি।
    1. SM MUNNA Author Post Creator says:
      pin পরিবর্তন করুন
    2. shairf Contributor says:
      কিন্তু আগের PIN মোনে নাই
  11. Kamruzzaman99 Contributor says:
    jani bt 50 tk er kom transfer Korar system ase Ki?…..& share kora jonno thanks
    1. SM MUNNA Author Post Creator says:
      50 tk er niche amar jana nai vai.sorry

Leave a Reply